![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সামু ব্লগ জরিফ *** ফান ** সামু কর্তৃপক্ষ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ।
*******
প্রিয় বল্গার , অতিব দুঃখের বিষয় , আজও আমরা ব্লগার ছহিসুদ্ধ সাহসি ভাবে বাঙালীদের সামনে দাড়িয়ে পরিচয় দিতে ভয় লাগে , এই বুঝি জুতু পেঠা করবে ।
একদিন তো এক গ্রাম্য মোল্লার নিকট ধরা খেয়ে অল্পের জন্য বেচে গেলাম । আমাকে জিজ্ঞেস করল ভাই কি করেন , আমি সগৌরবে বললাম ব্লগার । তাৎক্ষনিক তিনি আমাকে ভুত দেখার মত চিৎকার করে বলতে লাগলেন , বল্গার ।
সর্বনাশ তোরা কে কোথায় বল্গার আইছে বল্গার , মানে নাস্তিক , ধর শালারে , ধর । পাশের চায়ের দোকান থেকে ফিলফিল করে লোকজন এসে আমাকে ঘিরে ধরল , এই মুহুরথে তাদের নিকট যেন আমি এক অদ্ভুদ চিড়িয়াখানার জন্তু ।
যাই হোক স্থানীয় এক মাতবর টাইপের লোক আমাকে বাঁচাল এবং জানতে চাইল আসলে আমি কি করি । আমি বললাম আমি একজন লেখক । পরিচয়
পেয়ে তিনি খুশি হলেন এবং তাদের বুঝাল আমি লেখক বল্গার বা নাস্তিক নই । । সেই সুবাদে সিলেট পাহাড়ি আদিবাসিদের সাথে আমার যোগাযোগ ঘটল । আমি তাঁদের নিয়ে অনেককিছু লিখলাম ।
প্রিয় ব্লগার আমার মত কয়জন এমন পরিস্থিতির মধ্য পড়েছেন জানাতে ভুলবেন না ।।
আসুন জানি ব্লগ আসলে কি ***
ব্লগ আসলে আধুনিক কম্পিউটার এর নব্য প্রযুক্তিগত কোনকিছু লেখা বা ফাইল জমা রাখার বাক্স । আমরা যারা ব্লগ ব্যাবহার করি আসলে সবাই একটি ব্লগিয় পাতায় গোপন আইডি খুলে আমাদের ডকুমেন্ট সেথা জমা রাখি । যারা ব্লগিয় পাতা ব্যাবহার করে তাদের লেখা বা ডকুমেন্ট এখানে জমা রাখে
তারাই মুলত ব্লগার ।।
আবার ব্লগ টি এমন ভাবে উপস্থাপিত যে , সকল ব্লগার একে অন্যার ব্লগে গিয়ে নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে । একে আমরা কমেন্ট
হিসাবে জানি ।
ইদানিং ব্লগার রা পোষ্ট দিয়েই আনন্দ পান কিন্তু কমেন্ট করেন খুব কম সংখ্যক ব্লগার ।।
আসলে সমস্যা কোথায় জানাবেন কি ।
সামু ব্লগ জরিফ
***********
বলগার বা নাস্তিক পরিচয় দিতে অনিচ্ছুক শতকরা ৪৭ ভাগ ।
যারা পরিচয় দিতে ইচ্ছুক শতকতা ৯ ভাগ ।
যারা নিয়মিত পোষ্ট দেন কিন্তু কমেন্ট করেন অধিক কম , শতকরা ৩ ভাগ ।
যারা পোষ্ট কম দেন কিন্তু কমেন্ট করেন নিয়মিত , শতকরা ২ ভাগ ।
যারা গালাগালি করেন শতকরা ১০ ভাগ ।
যারা ভাল কাজে উদ্ভুদ্য বা সমাজ সচেতন কাজে জড়িত ও অন্যকে প্রভাবিত করেন , শতকরা ১ ভাগ ।
যারা মজা করতে এসে ঝারি খেয়ে নিজেরাই সুজা হয়ে যান শতকরা ১ ভাগ ।
যারা কবি , গল্পকার , প্রাবন্ধিক , রম্যলেখক , শতকরা ২ ভাগ ।
ধার্মিক ফ্যান্তাসিক শতকরা ৫ ভাগ ।
ক্যাচাল শতকরা ৭ ভাগ ।
পুরাতন শতকরা ১ ভাগ ।
নতুন শতকরা ২১ ভাগ ।
আসুন আমরা আমাদের অবস্থান জেনে নেই কে , কোথায় ।
আসুন নিজেদের ত্রুটিগুলু শুধরে বলগার নয় , পরিপূর্ণ ব্লগার হই । সবাইকে
আন্তরিক প্রানডালা ব্লগিয় শুভেচ্ছা ।।
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: ইচ্ছা শক্তি প্রবল থাকলে ব্লগের সব বন্ধুরা মিলে ব্লগ টিকে সগ দিক দিয়ে সুন্দর করা যায় । কমেন্টে শুভেচ্ছা ।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০২
হাসান মাহবুব বলেছেন: এঈ ঝরিফ কাদেড় ওফর করেচেন বন্ডু?
