নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

শবে কদর

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৪

লাইলাতুল কদর

************

একদিন বৈঠকে বয়ান রাখেন নুর নবী হযরত

সাবাহায়ে কেরামগন তাহা শুনিতেছেন অভিভুত

ছিল পারস্য আল্লাহর এক খাঁটি বান্দা মুমিন

নিঃস্ব হালত গরীব বসনে কাটাইত দিন

সারারাত এবাদত করে দিনে করিত জেহাদ

অসত্য করে পদানত, ন্যায়ের তিব্র প্রতিবাদ

এভাবে হাজার বছর তার কাটিল ভুবনে

নাম তার ছামায়ুন , আল্লার প্রিয় দুজাহানে ।

শুনে সাহরাগন কেঁদে সাঁরা করে হায় হায়

কম আযু মোদের কি দেব জবাব খোদায়

নবীজী আল্লাহর নিকট থেকে পাইলেন সুনাত

উম্মতে মোহাম্মদী ধন্য পাইল কদরের রাত

যারা এ রাতে করে এবাদত আল্লাহর আরাধনা

নিজে খোদা মাফ দেবে চাইতে হবে মার্জনা

যে রজনী হাজার মাসের এবাদতের চাইতে সেরা

নিজে খোদা মুমিনের বন্ধু আরও ফেরেস্তারা

সাত আসমানের রহমতি তোরণ যায় খুলে

তাই মর্যাদাবান এ রাতিতে মুমিন দুহাত তুলে ।

রমজান এর আত্তসুদ্ধি আসে মুমিন বান্ধার

এ রাত হয় পাপীদের নাজাত , বেহেস্ত পাওয়ার

করুনার অশ্রু প্লাবিত হয় মুমিনের সিক্তনয়নে

শবে কদরে চাই গোনাহ মাফ আপ্লুত মনে ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কবিতাটা সুর করে পড়লে গান হয়ে যাবে । পুঁথিগানের মত ।

বন্ধু লা-জবাব ।

B-)

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: পাঠ এবং কমেন্টে ধন্যবাদ , অনেক কবিতাই সুর দিলে অবশ্য ভাল গানে
রূপান্তরিত করা যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.