নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ইজ্রাইলের ধংশ

১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

ইজরাইল ধংশ হোক

************



হে আল্লাহ দাও ফিলিস্থিনিদের মুক্তি দিশা

ভেঙ্গে দাও শয়তানের গর্দান

দাও তাদের ধরয সাহস ইমানি ভরসা

ধুকে ধুকে আর কত মার খাবে নিরীহ মুসলমান ।

শকুনের নখর এর থাবা ইজরাইল হানে

নিরপরাধ গ্রামবাসী , নারী কচি শিশু মরে হিংশ্র খুনে

গর্ভবতী মহিলার পেঠের শিশু হজম করে তপ্ত গুলি

মনে হয় আরাধনা এদের মুসলিম নরবলি ।

বিশ্ব দেখে নাই , করে না তার প্রতিবাদ

মুসলিম জবাব দিলে হয় জঙ্গি, আর ওরা মারলে হয় ভাল সংবাদ ।।

হায় হায় একি বিস্ময় মানবতা চিরলিন

ইজরাইল যুলুমের প্রভু রক্তে ভাসে ফিলিস্থিন ।

ক্ষমতা আর হিংসায় জ্বলে উটে যালিমদের অন্ধ চোখ

মানুষ মারে নিরীহ পশুদের মত কাপেনা তাদের বুক

বিধাতার একই জগতে ওদের গায়ে কেন রাঙ্গা খুন

মজলুমদের অভিশাপে চিরপাপি ইজরাইল ধংশ হবি শুন ।।



ইজ্রাইল নিন্দার ঝড়

************

জাগ জাগ মুসলিম জেহাদি পাঞ্জায়

ইজ্রাইল যালিমদের বুলেটে মরে নিরীহরা গাঁজায়

টন টন বোমা মারে ফিলিস্থিনে নামে কিয়ামত

ওরা হানে ক্ষমতা ও যুলুমের অন্যায় আঘাত ।

নারি মরে , আরও মরে কচি কচি শিশুরাও

ধিক্কার জগতে এরা কি দজ্জাল চুজ্রাও

জাগ জাগ মুসলিম এক হও আজিকায়

দিতে হবে জবাব শয়তান কাপালিকরা বাজিকায়

দিন দিন এদের নিষ্পেষণে ফিলিস্থিন আঁকশা

রক্তের বন্যায় ভেসে যায় সহসা

নিরবে তাকিয়ে অন্যায় দেখে যায় বিশ্ব

অথচ গাঁজা বাসী কত অসহায় , মরে হয় নিঃস্ব ।।

জাগ জাগ মুসলিম ওড়াও সত্যর ঝঞ্জা

খেলাফত হোক পুনঃজীবিত বাজুক ইসলাম ডঙ্কা

আর কত মরবে মুসলিম নির্বিচারে

এস ছুটে ধিকে ধিকে জেহাদের বসন পরে

বাচতে হবে যুদ্ধ করে , দেব ন্যায়ে জীবন দান

আল্লাহ মহান সদাই সাথি ভয় করিনা মুসলমান ।।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ফিলিস্তিনিদের জন্য সমবেদনা

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: ফিলিস্তিনিদের জন্য সমবেদনা , আল্লাহ তাদের রক্ষা করুন ।

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ফিলিস্তিনিদের জন্য সমবেদনা

১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ফিলিস্তিনিদের জন্য সমবেদনা , আল্লাহ তাদের রক্ষা করুন ।

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫১

শেখ আজিজুর রহমান বলেছেন: আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা কর।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: মুসলমান যদি সব এক হত তাহলে ফিলিস্থিনিদের এমন দশা হতনা ।।

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:০১

আমি আনোয়ার বলেছেন: আল্লাহ্‌ তুমি ফিলিস্তিনিদের রক্ষা কর।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহই এখন তাদের একমাত্র ভরসা ।,

৫| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

হরিণা-১৯৭১ বলেছেন: ফিলিস্তিনের গত ৬৬ বছরের ইতিহাস জানুন!

ফিলিস্তিনীদের ভুলে এসব হচ্ছে, তাদেরকে বাস্তবতা মেনে নিয়ে শান্তি চুক্তি অনুসারে প্যালেস্টাইন দেশ গঠন করতে হবে। সেটা না করে, তারা যদি প্রতিশোধের জিঘাংসায় মেতে থাকে, কেহ তাদের পক্ষে থাকবে না।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ঘটনা সত্য , আসলে এদের সঠিক গাইড লাইনের অভাব । কমেন্টে শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.