![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আড্ডা পোষ্ট
*********
বিষয় বস্তু * মানুষ কি খায় টাকা না পন্য
ভেজাল না অন্য ।।
কারা নষ্ট কারা সৎ
দাও সঠিক মতামত ।।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: অয়ালাইকুম ছালাম
১ম কমেন্টে এহসান সাবির প্রমান করল যে সে কৃপণ নয় । আচ্ছা সাবির
আমরা প্রতিনিয়ত যা খাচ্ছি তা কি সঠিক খাচ্ছি না এর মধ্য পেঠে ভেজাল
চালান হয়ে যাচ্ছে ।
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:০৪
এহসান সাবির বলেছেন: আমার তো মনে হয় সবই ভেজাল......
ভেজাল খেতে খেতে ভালো টা খেলেই পেট খারাপ হয়.......!!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: আজ সব খাদ্যর মধ্যই ফরমালিন , সরকার এত ডিজিটাল ডিজিটাল জপে
অথচ এর এখনও পর্যন্ত কোন সুরাহা করতে পারেনাই , এটা মানব প্রাণীর
খাদ্য বিষ প্রয়োগের অপচেষ্টা । আমাদের কে এক্ষনি সম্মিলিত প্রচেষ্টায়
এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার ।
সব ক্ষেত্রে ফরমালিন কে না বলা প্রয়োজন ।।
৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:১১
প্রবাসী পাঠক বলেছেন: বাংলাদেশের মানুষ এখন টাকা দিয়ে কিনে ভেজাল পন্য খায়।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: টাকা যাদের আছে তারা তো সময়ের প্রয়োজনে খাবার খাবেই অথচ একবার
ভেবে দেখছেনা সেটা কি আদৌ খাদ্য না বিষ ।
আমরা একটা কচি শিশুর মুখে এক ফুটা দুধ তুলে দিতে পারিনা অথচ তাকে
হত্তার জন্য থাকে ফল মুলে মাছ ঘৃতে বিষ ।
এটা জাতীর জন্য ভয়ংকর হুমকি স্বরূপ । কমেন্টে ধন্যবাদ প্রবাসি পাঠক ।
৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২২
এহসান সাবির বলেছেন: হুম!!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা ফরমালিনের বিরুদ্ধে ব্লগে আরও সচেতনতা বাড়ানোর তাগিদে , আমার প্রস্তাব এস আমরা ব্লগার সমাজ ফেবু , ইন্তারন্যাট সহ সকল সামাজিক
অয়েব সাইটে এর বিরুদ্ধে সোচ্চার হই ।
৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৮
বলো জয় বাংলা বলেছেন: বন্ধু গতকাল কি রোজা রাখছিলেন ?
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই , এবং বাকি সবকটা রোজা যেন রাখতে পারি আল্লাহ তৌফিক দিন ।
৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৯
এহসান সাবির বলেছেন: রোজার জন্য সবাই ঘুমাতে গেছে মনে হয়। সেহেরিতে উঠবে আবার.....!!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ , শুভরাত্রি এহসান সাবির ।।
৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫০
মামুন রশিদ বলেছেন: হায় হায়, আড্ডা মিসাইলাম
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ যিনি ব্লগের একজন বিশিষ্ট গল্পকার তিনি দেখেন কেমন হায় হায়
করছে , কেউ কি কিছু বলতে পারেন ।
৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫৩
বাজেকাম বলেছেন: সততার মাপকাঠি কী?
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: আমার মনে হয় অসৎদের সাথে পেরে উটতে না পাড়লেও তাদের ঘৃণা করা ।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বন্ধু কেমন আছেন ?
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল বন্ধু ,
আমরা জানি কাণ্ডারি অরথব সামুর একজন ভাল ব্লগার কিন্তু ইদানিং আড্ডাতে যোগ দেয় তার নিকট আমার কি যেন প্রশ্ন থুক্কু কারা সৎ এবং কারা
অসৎ ।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২০
এহসান সাবির বলেছেন: বন্ধু ঘুমায়তেছে......
