![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জুমাতুল বিদা
*************
রমজানের শেষ জুমাবার
মসজিদ পানে মুসলিম ছুটে
রোজাদার পড়ে নামায
আল্লাহর ক্ষুত্রতি পায়ে লুটে ।
আত্তসুদ্ধি লভে মুনিনেরা
ফরিয়াদ জানায় খোদার দরবারে
আল্লাহ আকবার ,ইয়া রাছুলুল্লাহ
দরুদ পড়ে , রত থাকে জিকিরে ।।
ওরা লোভ , হিংসা করে পরিহার
সত্যর রোশনাই বহে বদনে
মশগুল থাকে সদা পবিত্রতায়
এক আল্লাহর ধ্যানে ।।
সুললিত কোরআনের সুর আসে কানে
প্রার্থনায় রত হয় তুলে দুহাত
গোনাহ যেন মাফ হয় জনমের তরে
রোজাদারের জন্য পুন্য খুশির জান্নাত ।
দিন শেষে নামে রহমতি ক্ষন
রোজাদারের লাগি খুশির ইফতার
রমজান হয় মুমিন ও আল্লাহর মিলন
আনন্দময়ে আসে ঈদুল ফিতর ।।
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা আপু ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:

জুমাতুল বিদা...