নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বাংলার শোভা , দেশাত্ববোধক গিতি কবিতা ।

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২

বাংলার শোভা

***************** গিতি কবিতা



কি যে শোভা মায়াময় প্রান হরে

জেগে থাকে আমার দেশ সুন্দরে ।।



ভোরের সূর্য উটে পাখিদের কলধ্বনি জাগে

নদী বয়ে যায় মাঠের বুক ছিরে অনুরাগে

দুকুলে তার শ্যামল বাহার রাঙায় মনোহরে ঐ



ছুট ছুট গাঁ খানি সবুজের মেলে বাহার

আঙ্গিনা ছুঁয়ে ফুটে ফুল ফল সাজে বন বাঁধার

বাঁকা মেঠূ পথ মিশে যায় কভু বহুদূরে ঐ



ফাগুনে আগুন মেঘে ভারি হয় শ্রাবনের দিন

যড়ঋতুর দেশে ঝিলে শাপলা ফুটে রঙিন

জেলের জালে কতনা বিচিত্র মাছ ধরা পড়ে ঐ



মাঠের গাঁয়ে চাষা স্বপ্ন সবুজ আল্পনা আঁকে

শস্য ফসলে ভরে অঞ্জলি তারা বেঁচে থাকে

কখনও শাখায় রাখালিয়া বাঁশি বাজে মধুসুরে ঐ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮

লেখোয়াড় বলেছেন:
বাংলার জল, বাংলার ফল।
বাংলার মাঠি, বাংলার তল।

২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার শোভা, বাংলার রূপরাশি
নয়ন হেরি কত ভালবাসি ।
কমেন্টে শুভেচ্ছা , আগাম ঈদ মোবারক ।

২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২১

পরিবেশ বন্ধু বলেছেন: জমল বুঝি কথা
ফুরুবার নয় আর
আহারে সে মন
ছুটে বারবার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.