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু ঘুমাইলেও বন্ধুদের ক্যাচাল দুই চোখে ভাইসা উটে ।।
১১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
বন্ধু আড্ডার ডাক দিয়ে কোথায় গেলেন?
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০০
পরিবেশ বন্ধু বলেছেন: স্নিগ্ধ শোভন শূভেচ্ছা ।। এহসান সাবির আমাকে সংকেত দিল রোজার জন্য
সবাই ঘুমাতে গেছে , আমরা তখনও আসলে আড্ডাস্থলে পৌছাই নাই ।
১২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৩
মামুন রশিদ বলেছেন: আবার আইছি, বন্ধু কৈ কৈ কৈ গেলারে!
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: আজকে ইফতারি বেশি খাইয়া ফালাইছি তো তাই সেহরি কয়টায় সে হিসাব
ভুলে গেছি বন্ধু , আমার প্রশ্ন মানুষ স্বপ্ন দেখে কেন ?
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০২
মামুন রশিদ বলেছেন: স্বপ্ন ব্যাপারটা অনেক জটিল, প্রচুর মতবাদ আছে এটা নিয়ে । তবে মানুষ অবচেতন মনে যা প্রত্যাশা করে তাই হয়ত স্বপ্ন হয়ে দেখা দেয় ।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:১২
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে সাধুতাবাদ , অবচেতন মন সেটাও গবেষণার বিষয় । বিজ্ঞানিদের
ধারনা মানুষ যতটুকু স্বপ্ন দেখে তার সময় সিমা আসলে সেকেন্তের অনুভাগ ।।
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি আড্ডায় থাকমুনা। বন্ধু আমার কমেন্ট এড়াইয়া মামুন ভাইর কমেন্টের রিপ্লাই দিছে
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: শোভন হা হা হা , এইডা আসলে কোন কথা অইল , আমরা তো আসলেই এক পরিবার আমাদের কি যখন তখন রাগ করা চলে । তা ভাই বিশ্ব কাপে
কোন দল জিতলে আনন্দে বুক ভরে যাবে একটু কি জানা যায় ।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০৮
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভেজাল মানুষ ভেজাল টাকা দিয়ে ভেজাল খাবার কিনে খায় ।
বন্দু, সেহরির সময় হয়ে গেছে । চলুন ভেজাল সেহরী খাই ।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: বিজ্ঞাপন টি আসলে মন্দ নয় । কোথায় ভেজাল নেই , ফল থেকে সবজি
পান থেকে চুন ।
তবে আমরা চেষ্টা করি , ভেজাল থেকে দূরে থাকতে । নবীজী বলেন তোমরা
যা কিছু ভাল গ্রহন কর আর যা কিছু মন্দ পরিহার কর ।
আচ্ছা বন্ধু ফরমালিন জিনিস টা কি চোখে দেখা যায় ।।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি বন্ধু আবার কবে বোলগার হইলাম ?
যাই হোক কুশ্চেন করছেন কারা সৎ কারা অসৎ ? খুব কঠিন প্রশ্ন !
আমার মনে হয় যারা সৎ কর্ম করে তারা সৎ আর যারা অসৎ কর্ম করে তারাই অসৎ।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: এইতো প্লাশ পয়েন্ট , আমরা জানি যারা ব্লগে নিয়মিত অনিয়মিত লিখে , সমালোচনা করে তারা ব্লগার ।
আচ্ছা তাহলে লিখিয়ে বন্ধু বললে তো আর কোন সমস্যা থাকবেনা ।
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২১
মামুন রশিদ বলেছেন: বন্ধু আগে না বেয়াই আগে
@স্নিগ্ধ শোভন
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: বেয়াইন কি রাগে টাগে ঝারি দেয় , বেয়াই আমার ইয়ে সেই যে রাগ করে
পরের ঘরে চলে গেছে আর আসেনা ।।
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
জার্মানি জিতলে আনন্দে বুকটা লাফাইয়া উঠবে। বন্ধুর দল কোনটা?
