![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মাহে রমজান
***********
নীল আকশে দেখা মিলবে মাহে রমজানের চাঁদ
খোদার রাজ্য অবনত মস্তকে ঘোষণা করবে সৃষ্টি সমুদয় পবিত্রতা
বিশ্ব মুসলিম হবে রত সিয়াম সাধনায়
হৃদয় থেকে মুছে দাও পাপ পংকিলতা ।
নবীজীর ভবিষ্যৎ বানী লয়ে আজও মরুর বুকে ছুটে জিব্রাইলের ডানা
হে মুসলিম নত হও তারি ক্ষুদ্রতি পায়ে যিনি একেশ্বর , সৃষ্টিকর্তা
এক মাস তোমাদের নাজাতের , তোমাদের মুক্তির , তোমাদের পুন্যর
মুমিনদের জন্য যাবে জান্নাতের দরজা খুলে , আসবে নেমে শান্তির বারতা ।
চির দুশমন শয়তান হবে শৃঙ্খলাবদ্ধ
এইতো নিজেকে শুধরে নেয়ার ক্ষন
দূর হোক গ্লানি , রিয়া আর যত মিথ্যাচার
মাহে রমাজানের সৌরভে পবিত্রতায় ভরে উটুক মন ।।
পবিত্র কিতাবে দাও রহমতের চুমু ,পড় আল কোরআন
আসবে নেমে আল্লাহর সেরা নেয়ামত শাশ্বত কল্যান ।
নামায , দরুদ , তাসবি তাহলিল যত এবাদত সওঘাত
দিন শেষে খুশির ইফতার ক্ষন হবে সবচাইতে সেরা
আত্তসুদ্ধি লাভে চির জান্নাতি হবে
সত্যর মুসাফির দিল খোলা মুমিনেরা ।।
২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: আজকে শপথ হোক
এই রমজানে
একজন বা একটি পরিবারের
খুশির দায়িত্ব নিব, সংযমে ব্যায় কমিয়ে
ফোটাব তাদের মুখেও ঈদের হাসি
খুব সুন্দর বলেছেন
আমাদের সবার মন মানসিকতা যেন এই সংযমের মাসে
থাকে নিবেদিত প্রান অসহায় বুভুক্ষদের পাশে ।
কমেন্টে ধন্যবাদ , থাকল নিরন্তর শুভকামনা ।
২| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা। মাহে রমজানের শুভেচ্ছা রইলো ।
২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ আপু , ভাল থাকবেন ।
৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সেলিম , ভাল থাক সব সময় ।
৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪
লিরিকস বলেছেন: +
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ , থাকল শুভেচ্ছা ।
৫| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেমন বলেছেন তেমন হলেতো কত সুন্দরই না হত!!!
কিন্তু সংযমের মাসে চলে পূজির মচ্ছব!
ভোগ আর লাগামহীন ব্যায়ের প্রতিযোগীতা
ইফতার থেকে সাহরী
ঈদের জামা থেকে অন্যসবে...
অন্যপিঠে-
কত ক্ষুধার্ত কাঁদে আঁধারে
কত নিরুপায় কাঁদে চাঁদ রাতে
কত অসহায় কাঁদে ঈদের দিনে
আজকে শপথ হোক
এই রমজানে
একজন বা একটি পরিবারের
খুশির দায়িত্ব নিব, সংযমে ব্যায় কমিয়ে
ফোটাব তাদের মুখেও ঈদের হাসি
তবেই না রমজান হবে সার্থক ফিতরের উৎসব।