নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আড্ডা পোষ্ট , বন্ধুরা কমেন্টে কৃপণ হইওনা ।।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

আড্ডা পোষ্ট

*********

বিষয় বস্তু * মানুষ কি খায় টাকা না পন্য

ভেজাল না অন্য ।।





কারা নষ্ট কারা সৎ

দাও সঠিক মতামত ।।

মন্তব্য ৭২ টি রেটিং +১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৫

এহসান সাবির বলেছেন: সালাম বন্ধু........!!

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: অয়ালাইকুম ছালাম
১ম কমেন্টে এহসান সাবির প্রমান করল যে সে কৃপণ নয় । আচ্ছা সাবির
আমরা প্রতিনিয়ত যা খাচ্ছি তা কি সঠিক খাচ্ছি না এর মধ্য পেঠে ভেজাল
চালান হয়ে যাচ্ছে ।

২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:০৪

এহসান সাবির বলেছেন: আমার তো মনে হয় সবই ভেজাল......

ভেজাল খেতে খেতে ভালো টা খেলেই পেট খারাপ হয়.......!!

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: আজ সব খাদ্যর মধ্যই ফরমালিন , সরকার এত ডিজিটাল ডিজিটাল জপে
অথচ এর এখনও পর্যন্ত কোন সুরাহা করতে পারেনাই , এটা মানব প্রাণীর
খাদ্য বিষ প্রয়োগের অপচেষ্টা । আমাদের কে এক্ষনি সম্মিলিত প্রচেষ্টায়
এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার ।
সব ক্ষেত্রে ফরমালিন কে না বলা প্রয়োজন ।।

৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:১১

প্রবাসী পাঠক বলেছেন: বাংলাদেশের মানুষ এখন টাকা দিয়ে কিনে ভেজাল পন্য খায়।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: টাকা যাদের আছে তারা তো সময়ের প্রয়োজনে খাবার খাবেই অথচ একবার
ভেবে দেখছেনা সেটা কি আদৌ খাদ্য না বিষ ।
আমরা একটা কচি শিশুর মুখে এক ফুটা দুধ তুলে দিতে পারিনা অথচ তাকে
হত্তার জন্য থাকে ফল মুলে মাছ ঘৃতে বিষ ।
এটা জাতীর জন্য ভয়ংকর হুমকি স্বরূপ । কমেন্টে ধন্যবাদ প্রবাসি পাঠক ।

৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: হুম!!

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা ফরমালিনের বিরুদ্ধে ব্লগে আরও সচেতনতা বাড়ানোর তাগিদে , আমার প্রস্তাব এস আমরা ব্লগার সমাজ ফেবু , ইন্তারন্যাট সহ সকল সামাজিক
অয়েব সাইটে এর বিরুদ্ধে সোচ্চার হই ।

৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৮

বলো জয় বাংলা বলেছেন: বন্ধু গতকাল কি রোজা রাখছিলেন ? :)

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই , এবং বাকি সবকটা রোজা যেন রাখতে পারি আল্লাহ তৌফিক দিন ।

৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: রোজার জন্য সবাই ঘুমাতে গেছে মনে হয়। সেহেরিতে উঠবে আবার.....!!

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ , শুভরাত্রি এহসান সাবির ।।

৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫০

মামুন রশিদ বলেছেন: হায় হায়, আড্ডা মিসাইলাম :(

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ যিনি ব্লগের একজন বিশিষ্ট গল্পকার তিনি দেখেন কেমন হায় হায়
করছে , কেউ কি কিছু বলতে পারেন ।

৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

বাজেকাম বলেছেন: সততার মাপকাঠি কী?

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: আমার মনে হয় অসৎদের সাথে পেরে উটতে না পাড়লেও তাদের ঘৃণা করা ।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


বন্ধু কেমন আছেন ?

