![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ঈদ স্পেশাল ।।
***********
রহিম চিৎকার করে বলছে , ঈদের লালচান ঈদের লালচান , মানে ঈদের চাঁদ উটেছে আরকি ।। বন্ধুরা হি হি করে হাসছে ।
পথিক গর্জে উটে , বেয়াদব , আমার নাম ধরে ডাকা হচ্ছে ।। বস্তুত লোকটির নাম , লালচান ।
এবার রহিম সৌজন্যতা বজায় রেখে বলল , ঈদ মোবারক ।
এবার লোকটি রেগে মেগে বলল ফাজলামো , আমার বড় ভাইয়ের নাম মোবারক ।
মেয়ে শিলা কে তার আব্বা বলল, মা যেখানেই যাবে সবার সাথে মিস্টি মিস্টি কথা বলবে , সবাই তোমায় অনেক আদর করবে ।
পরের দিন শিলা পার্কে বেড়াতে গেল । এক লোক তাকে জিজ্ঞাস করল । আচ্ছা খুকি তোমার নাম কি , জিলাপি । তোমার বাবার নাম , সন্দেশ । তোমার মায়ের নাম , রসমালাই । গ্রাম , মিঠাপুর । থাক কোথায় , কেন মিস্টির প্যাকেটে ।।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , সাক্ষাতে বরাদ্ধ হবে ।
২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৮
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: মিষ্টি খাইতে মুঞ্চায়
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: আশা অপূর্ণ থাকবেনা ।
৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৬
সুমন কর বলেছেন: ২য়টি চরম .........
৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: হুম , ঈদ শুভেচ্ছা
৪| ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
“ঈদের লালচান ওঠেছে”
হাহাহা...
৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: তাই তো মনে হয় । ঈদ শুভেচ্ছা ।
৫| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন:
৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ ++
৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৪
ঢাকাবাসী বলেছেন:
ভালই!
৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ঈদ শুভেচ্ছা ।
৭| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪
ইভা লুসি সেন বলেছেন: হুম
৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ স্পেশালে শুভেচ্ছা
৮| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯
মামুন রশিদ বলেছেন: হাসতে হাসতে পড়ে গেলাম
৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: ইয়ে ব্যাথা লাগেনি তো , শুভ ঈদি ।
৯| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মেয়ে শিলা কে তার আব্বা বলল, মা যেখানেই যাবে সবার সাথে মিস্টি মিস্টি কথা বলবে , সবাই তোমায় অনেক আদর করবে ।
পরের দিন শিলা পার্কে বেড়াতে গেল । এক লোক তাকে জিজ্ঞাস করল । আচ্ছা খুকি তোমার নাম কি , জিলাপি । তোমার বাবার নাম , সন্দেশ । তোমার মায়ের নাম , রসমালাই । গ্রাম , মিঠাপুর । থাক কোথায় , কেন মিস্টির প্যাকেটে ।।
হে হে হে
ঈদ মুবারক ।
৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: আপু ঈদ স্পেশালে অংশ নেয়ার জন্য ধন্যবাদ । ঈদ মোবারক ।
১০| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
খেয়া ঘাট বলেছেন:
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদি ++++++++++++
১১| ০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৫:০১
সচেতনহ্যাপী বলেছেন: দ্বিতীয়টা পড়ে এই গভীর রাতে একা একাই হাসছি।। অন্ততঃ এইমুহূর্তে হাসানোর জন্য ধন্যবাদ পাওনা হলেন। সাথে থাকছে ঈদ মুবারকও।।
০২ রা আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
মারাত্মক মিষ্টি জোক, ডায়াবেটিস হয়ে গেল !