নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবিতা , সেই তুমি

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৮

সেই তুমি

**********



তোমারে চেয়েছি শুন্যতার মাঝে

বিনিদ্র রজনী কত করেছি পার

শান্ত এ বুক আজ ভরা কাল সাঁঝে

হয়নিকো মিলন তোমার আমার ।

কত স্বপ্নের জাল বুনে বুনে

একাকি কেটেছে কতনা প্রহর

হন্য হয়ে কতই কাননে ,বনে

ফুলের ঘ্রানে তাই হয়েছি ভ্রমর । ।

তোমারে চেয়েছি হৃদয়ের নীড়ে

আঁকাবাকা মেঠু পথে নয়ন মেলে

উৎসুক লগনে সেই স্মৃতি ভিড়ে

যখন তুমি প্রথম কাছে এসেছিলে ।

তোমারে চেয়েছি জীবনের ভেলায়

কত যে আশার বানী জমা এ বুকে

সেই তুমি মায়াবিনী মজে খেলায়

অন্যর হাত ধর হাসিল লোকে ।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: তোমারে চেয়েছি জীবনের ভেলায়
কত যে আশার বানী জমা এ বুকে
সেই তুমি মায়াবিনী মজে খেলায়
অন্যর হাত ধর হাসিল লোকে ।। :(

কবি মর্মস্পর্শি কবিতা ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ কবি , আমার এক বন্ধুর জীবনে তাই ঘটেছিল ।।

২| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগার জন্য শুভেচ্ছা অসীম , ভাল থাকবেন ।

৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

বাহ ছবিটা এডিট করে চেহারাটা লুকিয়েছেন ব্যাপারটা ভালো লাগলো ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার কথা এবং চেহারা যদি মিলে যায় কেমন হবে তাই এ দৃশ্যর অবতারনা । অনেক দিন পর কমেন্টে আপুনি , ভাল থাকবেন সব সময় ।।

৪| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: এইটা কেডা? পরিবেশ বান্ধবী?

০৫ ই জুন, ২০১৪ রাত ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: না ভাই , কবি যে শুধু নিজের টা নিয়ে লিখে তা নয় । তবে সবারই
বান্ধবী থাকবে সেটাই স্বাভাবিক ।।

৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কত যে আশার বানী জমা এ বুকে
সেই তুমি মায়াবিনী মজে খেলায়
অন্যর হাত ধর হাসিল লোকে ।।

চমৎকার পরিবেশ বন্ধু! আশা করি ভাল আছেন!

০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই ভাল আছি বন্ধু শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.