নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

একটি প্রেমের ফুল , গল্প

২৪ শে জুন, ২০১৪ রাত ৯:৪৯

একটি প্রেমের ফুল



********* এক

জুঁই আর সাগর সহপাঠী । প্রতিদিন একই কলেজে ওদের দেখা হয় ।

চেনাজানা স্কুল জীবন থেকেই ।

জুঁই ভাঁটি অঞ্চলের মেয়ে । তাদের গ্রামগুলু বর্ষাকালে মনে হয় সাগরের মধ্য দ্বীপের মত । আর সাগরের ঢেউ কেটে কেটে ইঞ্জিন চালিত বোটে আসতে হয় লোকালয়ে ।

একদিন সাগর বর্ষাকালে স্কুলে আসে ,পথিমধ্য নামে ঝমঝম বৃষ্টি , ছাতা নেই ব্যাগ নেই , ভিজে একেবারে টুই টম্ভুর । সাগর অসহায়ের

মত এদিক ওদিক তাকায় , ইশ বইগুলু ভিজে যাচ্ছে যদি একটা উপায় হত ।

হটাৎ একটা মেয়েলি ডাকে চমক ভাঙ্গে তার , পাশ ফিরে দেখে জুঁই , মাথার উপর লেডিস ছাতা ।

সাগর এস আমার ছাতার নিচে অন্তত তোমার বইগুলু ভিজবেনা । যদিও একই ক্লাশে পড়ে , এর আগে কখনও জুঁই এর সাথে কথা হয়নি সাগরের ।

বৃষ্টির পানিতে ভিজে সাগর এখন রিতিমত যুবুথুবু , জুঁই এর ছাতা

একসময় সাগর কে বৃষ্টির উৎপাত থেকে আড়াল করল ।

সাগর তোমার ছাতা নেই

ছিলই তো , কিন্তু সকালে দেখলাম আকাশ একদম পরিস্কার ।

এমন ভুল করা আপনার উচিৎ হয়নি , এই যে ক্লাশের বইগুলি প্রায় ভিজেই গেছে , ছাতার অভাবে কতবড় ক্ষতি হল ।।

আসলে আমি একটা ইয়ে মানুষ , ছাতা হাতে রাখলে কোথায় আবার ভুলে ফেলে যাই খেয়াল থাকেনা , এর আগে ছয় ছয় টা ছাতা হারিয়ে ফেলেছি ।।

টুকটাক কথা বলতে বলতে ওরা এগিয়ে যায় স্কুলের দিকে ।

সাগর জুঁই এর শরীর থেকে গন্ধ পায় , আচ্ছা জুঁই তুমি কি সেন্ট

ব্যাবহার কর ।

কই নাত ।

তাহলে

এবার জুঁই মুচকি হাসে ।

সাগর খুজে পায় সেই মধুভরা হাসিতে রাজ্যর বিস্ময় ।।

দুই

************

সাগরের গ্রাম মুল শহর থেকে ২ কি, মি দূরে । গ্রামের কাঁচা মেঠূ পথ পেরিয়ে যে ছোট খালিজানা নদী , সেই নদীর ওপারে নতুন

কলেজ ।

নদীর পাড়ে প্রতিদিন মিলিত হয় সাগর আর জুঁই ।

জুঁই এর জন্য সাগরের জীবনটাই পাল্টে যায় । সাগরের বাবা দিন

মজুর , সংসারে ৬ জন সদস্য ।

একসময় মেট্রিক পরিক্ষা দিতেই তার দায় ছিল । জুঁই লক্ষ্য করল

ইদানিং সাগরের মন খারাপ ।

জুঁই , এই সাগর ইদানিং দেখছি আগের মত চঞ্চল হাসিখুশিটি তুমি নেই , কেন কি হল আপন হিসাবে কি আমাকে খুলে বলা যায়না ।