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: সবার ভাল হয় , এজন্য এ জরিফ ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬
আলম দীপ্র বলেছেন: জরিপ ভালো লেগেছে । হুম ।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগার পর হুম কেন , বলেন মাশাল্লাহ
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
মুদ্দাকির বলেছেন: ভাই আমি কুন দলে ?
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: সম্ভবত যে কোন একটায়
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাববার মত ব্যাপার ।আসলেই আমরা কে কোন দলে।তারই একটা চিত্র তুলে ধরার প্রচেষ্টা নিয়েছেন ।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা এখন সবাই সামু থেকে ছিটকে পড়ছি
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাপক ঝরিপ হইছে বন্ধু !!!
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: এবার দেখি গুবেসনা করে নামসহ উপস্থাআআআআআআআআআআআআআআআআআপন হয় কিনা ।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১
তিক্তভাষী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এঈ ঝরিফ কাদেড় ওফর করেচেন বন্ডু?
ভানু বন্দোপাধ্যায়ের কৌতুক মনে পড়ে গেলো। অংশবিশেষঃ
গুরুজীঃ এটাতে আর 'র'ফলা দিও না।
ভানুঃ ন্রা, দ্রিসি য্রখন ত্রখন স্রব ট্রাতেই দ্রিমু।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: ভানুঃ ন্রা, দ্রিসি য্রখন ত্রখন স্রব ট্রাতেই দ্রিমু ,
দ্রারুন
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
সফদার ডাকটার বলেছেন: আপনার আগের ব্লগ জরিফ পড়ে ব্লগার রেজোওয়ানা একটা এপিক কমেন্ট করেছিলেন,
সামু ব্লক জরিফ / সাধু সাবধান
আমার কিচ্ছুটি বলার নাই !!