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল বন্ধু ,
আমরা জানি কাণ্ডারি অরথব সামুর একজন ভাল ব্লগার কিন্তু ইদানিং আড্ডাতে যোগ দেয় তার নিকট আমার কি যেন প্রশ্ন থুক্কু কারা সৎ এবং কারা
অসৎ ।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২০

এহসান সাবির বলেছেন: বন্ধু ঘুমায়তেছে......

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু ঘুমাইলেও বন্ধুদের ক্যাচাল দুই চোখে ভাইসা উটে ।।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

বন্ধু আড্ডার ডাক দিয়ে কোথায় গেলেন?

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০০

পরিবেশ বন্ধু বলেছেন: স্নিগ্ধ শোভন শূভেচ্ছা ।। এহসান সাবির আমাকে সংকেত দিল রোজার জন্য
সবাই ঘুমাতে গেছে , আমরা তখনও আসলে আড্ডাস্থলে পৌছাই নাই ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৩

মামুন রশিদ বলেছেন: আবার আইছি, বন্ধু কৈ কৈ কৈ গেলারে!

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: আজকে ইফতারি বেশি খাইয়া ফালাইছি তো তাই সেহরি কয়টায় সে হিসাব
ভুলে গেছি বন্ধু , আমার প্রশ্ন মানুষ স্বপ্ন দেখে কেন ?

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০২

মামুন রশিদ বলেছেন: স্বপ্ন ব্যাপারটা অনেক জটিল, প্রচুর মতবাদ আছে এটা নিয়ে । তবে মানুষ অবচেতন মনে যা প্রত্যাশা করে তাই হয়ত স্বপ্ন হয়ে দেখা দেয় ।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে সাধুতাবাদ , অবচেতন মন সেটাও গবেষণার বিষয় । বিজ্ঞানিদের
ধারনা মানুষ যতটুকু স্বপ্ন দেখে তার সময় সিমা আসলে সেকেন্তের অনুভাগ ।।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমি আড্ডায় থাকমুনা। বন্ধু আমার কমেন্ট এড়াইয়া মামুন ভাইর কমেন্টের রিপ্লাই দিছে /:) :( :((

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: শোভন হা হা হা , এইডা আসলে কোন কথা অইল , আমরা তো আসলেই এক পরিবার আমাদের কি যখন তখন রাগ করা চলে । তা ভাই বিশ্ব কাপে
কোন দল জিতলে আনন্দে বুক ভরে যাবে একটু কি জানা যায় ।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভেজাল মানুষ ভেজাল টাকা দিয়ে ভেজাল খাবার কিনে খায় ।

বন্দু, সেহরির সময় হয়ে গেছে । চলুন ভেজাল সেহরী খাই । :-B B-))

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: বিজ্ঞাপন টি আসলে মন্দ নয় । কোথায় ভেজাল নেই , ফল থেকে সবজি
পান থেকে চুন ।
তবে আমরা চেষ্টা করি , ভেজাল থেকে দূরে থাকতে । নবীজী বলেন তোমরা
যা কিছু ভাল গ্রহন কর আর যা কিছু মন্দ পরিহার কর ।
আচ্ছা বন্ধু ফরমালিন জিনিস টা কি চোখে দেখা যায় ।।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি বন্ধু আবার কবে বোলগার হইলাম ? B:-)

যাই হোক কুশ্চেন করছেন কারা সৎ কারা অসৎ ? খুব কঠিন প্রশ্ন !

আমার মনে হয় যারা সৎ কর্ম করে তারা সৎ আর যারা অসৎ কর্ম করে তারাই অসৎ। :P

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: এইতো প্লাশ পয়েন্ট , আমরা জানি যারা ব্লগে নিয়মিত অনিয়মিত লিখে , সমালোচনা করে তারা ব্লগার ।
আচ্ছা তাহলে লিখিয়ে বন্ধু বললে তো আর কোন সমস্যা থাকবেনা ।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২১