কেন জানবেনা, হা তাই তো ।

চল ঐ যে কদম গাছ টা আছেনা এর নিচে গিয়ে বসি ।

ওরা খুব কাছাকাছি হয় ।

জান জুঁই আমার আর পড়ালেখা হবেনা

কেন , কেন

আমার পরিবার থেকে লেখাপড়ার কোন খরচ দেবেনা ।

তুমি তো স্কুলের ব্রিলিয়ান্ট ছাত্র , কেন দেবেনা ।।

সত্যি বলতে কি আমরা খুবই গরিব , আর গরিব মানুষের লেখাপড়ার এত উচ্ছ আশা থাকেনা ।

ভেরি সরি সাগর , কিন্তু তোমাকে বসে থাকলে চল্বেনা , আমি যদি

তোমার কিছু উপকারে আসি আমার দান কি তুমি ফিরিয়ে দেবে ।

সেটা আবার কি রকম জুঁই

এই ধর আমি তোমার ফ্রম ফিলাফের টাকাটা দিয়ে দিলাম । তুমি

পাশ করে একটা কিছু করে না হয় আমার টাকাটা .........।

থাক থাক আর করুণা করতে হবেনা ।

জুঁই এর গাল ফুলে গেল , সাগর দেখল সে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে ।

আরে এযে দেখলাম না চাইতেই বৃষ্টি , আচ্ছা টিক আছে আমরা না হয় এক সাথেই পরীক্ষা দেব ।

জুঁই তুমি কি জান লক্ষ্মীটি , আমার ছোট ছোট তিন ভাই বোনদের গ্রামে টিউশনি করে ওদের লেখাপড়া চালিয়েছি । দুই বোন সমাপনি পরিক্ষায় ১ম হয়েছে আর ভাইটি এইটে পড়ে ।।

জুঁই এবার চিৎকার করে বলল এজন্য তুমি সেরা ।

প্রমিজ আই লাভ ইউ সাগর ।

সাগর এর হাত জুঁই এর কপাল স্পর্শ করল । মুখ ফুটে বের হল একটি কবিতা ।।



************

হাত বারিয়ে দাও গো প্রিয়

মনটা ছুঁয়ে যাই

মন হারাবার দিন যে এল

কোথায় খুঁজে পাই ।

পাহাড় , সাগর , অরন্য , মাঠ

দেখার যত রয়

ভেসে উট সব খানেতেই

লাগে যে বিস্ময় ।

নীল দিগন্ত ছুঁয়ে তুমি

মেঘ হয়ে ভাস

শিশির ঝরা ভোরের বেলা

আবার ফিরে আস ।

সন্ধ্যা তারা হাতছানি দেয়

তুমি জাগ সেথা

লুকুচুরি খেলায় মেতে হে প্রিয়

দাও মনে ব্যাথা ।।



কদম গাছ হতে কদম ফুলের রেনু পড়ে ওদের গাঁয়ে ।।

দুটি হলদে পাখি উড়াল দেয় সোনালী ডানা মেলে দূর অজানায় ।



একটি প্রেম ফুল , গল্পের বাকি অংশ ।

***********

তিন



সাগর আর জুঁই দুটি যেন কলেজ এর প্রান । সাংস্কৃতিক অনুষ্ঠান , নাটক , কলেজের নবীন বরণ , বৈশাখী মেলা , সব ক্ষেত্রেই তাদের কে অগ্রে পাওয়া যায় । এবার জুঁই কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য নাছ এবং কবিতা আবৃতি তে পেরেছে ১ম পুরস্কার আর সাগর এর গানের গলা চমৎকার । সেও পেয়েছে ১ম

পুরস্কার ।।

অনুষ্ঠান শেষে দুজন হাত ধরাধরি করে সেই কদম গাছটার তলায় গিয়ে বসে ।

জুঁই ডাকে ।

সাগর

হু

এই যে আমরা যখন পুরস্কার আনতে গেলাম দেখলি কত মানুষ আমাদের দিকে দিকে হা করে তাকিয়ে ছিল ।