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: কেনু , রাজনৈতিক গন্ধ পাচ্ছি যে ।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
সফদার ডাকটার বলেছেন: আপনার আগের জরিফ পোস্টে ব্লগার রেজোওয়ানা যে এপিক কমেন্ট করেছিলেন, এর পরে আর কোন কমেন্ট হয় না,,
সামু ব্লক জরিফ / সাধু সাবধান
পরিবেশ বন্ধু রকজ এগেইন
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪
সফদার ডাকটার বলেছেন: সামু ব্লক জরিফ পড়ে ব্লগার রেজোওয়ানা'র কমেন্ট,,
পরিবেশ বন্ধু অলওয়েজ রকজ
০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু অলওয়েজ রকজ
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪
শুঁটকি মাছ বলেছেন: জরিফ খুফ ভালো হইছে।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১১
পরিবেশ বন্ধু বলেছেন: তাইলে আমি প্রথম সারির গুবেসক
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
শুঁটকি মাছ বলেছেন: জরিফ খুফ ভালো হইছে।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১
মামুন রশিদ বলেছেন: আমাদের আর্থসামাজিক, ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং চলমান পারিপার্শ্বিক ব্লগিয় মনোজাগতিক পরিস্থিতি বিবেচনায় এই রিসার্স ওয়ার্ক (জরিফ কর্ম) নিঃসন্দেহে সামুবাসী সমুদয় ব্লগার সমুহকে নিত্য উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়ে যাবে ।
বন্ধু, আসন্ন ভাদ্রের তালপাকা গরমে পরিবেশ চরম নাজুক এবং সংকটাপন্ন । এই অবস্থায় এসি রুমের বাইরে বেশি যাইয়েন না ।
শেয়ার দিলাম ।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: বেয়াই বন্ধু , আপনে কোন্দলে আছেন , মাইন্ড খাইয়েন না ।
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: মামুন রশিদ , এই ফান পোষ্ট ফেবুতে শেয়ায় করেছেন এজন্য তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ।।
দেখেন অবস্থা তাহলে
************
অপ্সরা সিজেল জরিফ চল্তাসে তাইলে
19 hrs · Like · 1
মামুন রশিদ হ্যাঁ আপু, আপনিও অংশগ্রহন করুন । অপ্সরা সিজেল
19 hrs · Like
জুলিয়ান সিদ্দিকী কিন্তু জিরাফ তো নাই!
19 hrs · Like · 1
মামুন রশিদ
19 hrs · Like
জুলিয়ান সিদ্দিকী আগের এমন এক পোস্টে এমন এক কমেন্ট করছিলেন রেজোয়ানা।
19 hrs · Like · 2
মামুন রশিদ সঙ্গত কারনেই স্ট্যাটাসে রেজোওয়ানাকে ট্যাগানো হয়েছে জুলিয়ান ভাই
19 hrs · Like · 1
মামুন রশিদ এখানে অনেক শিক্ষনীয় ব্যাপার আছে, যেমন..
"ব্লগ আসলে আধুনিক কম্পিউটার এর নব্য প্রযুক্তিগত কোনকিছু লেখা বা ফাইল জমা রাখার বাক্স । আমরা যারা ব্লগ ব্যাবহার করি আসলে সবাই একটি ব্লগিয় পাতায় গোপন আইডি খুলে আমাদের ডকুমেন্ট সেথা জমা রাখি । যারা ব্লগিয় পাতা ব্যাবহার করে তাদের লেখা বা ডকুমেন্ট এখানে জমা রাখে
তারাই মুলত ব্লগার "।। -পরিবেশ বন্ধু
19 hrs · Like · 2
Imraj Kabir কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা ! বাপরে, dude's got ELite !
18 hrs · Like · 1
মামুন রশিদ কর্তৃপক্ষ নিয়ে হাস্যরস করা ঠিক না Imraj Kabir
18 hrs · Like
Himu Neyal পরিবেশ বন্ধু এখনো বিনোদন দেয় তাহলে ?
18 hrs · Like · 1
মামুন রশিদ বিনুদন মানুষের মৌলিক চাহিদা Himu Neyal
18 hrs · Like · 1
হাসান মাহবুব বন্ধু হইল আমাদের ব্লগের অনন্ত জলিল। অসম্ভবকে জরিফ করাই বন্ধুর কাজ।
18 hrs · Like · 1
শুঁটকি মাছ মাঝে মাঝে সামু একদম ঝিমিয়ে পড়ে। কোনো ক্যাচাল নাই, বিনোদন নাই,কিচ্ছু নাই, একদম ম্যাড়ম্যারা,তেল ছাড়া পোলাওয়ের মত লাগে ব্লগটা। তখনই কেউ কেউ বিনোদন নিয়ে আসে, ক্যাচাল নিয়ে আসে। ব্লগ আবার তৈলাক্ত পোলাওয়ের মত লাগে!!!!!!
