![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
প্রিয়ংবদা
*******
আমি দেখিছি তোমার নীলাভ ঐ নয়নে
রাজ্যর যত সব বিস্ময়
অখণ্ড নিরবতা তোমাকে ঘিরে
কেন ? যে মাঝে মাঝে এমন হয় ।
স্বপ্নের বাধ ভাঙ্গা যত টুকু লাজ
আজও দেখি তোমার বধনে ভাসে
পুস্প রেনুর মত মায়াবি সে ঠান
কেন ? যে সৌরভে হৃদয় হাসে ।
তুমি বর্ষার জল , আষাঢ়ে নদী
ঘন কালো মেঘে কাব্য লেখার খাতা
তোমার চুলের ভাঁজে সোনালী রংধনু
কেন ? যে মেলে ধরে ইচ্ছা পাতা ।
তুমি সাগ্নিক জলন্ত ঊষার রবি
ছড়াতে জান কত পূর্বাশার আলো
পাহাড়ের সুন্দরয্য তোমারি ছায়ায়
কেন? যে এত প্রিয় লাগে ভালো ।
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভালো আছি শোভন , কমেন্টে অনেক অনেক ধন্যবাদ , ভাল থাক
সব সময় ।
২| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৭
লিরিকস বলেছেন: +
২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু শুভকামনা
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ রাত ২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক সুন্দর!!
কেমন আছেন?