তাই ত মনে হয় গিলেই খাবে ।

আচ্ছা সাগর তুমি কি আমাকে ভুলে যাবে

হটাৎ এ প্রশ্ন কেন জুঁই ।

না এমনিতেই ।

ধর বিধাতা যদি চায় চিরদিন পাশে থাকব আর যদি কপালে অন্য কিছু লেখা

থাকে হয়ত হারিয়ে যাব অন্য কোন অজানায় ।

চিৎকার করে জুঁই, না সাগর আমি বেঁচে থাকতে তোমাকে আমি হারিয়ে বাচতে পারবনা ।

তুমি আমাকে বুঝি খুব বেশি ভালবাস জুঁই ।

জুঁই হটাৎ পাগলের মত ছুটে যায় নদীর পাড়ে বেড়া দেওয়া কাঁটা তারের পাশে ।

হাত ডুকিয়ে দেয় কাঁটায় , হাত কেটে রক্ত ঝরে । সাগর ব্যাপার টা লক্ষ্য করে

চিৎকার জুড়ে ওর হাত ধরে ফেলে । ইশ একাজ কেন করতে গেলে জুঁই ।

অনেকটা কেটে গেছে ।

আমি রক্ত দিয়ে আমার বুকে লিখে রাখব তোমার নাম ।

রক্ত গড়িয়ে পড়ছে দেখে সাগর জুঁই এর হাতটা নিয়ে নিজের মুখে জিব্বা দিয়ে

চেটে চেটে পরিস্কার করে ।

প্রিয় তোমার পবিত্র রক্ত আমি কোথাও ফেলে দিতে পারিনা তাই হজম করে

নিলুম ।। এবার চল লক্ষ্মীটি কংসের দ্বারে গিয়ে কিছুক্ষন হাওয়া খেয়ে আসি ।

কংস নদীটি ধরম পাশা উপজেলা সদর ছুঁয়ে চলে গেছে সুদুর পুবে এবং একসময় ভাটি বাংলার হাওড় বাওর এলাকা ছাড়িয়ে মিশেছে সুরমার সাথে ।

প্রতিদিন নদী পথে লঞ্চ , ইঞ্জিন চালিত নৌকা সহ নানা রকম যান বাহন চলে । নদীর জল কেটে কেটে যান গুলু চলে দেখতে ওদের ভালই লাগে ।।

জুঁই দেখ দেখ ঐ যে তোমাদের নৌকা এসে গেছে এবার বিদায় নিতে হবে ।

আরে না আমাদের নৌকা আসবে আরও ঘণ্টা খানেক দেরি করে ।

হয়ত আমারই চোখের ভুল , তুমি এখানটায় বস আমি না হয় কিছু বাদাম কিনে আনি ,সময়টাও ভাল কেটে যাবে । কলেজ ছুটির পর প্রতিদিন জুঁই কে

সাগর নৌকায় তুলে দিয়ে সে নিজে বাড়ীর দিকে পা বাড়ায় ।

বাদাম আনতে গিয়ে ফিরে এসে দেখে ৩/৪ টা পোলা পান জুঁই কে ঘিরে ।

জুঁই সাগর কে দেখেই গুমরে কেঁদে ফেলে । আরে কাদছ কেন কি হয়েছে সেটা বল তো ।

ঐ যে ওরা আমাকে অপমান করে কথা কয় । কি কয়

কয় হেরার সাথে নাকি আমার যাওয়া ভাল ।

সাগর গর্জে উটে , কুত্তার বাচ্ছারা তগ এত্তবড় সাহস । পাশেই ছিল একটা

কাটের চেলা সেটা দিয়ে ধুম ধাম পিটায় ।

ঘটনা কি , হইছে কি জনগনের হইহল্লায় বখাটেরা পালায় ।।

এক বখাটের আঘাতে বাম হাতে ছুট পায় সাগর ।।

জুঁই আর সাগর একসময় সরে আসে এখান থেকে ।



চার



সাগর শেষতক কোন উপায়ান্তর না পেয়ে হকারের চাকরি নেয় । সময় মত সকাল বিকাল পত্রিকা বিক্রি করে । এই ভাবে কষ্টে সৃষ্টে কোন ভাবে সংসার চালায় । বৃদ্ধ বাবা আগে যৎসামান্য রোজগার করত এখন