17 hrs · Edited · Like · 2
Sharmin Rezowana Ha ha ha . . . . .fantabulas
17 hrs · Like · 1
মামুন রশিদ জরিফের উদ্দেশ্যটা কিন্তু খুবই ভালো ।
"ইদানিং ব্লগার রা পোষ্ট দিয়েই আনন্দ পান কিন্তু কমেন্ট করেন খুব কম সংখ্যক ব্লগার ।।"
সময়োপযোগী জরিফ হাহাহ, হাসান মাহবুব
17 hrs · Like · 2
মামুন রশিদ খালি বিনুদন নেয়ার ধান্দা শুঁটকি মাছ
17 hrs · Like · 1
মামুন রশিদ তোমার জিরাফ ফিইরা আসছে Sharmin Rezowana
17 hrs · Like · 1
স্বপ্নবাজ অভি
17 hrs · Like · 1
Adnan Shahriar Tapu আমি বন্দুকে ভালবাসি
16 hrs · Like · 1
প্রবাসী পাঠক অত্যন্ত সময়োপযোগী একটা পোস্ট। এই মুহূর্তে এমন একটা ঝরিফ খুব বেশি প্রয়োজন ছিল।
16 hrs · Like · 1
Mainuddin Mainul আমাকে গিয়ে পড়তেই হলো। একটি ত্রুটিমুক্ত, স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত জড়িফ!
16 hrs · Like · 2
মামুন রশিদ এই অমুল্য জরিফ আন্তর্জাতিক রিসার্স ম্যাগাজিনে পাবলিশ হওয়া দরকার । চলেন একটা ইভেন্ট খুলি @প্রবাসী পাঠক
15 hrs · Like · 1
মামুন রশিদ একটি অত্যন্ত স্বচ্ছ নিরপেক্ক এবঙ আন্তর্জাতিক মানের জরিফ @মইনুল ভাই
15 hrs · Like · 1
প্রবাসী পাঠক মামুন রশিদ ভাই , আইডিয়াটা ভালো। কিন্তু আমরা ইভেন্ট খুললে মনে হয় পরিবেশ বন্ধুকে যথাযোগ্য সম্মান দেয়া হবে না। এই ইভেন্ট রথী মহারথীদের খোলা উচিত। স্যার জাকারিয়া, গুরু ভাই, লাশেদদের খুব বেশি প্রয়োজন ছিল আজকে।
15 hrs · Like · 1
মামুন রশিদ ব্লগের সোনালী যুগের রথী মহারথী সেলিব্রেটিদের কথা মনে করিয়ে দেয়ায় পরিবেশ বন্ধুকে ধন্যবাদ
15 hrs · Edited · Like · 1
Jana Syeda Gulshan Ferdous পরিভেশ বন্ধু ভাইকে আমার কিত্তগ্গতাসহ ছালাম জানাতে বুল করবেন না মামুন ভাই।
14 hrs · Like · 2
মামুন রশিদ হাহাহা, বন্ধু এটা ডিজার্ব করে জানা আপু ।।
ফান পোষ্ট একটি বিনোদন মূলক , কর্তৃপক্ষ বা কারও ব্যক্তিগত বিষয় নয় ।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০
লেখোয়াড় বলেছেন:
বিশাল ঝরিফ। কোথায় যে পালাই এখন!!
আমারে ধরেন। মইরাগালাম।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: কোথায় সারা শব্দ পাচ্ছিনা , মইরা গেল নাকি ।।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জরিপ ভালো হইছে
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: একদম ভাল , তাইলে আমার দলে ভিইরা যান , কাউরে কমুনা ।
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কথা কয়ডা কামের।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: কথা কয়ডা কামের। একমত প্রকাশে ধন্যবাদ ।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাইসে ...!! এপিক!
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: খাইসে বলে ব্লগে কোন দল পাচ্ছিনা তাই আপনাকে <
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই সুন্দর হইছে মাশাল্লাহ!!!!! সাথেই আছি। চলাইয় যান!
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই সুন্দর হইছে মাশাল্লাহ!!!!! সাথেই আছি। চলাইয় যান!
