![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ইজ্রাইল নিন্দার ঝড়
************
জাগ জাগ মুসলিম জেহাদি পাঞ্জায়
ইজ্রাইল যালিমদের বুলেটে মরে নিরীহরা গাঁজায়
টন টন বোমা মারে ফিলিস্থিনে নামে কিয়ামত
ওরা হানে ক্ষমতা ও যুলুমের অন্যায় আঘাত ।
নারি মরে , আরও মরে কচি কচি শিশুরাও
ধিক্কার জগতে এরা কি দজ্জাল চুজ্রাও
জাগ জাগ মুসলিম এক হও আজিকায়
দিতে হবে জবাব শয়তান কাপালিকরা বাজিকায়
দিন দিন এদের নিষ্পেষণে ফিলিস্থিন আঁকশা
রক্তের বন্যায় ভেসে যায় সহসা
নিরবে তাকিয়ে অন্যায় দেখে যায় বিশ্ব
অথচ গাঁজা বাসী কত অসহায় , মরে হয় নিঃস্ব ।।
জাগ জাগ মুসলিম ওড়াও সত্যর ঝঞ্জা
খেলাফত হোক পুনঃজীবিত বাজুক ইসলাম ডঙ্কা
আর কত মরবে মুসলিম নির্বিচারে
এস ছুটে ধিকে ধিকে জেহাদের বসন পরে
বাচতে হবে যুদ্ধ করে , দেব ন্যায়ে জীবন দান
আল্লাহ মহান সদাই সাথি ভয় করিনা মুসলমান ।।
১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠে এবং কমেন্টে ধন্যবাদ
২| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: সকল মুসলিম দেশ এক হলে এই হামলা বন্ধ করা যাবে
১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১০
পরিবেশ বন্ধু বলেছেন: কোথায় অয়াইসি , বা আরব লীগ সব স্বার্থের পাগল , কমেন্টে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫২
মোস্তফা সোহেল বলেছেন: valo