টাইপয়েটে ভুগছে ।

বাবার চিকিৎসার টাকা জুগার করবে কি করে । এখন সে মহাভাবনায় পড়ে তার একমাত্র সাইকেল টি বিক্রি করে দেয় ।

তার বই টেবিল সখের জিনিস সব বিক্রি করে বাবাকে ডাক্তার দেখায় ।

বাবা রমজান আলী এখন সুস্থ কিন্তু সে অসুস্থ ।

তার চাচাত ভাই ফাহিম কাঠ মেস্তরি । ফাহিম একদিন এসে বললে কি হে সাগর , এভাবে বসে বসে ভাত গিললে তো খাবার আসবেনা , আমার কাঠের

দোকানে আয় , মাঝে মধ্য কাজ কর । কিছু পয়সা পাতি মিলবে আর কাজও

শেখা হয়ে যাবে ।।

লেখা পড়া তো কতজনই করেছে , দেখছি চাকরি আজ সোনার হরিন ।

যে এর পিছনে হাঁটবে তার ধংশ ছাড়া আর কোন পথ খোলা নাই । আই এ

বিয়ে পাশ দিয়েও লক্ষ লক্ষ টাকা লাগে ঘুষ । আর গরিবের জন্য তো ফেলনা

ছাড়া কিছুই নয় । যার উপড়ে মামা চাচা খালু আছে হেরার চাকরিও আছে ।

ফাহিম ভাইয়ের কথাগুলু মনের মধ্য গেঁথে ফেলে সাগর , সেদিন থেকেই কাঠের মিশ্রি হিসাবে কাজে লেগে যায় সে ।।

তিন চার মাস কাজ করে ভালই উপার্জন হয় তার । কাজের ফাঁকে ফাঁকে যখন

তার জুঁই এর কথা মনে হয় , বুকটা হাহাকার করে উটে ।

ফাহিম ডাকে সাগর , হাতল টা লইয়া আয় তো

জি আসছি ভাইয়া ।

অলক্ষ্য যেই পা বাড়াবে অমনি একটা কাটে বিঁধানো ঘাতক লোহা ডুকে যায় তার বাম পায়ে ।

রক্তের বন্যা নামে তার পা থেকে , সাগর কে হাসপাতালে ভর্তি করা হয় । তিন

চার মাস পড়ে থাকে হাসপাতালের ব্যাডে ।

উন্নত চিকিৎসার জন্য সাগরকে এক সময় নিয়ে আসা হয় ময়মনসিংহ চড়পারা হাসপাতালে ।

ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রায় দেয় তার পায়ে সেফটি হয়ে গেছে । পা কেটে ফেলতে হবে ।

একদিন জুঁই এর হাতে গিয়ে পৌঁছে সাগরের চিঠি ।

জুঁই ,

তুমি পবিত্র , তুমি মহৎ , তোমার ভালবাসা আমার হৃদয়ে ফুটিয়েছিল আনন্দ কুসুম । কিন্তু আজ আমি জীবনের যুদ্ধে এক পরাজিত সৈনিক ছাড়া আর কিছই নই । আমি না পারলাম তোমার কথা রাখতে আমি না পারলাম তোমার

নিরেট ভালবাসার মর্যাদা দিতে ।

আজ আমি ভাগ্যর নির্মম পরিহাসে না ফেরার দেশের এক যাত্রি । যদি আবার দেখা মিলে প্রিয় তোমাকে দেবার সম্ভল করে রেখেছি কিছু সঞ্চিত অশ্রুকনা । আর যদি দেখা না মিলে তবে সেই কদমের গাছ হতে আমার সমাধিতে এনে দিও কিছু পুস্প মালা । প্রিয় আমি শুধুই তোমার ক্ষমার পূজারী । ইতি

