![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
তোমারে খুজে
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
আমি দেখেছি তোমারে , প্রথম প্রহরে
জেগে থাক সৃষ্টির আরশিতে কোন মোহমায়ায়
আকৃষ্ট লগনে, সেই ছবি ভাসে বারেবারে
নাড়া দেয় মনেতে অদৃশ্য অজানায় ।
ক্ষেপা ঘোড়ার পিষ্টে ছিলে তুমি সহিস
চাবুক হাতে ছিল আমার দুরন্ত উল্লাস
মাঠ কাঁপানো অত্রহাসির প্রান্তে একাকিবেলায়
এনেছি ঘন অরন্য থেকে ভাললাগার চাষ ।
এনেছি তোমার জন্য কাজল বিল হতে
উজার করে শাপলা শালুক রেনু ফুল ,
বৃষ্টির ছন্দ হতে লুকানো ভাষা
গানের কলি ভাজা, অবাধ সাঁতার তৃষিত নদীর কুল ।
ছুঁয়েছি তোমারি হৃদয় নীল দিগন্তে ,
মেঘে মেঘে হয়েছি ইন্দ্রধনু ক্ষনিকের তরে
এনেছি ভালবাসার কাব্য হতে অনেকগুলু লালগোলাপ
প্রজাপতির ডানায় সাতরঙ এঁকে দেখিব প্রানভরে ।।
অপেক্ষার অন্তরালে হাজার রাত্রি কেটে যাবে
বন পথ হবে রঙিন, জোনাকির নিয়ন আলোয়
ভরা পূর্ণিমার চাদ জাগাবে প্রথম প্রহরের সুখস্মৃতি গুলু
আবার দেখিব তোমাকে আবছা আধারে , কোন অজানায় ।।
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ভাললাগা , ভালথাকা চাই
২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর ।
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দরের মাঝে যাদের মায়াভরা ঠান
তারা বেয়াই তাদের মাঝেই আছে হাসি গান ।
৩| ২২ শে জুন, ২০১৪ সকাল ৮:৩৩
আহসানের ব্লগ বলেছেন: বাহ
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , আবারও কমেন্টে আমন্ত্রন রইল ।।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ রাত ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এনেছি ভালবাসার কাব্য হতে অনেকগুলু লালগোলাপ প্রজাপতির ডানায় সাতরঙ এঁকে দেখিব প্রানভরে ।।
দারুণ লাগলো ।