![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বিশ্বকাপ রঙ্গ
**********
ফুটবল বিশ্বকাপ খেলা দেখতে উৎসাহী সব বয়সী মানুষ জরু হয়
তাল তলা বাজারে ।।
কয়েকটা দোকান ,একটা ক্লাব ঘর , ক্লাবের ঘরে টিভি । লম্বা একটা
শক্ত বাঁশের কোটা দিয়ে টিভির এন্টিনা টাঙ্গানো ।।
রাতুল আর শিবলুরা যখন আসে তখন খেলা শুরু হতে বেশি সময়
নেই , রাত দেড়টা বাজে ।
রাতুল শিবলুর কাছে জানতে চায় , বিদেশিরা রাতে খেলায় কেন হেই দেশে কি দিন নাই ।
শিবলু , দূর বোকা হেই দেশে রাইত ও নাই দিনও নাই ।।
মাঝ খানে এদের কথা শুনে হু হু করে হাসে মুন্সি ছবর আলী ।।
দুই পণ্ডিত আইছে খোথাইকা ।।
এবার রাতুল আর শিবলু ভিড়ে , আচ্ছা ছবর ভাই তুমিও কও
এই যে খেলার লাইগা সাড়া দুনিয়া পাগল হেইডা কই ।
মাথা চুলকায় ছবর আলী
ও হে মনে পড়েছে সেটা বিশ্বকাপে ।।
রাতুল , বিশ্বকাপ , সেটা কই
ছবর আলী , টিভি তে
শিবলু , আর টিভি আছে আমাদের দোকানে ।,
জয় বিশ্ব কাপের জয় ।।
বন্ধুগন যে যে দলেরই সমর্থন কর আনন্দটাই হল আসল ।। সবার জন্য ২০১৪ ফুটবল বিশ্বকাপ হোক শুভ আনন্দময় ও অনেক অনেক রঙ্গিন ।।
। বিশ্বকাপ
++++++++++++
এল হৃদয় জুড়ে মন মাতানো বিশ্বকাপ আসর
দেখিবে সব প্রিয় তারকাদের খেলা ভরিবে অন্তর
জয় পরাজয়ে কত খুনসুটি হবে
কত জনে হারজিতে মার খাবে
কেহ আবার উল্লাসে পাঠাবে শুনিয়া মুহূর্ত খবর ।।
পৃথিবীর একপ্রান্ত হতে অন্যপ্রান্তে দেখবে খেলা
মাসব্যাপি দিন রাত ভিন্নরকম তাই সারা বেলা
মাঠে ঘাঠে হাটে বাটে পতাকা ওড়ে
পছন্দের পোশাখ কিনে ভক্তরা উড়ে
মন মাতানো আনন্দ তাইভরবে বিশ্বকাপ ঝুলা ।।
১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ সেলিম , সহমতে অভিনন্দন ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ন্ধুগন যে যে দলেরই সমর্থন কর আনন্দটাই হল আসল ।। সবার জন্য ২০১৪ ফুটবল বিশ্বকাপ হোক শুভ আনন্দময় ও অনেক অনেক রঙ্গিন ।।
সহমত