![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ঈদের প্রান ঢালা শুভেচ্ছা
**************পরিবেশ বন্ধু কবি
ঈদ আসে ঐ খুশির আমেজ
বহে প্রানে প্রানে
বাঁকা চাঁদের নতুন সাজ
দেখবে আকাশ কোনে ।
হল্লা করে মন মাতাবে
নৌ কিশোরের দল
ঘরে ঘরে আনন্দেরই
বইবে কোলাহল ।
কেউ খাবে পিঠা সেমাই
নতুন জামা গাঁয়
সব ভেদাভেদ ভুলে এস
ঈদ মোবারক জানাই ।
ঈদ এবং
**************** পরিবেশ বন্ধু কবি
আত্তসুদ্ধির মাস মাহে রমজান নিয়ে বিদায়
বাঁকা চাঁদ উটবে নীল আকাশের ও গাঁয়
আসবে প্রশান্তি সকলের তরে
বইবে আনন্দ ঘরে ঘরে
উৎসব মুখরিত ঈদের খুশি বহিয়া যায় ।
এক আল্লাহর রজ্জু ধরে জাগে মুসলমান
হৃদয়ে সদা ঈমানের আলো করে পরিধান
করবে কুলাকুলি একে অন্যর সাথে
মহব্বতের সওদা লয়ে একই পথে
সবে নতুন জামা দিয়ে গায়ে গড়বে বাধন ।।
গরিব দুখিদের পাশে থাকে কেহ অকাতরে
বিলিয়ে দেয় অন্ন বশ্র ক্ষনিকের তরে
নিঃস্বদের মুখে মোরা ফুটিয়ে হাসি
ঈদের আনন্দে যেন সবাই আসি
নয়ত ওরা হবে বঞ্চিত , সমাজের ভিড়ে ।।
কত খুশির আমেজ বহে সকলের প্রানে
কাংকিত কাটবে সময় তাই আনন্দ গানে
যাবে দাওয়াতে বাড়ী বাড়ী ছুটে
ফিরনী সেমাই খাবে লুটুপুটে
ঈদ মোবারক তাই সবার হৃদয় পানে ।।
ঈদ হোক সকলের জন্য আনন্দময়
হাসি গানে ভরে যাক সবার হৃদয় ।।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক +
২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৪
মামুন রশিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা বন্ধু
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক +
৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৯
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক!!
২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক!!
৪| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০১
আরজু পনি বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইল, পরিবেশ বন্ধু।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ শুভেচ্ছা আপু । ভাল থাকেন সব সময় ।
৫| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৫
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক
৬| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুবেচ্ছা রইলো বন্ধু।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক
৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা+
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: যা সামনে থিম পাই তাই নিয়ে লিখার অপচেষ্টা আরকি ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।