মামুন রশিদ বলেছেন: বন্ধু আগে না বেয়াই আগে :-B :-B


;) @স্নিগ্ধ শোভন

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: বেয়াইন কি রাগে টাগে ঝারি দেয় , বেয়াই আমার ইয়ে সেই যে রাগ করে
পরের ঘরে চলে গেছে আর আসেনা ।।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
জার্মানি জিতলে আনন্দে বুকটা লাফাইয়া উঠবে। বন্ধুর দল কোনটা? ;)

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: আমার দল বাংলাদেশ , যদি কোনদিন বিশ্ব কাপে খেলে আর জিতে সেদিন
বুকটা গর্বে ফুলে উটবে ।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

আইচ্ছা ঘটনা কি আইজকা মামুন ভাই অহনো ঘুমায় নাইক্যা :-& :-& :-&

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: মনে অয় বেয়াইনে বকা দিছে

২০| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


বন্ধু উক্ত পোষ্টে আপনাকে বন্ধু হিসেবেই সম্বোধন করেছেন। তাই বেয়ায়ের কোন দালেলিক প্রমাণ নেই ;) @ মামুন ভাই



ভাবী বোধয় বাসায় নাই B-) @ কাণ্ডারি ভাই

০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৪:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: আমারও তাই মনে হয় ।।

২১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৬

খেয়া ঘাট বলেছেন: ছবিটা সুন্দর..........।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , এই মাত্র আমাদের আড্ডা স্থলে যোগ দিয়েছে খেয়াঘাট , তার
মন্তব্য ছবিটা সুন্দর ।
আমরা যে বসে আছি মাগার আমাদের কে জিগায় না , নাকি রোজায় কাহিল ।

২২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৭

মামুন রশিদ বলেছেন: এহন ফতা খানির সময় :D :D


@কান্ডারি অথর্ব

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ওরে শোভনরে এইজন্যই বলি মামুন ভাই এত খুশি কেন ? B-))

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


@মামুন ভাই ফতা খানি কি ইফতারের আগে খায় না পরে ?

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: বন্দু, ফরমালিন সাধারনভাবে একটি তরল কেমিক্যাল। যখন সেটা কোন পণ্যের সাথে মেশানো হয় তখন সেটা সেই পণ্যের অাকার ধারন করে ।

যেমন ইবলিশ যখন যার উপর সওয়ার হয় তখন সে'ই একজন ইবলিশ । :P

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: আমি এজন্য বলি মানুষ অসৎ , দুই চার টাকা লাভের জন্য হয়ে যায় অন্ধ ।
কত প্রান বিনাশের কারন হতে পারে এ ফরমালিন
আর কবে বোধউদয় হবে নষ্টদের ।

২৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩০

মামুন রশিদ বলেছেন: বেয়ায়ায়ায়াইইইই.....
(ইকো হবে;) )


এই প্লট নিয়া হিট সিনেমা বানাইতে পারবেন । নাইম্মা পরেন :-B :-B

@স্নিগ্ধ শোভন

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: আমি চেকা খাইনি হে খাইছে , কারন আপনার নব্য আরেক বেয়াইন রে দেইখ্যা হে স্লিপ কাটছে

২৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমারে শুধু বন্ধু বললেই খুশি হব প্রিয় বন্ধু আমার।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি অরথব , আমাদের সেহরি খাওয়ার সময় এগিয়ে , আমরা
আমাদের জীবনকে ভালর দিকে পরিচালিত করব , থাকল অনন্ত শুভকামনা ।

২৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩৪

মামুন রশিদ বলেছেন: @কান্ডারি @শোভন,

আপনাদের খপর আছে । বেয়াইরে বৈলা তার এঞ্জিনিয়ারদের নামাবো, দুষ্টু ব্লগারদের এন্টারনেট লাইন যেন বন্ধ কৈরা দ্যায় !!