জরিফ কর্মে উৎসাহিত হলাম ।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৪০
নীল কথন বলেছেন: মামুন ভাইয়ের লিংক ধরে আসা।
জরিপের কিছুই মাথা দিয়ে ঢুকবে না আমার। কারণ এখানে নিয়মিত নই। অল্প কয়জনকে চিনি।
জরিপের বাহিরে কিছু কথা--
অল্প কয়েক বছরের ব্লগিং অভিজ্ঞতা, একসময়ের নিয়মিত ব্লগে দুর্দান্ত সময় কাটানো ব্লগার বা লেখকরা কয়েকটা বই বের করলেই ব্লগ থেকে হারিয়ে যায়।( খুবই কম সংখ্যক ব্লগার/লেখকরা তবুও নিয়মিত ব্লগিং করেন। তাঁদেরকে মন থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।)
ফেববুকের নোট, স্ট্যাটাসেই চলে তাঁদের সাহিত্য চর্চা, পাশাপাশি চলে বইয়ের বিজ্ঞাপণ। আমার বা আমাদের দূর্ভাগ্য তাঁদের দুর্দান্ত লেখা আমরা পাচ্ছি না। এতে ব্লগ জনপ্রয়িতার চেয়ে ব্লগ মানসম্মত লেখা হারাচ্ছে। এর পাশাপাশি যারা যাচ্ছেন, তাঁদের লেখার মানও হারাচ্ছেন।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: শেয়ায় করার জন্য নীল কথন কে ধন্যবাদ । আমরা এ বিষয়ে সামান্য মনযোগী হই অবশ্যই ব্লগ এবং লেখা সুন্দর হবে ।
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! স্বচ্ছ , নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের জরিফ হয়েছে , আমি মুগ্ধ !
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: জরিফে উৎসাহিত বোধ জাগানোর জন্য ধন্যবাদ অভি ।
২১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:০৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এমন পোস্ট হাজারে একটা আসে বলেই ব্লগের আজ এই অবস্থা ।
পরিবেশ বন্ধুর কাছ থেকে এমন পোস্ট রেগুলার চাই।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: মন্ত্রীর মতই কথা , হুকুম তামিল হায় ।
২২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//হাসান মাহবুব বলেছেন: এঈ ঝরিফ কাদেড় ওফর করেচেন বন্ডু?//
আমিও ঝানতে ছাই....
আঁড় ঝানতে ছাই, আমার অবস্থান কোনখানে
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: অবস্থান যে কোন্দলে হবে সেটা স্পষ্ট । তা নমিনেশন নেয়ায় ইচ্ছা আছে নাকি মইনুল ভাই ।
২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫২
ডি মুন বলেছেন:
যারা মজা করতে এসে ঝারি খেয়ে নিজেরাই সুজা হয়ে যান শতকরা ১ ভাগ ।
হা হা হা দারুন জরিফ
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: কি এ দলে নিজেকে আবিস্কার করতে পেরে খুশিতে
২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬
জেরিফ বলেছেন: জরিফ দীর্ঘজীবি হউক
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: জরিফ দীর্ঘজীবি হউক , যাক ফ্রেস ব্লগার সামুর শ্রীবৃদ্ধি ।
২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৩
জানা বলেছেন:
একজুন সাদারণ ব্লগাড় হিসাভে এই পোষ্ট পরে আমার 'গ্রেফতাড়' আর 'নিখুজ' এড় মাজামাজি একটা অনুবুতি হলো।
কুনো ধয়ামায়াষীল ভাই-ভোন বা বন্দু তাখলে আমাখে বাছানুর ছেসটা করেন....
