![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
**********
ফুল
*******
কি যেন মায়াবী ঠানে হৃদয় করে আকুল
ছড়ায়ে সুভাস কাননে দুল প্রিয় ফুল
তোমার ও বাহার দেখি সখিরও খোপায়
আরও দেখি কত না বাসর ও সজ্জায়
ফুলের আশে কভু প্রেমিক মিতালি গড়ে
তাই দিয়ে সম্ভাষণ কতনা প্রিতির আসরে
কত তারুন্য প্রান ফুলের মেলায় জাগে
তাই ফুল প্রিয় সকলের আনন্দ সোহাগে ।।
নন্দিত ফুল আকর্ষিক বিমোহিত করে অন্তর
তার সৌরভে ওড়ে মৌ মধুলোভি ভ্রমর ।।
শিশু এবং ফুল
শিশুরাও তাই ফুলের মত বেড়ে ঊটে
কুসুম কোমল চঞ্চলে ফুলের মত ফুটে
ফুল ও শিশু একই বৃন্ত কবির চোখে
ফুলের জলসায় নিরব কবি সবাই দেখে ।।
ফুল এবং নারি
ফুলের মত বেড়ে উটা ললনাময়ির মন
তারা সমাজ , সংসার , প্রেমপ্রিতির বাধন
কবির চোখে সৃষ্টির নব্বারতায় ওরা সাজে
কত বিস্ময় ঝরে দেহবল্লরি নারির কারুকাজে ।।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ১ম কমেন্টে অসংখ্য ধন্যবাদ কবি , থাকল মাহে রমজানের শুভেচ্ছা ।।
২| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১৩
মামুন রশিদ বলেছেন: নিরব কেন কবি! ফুলের সুবাসে পিনিক লেগেছে মনে হয়!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: পিনিক কিনা জানিনা তবে আমি ফুলের বাগান করতাম সেই শৈশবে । ফুল
গাছ সংগ্রহের এত নেশা ছিল যে , কত দেয়াল টপকায়ে কতবার নিজের
শরীর কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলেছি সে ইয়ত্তা নেই ।
যখন বাগানে নতুন কোন ফুল ফুটত , আনন্দে ধেইধেই করে নাছতাম ।
আসলেই ফুল আকর্ষিক
বিমোহিত করে অন্তর
তার সৌরভে ওড়ে মৌ অলি
পাখনা মেলে ওড়ে ভ্রমর ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:০৮
লিরিকস বলেছেন: +
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ , শুভেচ্ছা ।
৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য , শুভকামনা নিরন্তর ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আমিও বলি ফুলের জলসায় নিরব কেন কবি?