:#) :#)

২৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪০

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পরিবেশ বন্দু, 'ভুলোনা আমায়- Forget me not' । শুভ রাত্রি ............................

|-) |-)

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আমাদের সাথে সুন্দর সময় ব্যয় করার জন্য , শুভরাত্রি ।

৩০| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ইয়া আল্লাহ !!! নাহ !!! আমাকে বন্ধুর এঞ্জিনিয়ারদের হাত হতে রক্ষা কর মাবুদ। আমি অকালেই ইন্টারনেট ব্যান খাইতে চাইনা। :-/ :-/ :-/

আমারে বরং কিছু মেগাবাইট ফ্রি দাও পকেটের টাকা খরচ কইরা আর কত ???

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু অসংখ্য ধন্যবাদ সুন্দর সময় দেয়ার জন্য , শুভ রাত্রি ।

৩১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৭

মামুন রশিদ বলেছেন: মডু সাবধান! মডু সাবধান!!


বেয়াই, আজকের মত শুভ রাত্রি । ভালো থাকবেন ।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: শুভরাত্রি

৩২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:১৯

খেয়া ঘাট বলেছেন: মামুন রশিদ বলেছেন: এহন ফতা খানির সময় =p~ =p~ =p~

০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৪:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: মামুন যথার্থ কইছে , চল তাইলে খানি খাইয়া রোজা রাখিলাই , কিতা কও খেয়াঘাট ।
শুভকামনা ।

৩৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: আড্ডা মিস করলাম মনে হয়।
বন্ধু ভাই, কেমন আছেন?
আপনার জিবন ফরমালিন মুক্ত ভাবে কাটুক এই কামনা রইলো।

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: আরে কয় কি , এইডা কোন শুভকামনা অইল তার চাইতে খাবারে নিয়মিত
অজন মোতাবেক ফরমালিন যুক্ত করে সেবন করা উচিৎ । জনসচেতনতায়
এ কথা যে কোন মানুষের মুখে এখন সস্তা । আড্ডায় যোগ দেয়ার জন্য
ধন্যবাদ অরপনা ।

৩৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

খাটাস বলেছেন: আরে বন্ধু দারুন পোস্ট। কেমন আছেন? আড্ডা কি চলছে এখন ও?

০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছি । আড্ডায় যোগ দেয়ার জন্য ধন্যবাদ । আড্ডা চলবে
বন্ধু কি রোজা , ইফতারির আয়োজনে কেমন খাবার পছন্দ , খেলা কি দেখা
হয় নিয়মিত , কোন দল পছন্দের তালিকায় ।

৩৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০০

চড়ুই বলেছেন: আমরা সুস্থ ভাবে বাঁচতে চাই ভেজাল খেয়ে অকালেই মরতে চাইনা।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: তাইতো কবি গোলাম মস্তুফা বলেছেন
মরিতে চাহিনা এ সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাচিবার চাই ।।
আমাদের সাবধানতা এবং সচেতনতাই পারে এ ঘাতকদের হাত হতে মুক্ত বাঁচার , আড্ডায় অংশ নেয়া এবং সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধু ।

৩৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৮

চড়ুই বলেছেন: ভাইয়া সাবধানতা অবলম্বন করতে গেলে না খেয়ে মরতে হবে কারন ইদানীং পানি ছাড়া বাকি সব খাবারেই ভেজাল। X( X( X( X(

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: হুম , বড় চিন্তার বিষয় ।
একটা কথা আছেনা
হে মানুষ নাই তোমার হুশ
অন্যকে দিওনা দুষ ।

৩৭| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩২

হরিণা-১৯৭১ বলেছেন: মানুষ খায় তার ক্ষমতানুসারে; যে জাতি যে রকম খায়, তাদের ব্যবহারও সেই রকম: ভেজাল খেলে, ভেজাল মগজ

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: দার্শনিক মন্তব্য , আসলেও তো তাই ।

৩৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: জমজমাট আড্ডা। কে কার বিয়াই ?দারুন তো ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ যে আমার বেয়াই সেটা না নাজার কথাই নয় , আমার নয় কুঁড়ি
আর তার ছয় কুঁড়ি নাতি পুঁতি নিয়ে বড় জামেলায় আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.