নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ার অপেক্ষায় , রোমান্টিক কবিতা

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৪

প্রিয়ার অপেক্ষায়

*************



নিঃসঙ্গতা ঘিরে থাকা হবে কত আর

শত ভারাক্রান্ত নিশিথের অশনি চিৎকার

জাগে প্রেম জাগে ভয় কবে জানি চুরি হয়

কোন এক অচেনা প্রিয়ার কণ্ঠহার ।

মনের মাঝে ধরা দিয়ে সে যে আবার পালায়

কিছু আশা মেলে কিছু পাশা খেলে কল্পনায়

যদি মিলে দেখা চুপি সারে একা জড়াব বাধনে

তারে ভালবেসে রাখিব পাশে প্রেমের ও কাননে ।।

ভাবুক হৃদয়ে সে মুখ এনে দিবে জানি অনেক প্রফুল্লতা

তার সাথে হবে আলাপন ভেঙ্গে মুহূর্তের নিরবতা

যত কাছাকাছি রবে সে, বাড়বে হৃদয়ের ঠান

লুকুচুরি খেলায় হবে সখ্যতা, ক্ষনে ঝরাবে অভিমান

লাস্যময়ি হাসির আভায় ছুঁয়ে দেব তার অধর

মানসী তুমি জেগে থাকবে পাশে জয় করে অন্তর ।।

রাতজাগা নিশাচর ডাকবে স্বপ্ন ভঙ্গের ঘুম করে চুরি

আসবে তুমি নিভৃতে লাল পেড়ে শাড়ি পড়ি

বাতায়নের সব ফুল ফুটবে কুসুম রাঙায়ে

প্রিতি ও সাদরে তোমায় নেব তাই জড়ায়ে ।।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮

পরিবেশ বন্ধু বলেছেন:
সামুতে আমার নাম ১ নম্ভরে
********
৫০ জন ব্লগার ও ৬৯৫ জন ভিজিটর (২৬৬ জন মোবাইল থেকে)
ছবি আকারে দেখুন

পরিবেশ বন্ধু
গর্তে পরছি
একজন আবীর
সুমন নিনাদ
নিজামুল হক (মুক্ত)
আবদুল মান্নান রাসেল
ঘূর্ণি
লেখোয়াড়
ম্যাংগো পিপল
লিরিকস
নতুন
মেংগো পিপোল
মৈত্রী
ইকো ট্রাভেলার্স
নাফীস কাজী
টুইস্ট
রমিত
মুদ্‌দাকির
পণ্ডিত মশাই
হিমেল হাসান কাগজের খেয়া
সেলিম আনোয়ার
েমাঃইসমাল েহােসন সুমন
হুমায়ুন তোরাব
salekin93
ভাইরাফাউনড
ফারজান ওয়াদুদ
কাজের কথা
গান পাগলা
বিদ্রোহী ভৃগু
মৃদুল শ্রাবন
এনটনি
সাহাদাত
রায়হান সারওয়ার
হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ
পানকৌড়ী
বোকা মানুষ বলতে চায়
শাহ আজিজ
নীল সাগড়
মুহাই

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: ৮০ জন ব্লগার ও ৯৯৯ জন ভিজিটর (৪১৩ জন মোবাইল থেকে)
ছবি আকারে দেখুন

পরিবেশ বন্ধু
দুঃখী__ বন্ধু
নিজেস্ব আমি(স্বত্তা)
মো সিরাজিম মুনীর দীপ
মতিউর রহমান মিঠু
চড়ুই
আলম 1
মনু
আল - বিরুনী প্রমিথ
ক্যপ্রিসিয়াস
জুলিয়ান সিদ্দিকী
অিলউর
অপর্ণা মম্ময়
বদলে যাই
বিপুল কুমার বিশ্বাস
banglar_hasan
মহাসাধক
বিভ্রান্ত নাবিক

২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২২

লিরিকস বলেছেন: +

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পাঠ ও কমেন্টে , নিকে আমন্ত্রন +

৩| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: স্বাগতম বন্ধু ।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২১

পরিবেশ বন্ধু বলেছেন: মনের মাঝে ধরা দিয়ে সে যে আবার পালায়
কিছু আশা মেলে কিছু পাশা খেলে কল্পনায়
যদি মিলে দেখা চুপি সারে একা জড়াব বাধনে
তারে ভালবেসে রাখিব পাশে প্রেমের ও কাননে ।।

শুভেচ্ছা বন্ধু

৪| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: আমি আবার ১ক তালিকায়
অনলাইনে আছেন

৭২ জন ব্লগার ও ৮৭৫ জন ভিজিটর (৪১৬ জন মোবাইল থেকে)
ছবি আকারে দেখুন

পরিবেশ বন্ধু
মুদ্‌দাকির
গোলক ধাঁধা
বাঘ মামা
মায়া হরিণ
শাফায়াত রহমান শান
বি হিউম্যান
সেলিম আনোয়ার
শামীম সুজায়েত
সুইট এঞ্জেল
তাহাসিন আহমেদ
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)
নাজমুল হাসান মজুমদার
সোনামি রহমান
সাকিব বাপি
ইরফান মাহ্‌মুদ
কাজের কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.