নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মন মানসী প্রেম পদ্য

১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

মন মানসি

******************

বি< দ্র > ছবি এক্ত্রারিয়েল স্বর্ণার ব্লগ থেকে সংগ্রহ ।



তুমি কি আমার মানসী হবে

হৃদয়ের গ্রিল ভেঙ্গে করবে স্বপ্ন চুরি

তোমার জন্য কাটবে কত অপেক্ষার প্রহর

কত সূর্যাস্ত, কত ক্ষন্‌ পল স্মৃতিটুকু রাখব ধরি ।।

জানি তুমি পাশে আছ ভেবে

অনন্ত কস্টগুলু ছড়িয়ে দেব আকাশে আকাশে

নীল দিগন্ত ছুঁয়ে মেঘ রঙে হব ফুল

একগুচ্ছ মিতালী এঁকে তোমার কেশে ।



তুমি কি আমার মানসী হবে

সদা হৃদয়ের মন্দিরে রাখব ধরে

দেবির আসনে বসায়ে তব

রাখব নয়নের আলোয় কত পুস্প বাহারে

কত চন্দ্রিমা রাতের নিয়ন আলেয়ায়

তুমি হবে রাতজাগা কল্পনা , সুর

মন ভাল থাকবেনা যখনি

আমার আঙ্গিনায় এসে তুমি হবে সুখ স্বর্গ ভোর ।



তুমি কি আমার মানসী হবে

নিরব নিভৃতে তোমায় নিয়ে ভাবতে লাগবে ভালো

যাব ছুটে সবুজ ঘন অরন্য অভিসারে

আধারে খুজে নেব পথ ভুলা আলো

সাহসের সবটুকু সঞ্জীবনী লয়ে করব দিগ্বিজয়

শুধু তোমারই প্রেরনায়

জানি জানি কভু যন্ত্রনা গুলু নিঃশেষ হবে

হে মন মানসী তোমারই ছুঁয়ায় ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.