সাগর

চিঠি টা পড়ে মাথা ঘুরে পড়ে গেল জুই

জুই এর মামি এসে ধরল , আরে কি হল আবার পাগলিটার ।

এক সপ্তাহ পর জুই তার মামাকে নিয়ে এল শিং পুর গ্রামে । সাগর দের বাড়ীতে ।

নিস্তব্দ নিরবতা বাড়ীতেই।

এক মধ্যবয়সি মহিলা উঠানে , বোবাকান্নায় তার বুক যেন ফেটে যাচ্ছে , জুই বলল আনটি সাগর কোথায় ।

একটা অজানা আশংকায় কেঁপে উটল জুই এর মন ।

এবার মধ্যবয়সী মহিলা নদীর দ্বারে আঙ্গুল তুলে দেখিয়ে বলল, মারে আমার

সাগর চিরদিনের জন্য ঘুমাইয়া গেছে , আমি কতবার ডাকলাম সাগর বাবা

রাগ করিছ না , না খাইয়া ঘুমাইয়া গেলে যে শরীরে অসুখ অইব ।

ঘর থেকে বের হল সাগরের বোন শিলা শিপ্লু আর ভাই নহর

নহর ডাকে ,নিশ্চই আপনি জুঁই আপি ।

ভাইয়ার পায়ে সেফটি হইছিল সে খবর এক সপ্তাহ আমরা গোপন রেখেছিলাম ।

কিন্তু কি করে যেন জেনে যায় সে পরের দিনেই সাগর ভাইয়া গলায় রশি দেয় ।।

জুঁই প্রতিবছর আসে সাগরের সমাধিতে ফুল দিতে । তখন তার গণ্ড দেশ বেঁয়ে পড়ে টুপ টুপ বৃষ্টির মত লোনা জল ।।

একটা পাথরে খোদাই করে জুঁই লিখল

পূর্ণ প্রেমের ফুল দিয়ে অনলে সাজালাম হৃদয়বাসর

আজ কেন তুমি অন্তহীন গন্তব্য বাধলে এ সমাধির ঘর ।









মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৪ রাত ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: বালক বালিকার কৈশোর প্রেম । সুন্দর লেখনী, বানানগুলো ঠিক হলে পড়তে আরো ভালো লাগত ।

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , গল্প কম লিখি তো তাই এমন হল , বানান টিক করে নেব , গল্পটি অসমাপ্ত চলবে ।

২| ২৪ শে জুন, ২০১৪ রাত ১১:৩৬

আহসানের ব্লগ বলেছেন: চালিয়ে যান । ভাল লাগলো । :)

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে শুভেচ্ছা

৩| ২৪ শে জুন, ২০১৪ রাত ১১:৩৬

মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো

বানানের দিকে আরো একটু নজর দিয়েন

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: বানান টিক করে নেব , তারাহুরা করে লিখে অকে করে দিলাম তাই এমন হল , পড়ার জন্য ধন্যবাদ ।

৪| ২৫ শে জুন, ২০১৪ রাত ১২:০২

নিয়ামুল ইসলাম বলেছেন: দুর্ভাগ্য কৈশরে প্রেমের স্বাদ পেলামনা। :(

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে সবার জীবন তো আর এক নয় , পড়ার জন্য ধন্যবাদ ।

৫| ২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৪৪

আহসানের ব্লগ বলেছেন: মাহবুব ভাইয়া সহমত :)

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সহমত এবং কমেন্টে সাধুতাবাদ

৬| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৭ শে জুন, ২০১৪ রাত ১০:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: গল্পটা শেষ হয়নি চলবে , কমেন্টে অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.