পরিবেশ বন্দুভাইকে পুষ্টের জন্ন দন্যবাধ।
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: বিষয়টি দৃষ্টি আকর্ষণ , শেয়ায় এবং সমালোচনা করার জন্য জানা আপুকে
ধন্যবাদ ।। আমরা চাই সামু তার হারানো ঐতিহ্য ফিরে পাক ।।
২৬| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:১২
প্রবাসী পাঠক বলেছেন: পরিসংখ্যান খুব একটা ভালো বুঝি না। আর অংকেও কাঁচা। এস এস সি পরিক্ষায় অংকে কানের খুব কাছ দিয়ে গুলিটা গিয়েছিল। তারপরও আপনার পোস্ট পড়ে আর অন্যান্য ব্লগারদের কমেন্ট থেকে যতটুকু বুঝতে পারলাম চমৎকার একটা আন্তর্জাতিক মান সম্মত একটা জরিফ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন প্রিয় পরিবেশ বন্ধু। এই রকম একটা পোস্ট খুব বেশি প্রয়োজন ছিল। সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পোস্টের জন্য আবারো প্রানঢালা শুভেচ্ছা রইল।
পোস্টে তৃতীয় লাইক কিন্তু আমার।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: বিষয়টি দৃষ্টিপাত দেয়ায় অনেক অনেক ধন্যবাদ । আমরা করব জয়
২৭| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪৭
উপপাদ্য বলেছেন: তাইলে দেখা যাচ্ছে ব্লগটা বলগারদের কন্ট্রোলেই আছে এখনো।
আমি মনে হয় সংখ্যালঘুদের দলে।
ধন্যবাদ...... পরিবেশ বন্ধু।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: আমি মনে হয় সংখ্যালঘুদের দলে। ভাল ,
ব্লগার বা বলগার আসলে একটি ইমরান সরকার নীতির নটনাটয় , নয়ত এর
আগে ব্লগার নামটি খুবই সম্মানিত ছিল ।
আমরা সচেতন হব আরেক টু ।
২৮| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৯
ফিরে ফিরে আসবো আমি বলেছেন: আই লাফ ঈু বন্টু :!>
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: আবার আসিব ফিরে , সামুর গাঁড়ে চড়ে
হয়ে বলগার
যতই আমাদের সাথে বেঈমানি করুক না কেন , ইমরান সরকার ।।
২৯| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২১
মামুন ইসলাম বলেছেন: হুব হুন্দর জরিব হইআচে
হুন্দর জরিবের জন্য হুবেচ্ছা পাকল ।
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ একমত পরকাশ এবং সাথে থাকার জন্য
৩০| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু পোস্ট তো দেখি রমরমা। এবারে ঈদে এটাই সেরা বিনোদন মনে হয়। সবাই অচেনা ভাষায় কমেন্ট প্রচেষ্টা চালাচ্ছে। চরম অবস্থা ।
০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে দুনিয়ার হাল;চাল আজকাল স্পষ্ট যায়না বুঝা
শুধুই তিমিরে চাহিয়া মিছে স্বপ্ন খুজা ।
কমেন্টে সতত শুভেচ্ছা ।
৩১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
বন্ধু আমারে কোন দলে রেখে হিসাব করলেন?
০৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০০
পরিবেশ বন্ধু বলেছেন: জরিফ কর্ম তো আমি কাউরে কোন্দলে হিসাব করিনা , কমেন্টে +
৩২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪০
এহসান সাবির বলেছেন: ইহা একটি এফিক(!!) পোস্ট।
বন্ধু শুভেচ্ছা।
০৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ইহা একটি এফিক(!!) পোস্ট।
বন্ধু শুভেচ্ছা।
আমার পক্ষ থেকেও শুভেচ্ছা ।।
৩৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০
রাতুল_শাহ বলেছেন: দারুণ জরিফ।
আমরা সবাই চাই সামু তার হারানো ঐতিহ্য ফিরে পাক।
০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা সবাই চাই সামু তার হারানো ঐতিহ্য ফিরে পাক।
একমত প্রকাশে ধন্যবাদ ।
৩৪| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার দু:খ এই জায়গায় সবাই লেখক হতে চায় পাঠকের বড় অভাব
যে কোন প্রকার মন্তব্য থেকে বিরত থাকুন
ব্লগিং-ই যদি করবে তবে মন্তব্য করবে না কেন?
শুভ কামনা
১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কমেন্টে ইমতিয়াজ ১৩ , সবার শুভবোধদয় হোক ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।