![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা
**********
বাবা আমার বাবা
কত যে আপন
নিত্য মমতায়
স্নেহের পরম ধন ।।
শিশুকালে তার পিঠে
ঘোড়ার মত বসে
জড়িরে গলা দিতুম চুমু
গভীর ভালবেসে ।
হাট থেকে এনে দিত
নাড়ু চানাচুর
লাটাই ঘুড়ি সস্তা লাঙ্গল
আর বাঁশীর সুর ।।
শৈশবেরও সেই বাপ ধন
হয়ে গেল বুরু
যার জন্য এই মন
করে উড়ু উড়ু
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কবি বাবা দিবসের শুভেচ্ছা , এমন দিন আসবে আমাদের
সন্তনেরাও ++++++++++
২| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮
দুঃখ বিলাস বলেছেন: ভালো কবিতা।
১৯ শে জুন, ২০১৪ রাত ১০:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভকামনা ।
৩| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: আদম হাওয়া আ বিচলিত হলেন ।শয়তান আবারও মানুষের বেশ
ধরে শিশু কবিছ পুত্রকে সয়ং আদম ও হাওয়া আ এর নিকট সোপর্দ করলেন ।
আদম হাওয়া শিশু সন্তানের মায়ায় সব ভুলতে লাগলেন । আল্লাহর
পক্ষ থেকে গাইবি আওয়াজ এল হে আদম সাবধান এ নিশ্চয়
শয়তানের কাজ , ঈমানকে হেফাজত কর শয়তানের পুত্রকে
আগুনে ফেলে ছাই করে সাগরে নিক্ষেপ কর ।
আদম আ তাই করলেন ।
বহুদিন পর শয়তান বিবি হাওয়া আ এর বেশ ধরে আদম আ এর
কুলে শয়তানের বাচ্ছা কবিছ কে দিয়ে এল ।
আবার আদম হাওয়া আ শয়তানের ধুকায় পরল বেশ কিছুদিন
লালন পালনের পর আল্লাহ সাবধান করলেন হে আদম হাওয়া
আমি তোমাদের ছাড়া আর কোন মানুষ পয়দা করি নাই নিশ্চয়
তোমরা ক্ষতিগ্রস্থ ।
এমন এক জায়গায় লুকাও যেখান থেকে শয়তান তার কবিছ
বাচ্ছাকে আর একত্র করে তোমাদের ধুকা দিতে না পারে ।
আদম হাওয়া আ কেটে রেধে খেয়ে ফেললেন ।
সেই থেকে কবিছ আত্তা প্রত্যক টা আদম সন্তানের ভিতরে ঝানু
গেঁড়ে বসে আছে ।
আল্লাহ বলেন হে আদম বেশি বেশি জিকির কর তওবা কর অতপর আমাকে ডাক শয়তানের কাচালত নষ্ট হয়ে হৃদয়ে
ঈমানের নুর পয়দা হবে এবং তারাই জান্নাতি ।
এজন্য কামেল মুর্শিদের নিকট তওবা করা ফরজ ।
৩৬
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: শিশুকালে তার পিঠে
ঘোড়ার মত বসে
জড়িরে গলা দিতুম চুমু
গভীর ভালবেসে ।
সুন্দর ।