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: আমার দল বাংলাদেশ , যদি কোনদিন বিশ্ব কাপে খেলে আর জিতে সেদিন
বুকটা গর্বে ফুলে উটবে ।
১৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আইচ্ছা ঘটনা কি আইজকা মামুন ভাই অহনো ঘুমায় নাইক্যা :-& :-& :-&
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: মনে অয় বেয়াইনে বকা দিছে
২০| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
বন্ধু উক্ত পোষ্টে আপনাকে বন্ধু হিসেবেই সম্বোধন করেছেন। তাই বেয়ায়ের কোন দালেলিক প্রমাণ নেই @ মামুন ভাই
ভাবী বোধয় বাসায় নাই @ কাণ্ডারি ভাই
০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৪:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: আমারও তাই মনে হয় ।।
২১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৬
খেয়া ঘাট বলেছেন: ছবিটা সুন্দর..........।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , এই মাত্র আমাদের আড্ডা স্থলে যোগ দিয়েছে খেয়াঘাট , তার
মন্তব্য ছবিটা সুন্দর ।
আমরা যে বসে আছি মাগার আমাদের কে জিগায় না , নাকি রোজায় কাহিল ।
২২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৭
মামুন রশিদ বলেছেন: এহন ফতা খানির সময়
@কান্ডারি অথর্ব
২৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে শোভনরে এইজন্যই বলি মামুন ভাই এত খুশি কেন ?
২৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
@মামুন ভাই ফতা খানি কি ইফতারের আগে খায় না পরে ?
২৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩০
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: বন্দু, ফরমালিন সাধারনভাবে একটি তরল কেমিক্যাল। যখন সেটা কোন পণ্যের সাথে মেশানো হয় তখন সেটা সেই পণ্যের অাকার ধারন করে ।
যেমন ইবলিশ যখন যার উপর সওয়ার হয় তখন সে'ই একজন ইবলিশ ।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: আমি এজন্য বলি মানুষ অসৎ , দুই চার টাকা লাভের জন্য হয়ে যায় অন্ধ ।
কত প্রান বিনাশের কারন হতে পারে এ ফরমালিন
আর কবে বোধউদয় হবে নষ্টদের ।
২৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩০
মামুন রশিদ বলেছেন: বেয়ায়ায়ায়াইইইই.....
(ইকো হবে )
এই প্লট নিয়া হিট সিনেমা বানাইতে পারবেন । নাইম্মা পরেন
@স্নিগ্ধ শোভন
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: আমি চেকা খাইনি হে খাইছে , কারন আপনার নব্য আরেক বেয়াইন রে দেইখ্যা হে স্লিপ কাটছে
২৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমারে শুধু বন্ধু বললেই খুশি হব প্রিয় বন্ধু আমার।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি অরথব , আমাদের সেহরি খাওয়ার সময় এগিয়ে , আমরা
আমাদের জীবনকে ভালর দিকে পরিচালিত করব , থাকল অনন্ত শুভকামনা ।
২৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৩৪
মামুন রশিদ বলেছেন: @কান্ডারি @শোভন,
আপনাদের খপর আছে । বেয়াইরে বৈলা তার এঞ্জিনিয়ারদের নামাবো, দুষ্টু ব্লগারদের এন্টারনেট লাইন যেন বন্ধ কৈরা দ্যায় !!
২৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪০
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পরিবেশ বন্দু, 'ভুলোনা আমায়- Forget me not' । শুভ রাত্রি ............................
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আমাদের সাথে সুন্দর সময় ব্যয় করার জন্য , শুভরাত্রি ।
৩০| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ইয়া আল্লাহ !!! নাহ !!! আমাকে বন্ধুর এঞ্জিনিয়ারদের হাত হতে রক্ষা কর মাবুদ। আমি অকালেই ইন্টারনেট ব্যান খাইতে চাইনা।
আমারে বরং কিছু মেগাবাইট ফ্রি দাও পকেটের টাকা খরচ কইরা আর কত ???
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু অসংখ্য ধন্যবাদ সুন্দর সময় দেয়ার জন্য , শুভ রাত্রি ।
৩১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৭
মামুন রশিদ বলেছেন: মডু সাবধান! মডু সাবধান!!
বেয়াই, আজকের মত শুভ রাত্রি । ভালো থাকবেন ।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: শুভরাত্রি
৩২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:১৯
খেয়া ঘাট বলেছেন: মামুন রশিদ বলেছেন: এহন ফতা খানির সময়
০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৪:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: মামুন যথার্থ কইছে , চল তাইলে খানি খাইয়া রোজা রাখিলাই , কিতা কও খেয়াঘাট ।
শুভকামনা ।
৩৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮
অপর্ণা মম্ময় বলেছেন: আড্ডা মিস করলাম মনে হয়।
বন্ধু ভাই, কেমন আছেন?
আপনার জিবন ফরমালিন মুক্ত ভাবে কাটুক এই কামনা রইলো।
০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: আরে কয় কি , এইডা কোন শুভকামনা অইল তার চাইতে খাবারে নিয়মিত
অজন মোতাবেক ফরমালিন যুক্ত করে সেবন করা উচিৎ । জনসচেতনতায়
এ কথা যে কোন মানুষের মুখে এখন সস্তা । আড্ডায় যোগ দেয়ার জন্য
ধন্যবাদ অরপনা ।
৩৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
খাটাস বলেছেন: আরে বন্ধু দারুন পোস্ট। কেমন আছেন? আড্ডা কি চলছে এখন ও?
০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছি । আড্ডায় যোগ দেয়ার জন্য ধন্যবাদ । আড্ডা চলবে
বন্ধু কি রোজা , ইফতারির আয়োজনে কেমন খাবার পছন্দ , খেলা কি দেখা
হয় নিয়মিত , কোন দল পছন্দের তালিকায় ।
৩৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০০
চড়ুই বলেছেন: আমরা সুস্থ ভাবে বাঁচতে চাই ভেজাল খেয়ে অকালেই মরতে চাইনা।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাইতো কবি গোলাম মস্তুফা বলেছেন
মরিতে চাহিনা এ সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাচিবার চাই ।।
আমাদের সাবধানতা এবং সচেতনতাই পারে এ ঘাতকদের হাত হতে মুক্ত বাঁচার , আড্ডায় অংশ নেয়া এবং সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধু ।
৩৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:০৮
চড়ুই বলেছেন: ভাইয়া সাবধানতা অবলম্বন করতে গেলে না খেয়ে মরতে হবে কারন ইদানীং পানি ছাড়া বাকি সব খাবারেই ভেজাল।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৮:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: হুম , বড় চিন্তার বিষয় ।
একটা কথা আছেনা
হে মানুষ নাই তোমার হুশ
অন্যকে দিওনা দুষ ।
৩৭| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩২
হরিণা-১৯৭১ বলেছেন: মানুষ খায় তার ক্ষমতানুসারে; যে জাতি যে রকম খায়, তাদের ব্যবহারও সেই রকম: ভেজাল খেলে, ভেজাল মগজ
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: দার্শনিক মন্তব্য , আসলেও তো তাই ।
৩৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: জমজমাট আড্ডা। কে কার বিয়াই ?দারুন তো ।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ যে আমার বেয়াই সেটা না নাজার কথাই নয় , আমার নয় কুঁড়ি
আর তার ছয় কুঁড়ি নাতি পুঁতি নিয়ে বড় জামেলায় আছি ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৫
এহসান সাবির বলেছেন: সালাম বন্ধু........!!