![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সুপ্রিয় সামুর সকল লিখিয়ে বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালবাসা ।।
সাহিত্য জীবনের প্রতিটি অধ্যায় এর স্বরূপ বিশ্লেষণ । সমাজ ও প্রকৃতির মর্ম বেদনা ফুটে উটে তার আরশিতে ।
সময়ের কালক্ষেপনে ধরণীর বৈচিত্র্যময় রূপ ভাসে সাহিত্যর সৃজনশীলতায় । তাই কবি , সাহিত্যিক লিখিয়ে দার্শনিকগনের ভাবনায় ধরা পড়ে সাহিত্য রস । সৃষ্টি হয়
ছন্দ , কবিতা , গল্প , নাটক উপন্যাস , সুর ছন্দ ।
সাহিত্যর বিচার করা খুব শক্ত । মুক্ত মনে লিখতে ভালবাসে উদার ভাবনায় , সাহিত্য সংশ্লিষ্ট সকলের উৎসাহ বোধ জাগ্রত হোক , ভাল কাজে, ভাল চিন্তা চেতনায় ।
খুশির সংবাদ যে, নির্বাচিত লেখা গল্প , কবিতা , চমকপদ ভ্রমন কথা ও অন্যান্য মজাদার
লেখা নিয়ে অনলাইনে বের হবে *** সাহিত্য পত্র সুচেনা ।
এ বিষয়ে সকলের মতামত ও দৃষ্টিপাত আশা রাখি ।
***সম্পাদক *
পরিবেশ বন্ধু
সামু সাহিত্যপত্র *** সুচেনা ।
সাহিত্য সংকলন এর সাথে সংশ্লিষ্টদের মেধা ও শ্রম থাকবে চিঁর কল্যাণকর ।
** Click This Link
একটি কাব্যিক ভ্রমন , সামহোয়্যার ইন কবিতা সংকলন ফেব্রুয়ারি ২০১৪ স্বপ্নবাজ অভি ।
** Click This Link
** সামুর স নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সংকলন সামহোয়্যার ইন ব্লগ । ১ম , ২য় , ৩য় খণ্ড । সোনাবীজ অথবা ধুলুবালি ছাই ।।
নির্বাচিত সাহিত্য সংকলন বের হবে মাসে একবার এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলুয় বের হবে বিশেষ সংখ্যা । সবার মঙ্গল
ও সুস্বাস্থ্য কামনায় ।। পরিবেশ বন্ধু ।।
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: বিষয়টি এখনও পরিস্কার নয় তবে বন্ধুদের পরামর্শ এবং সহযোগিতা অবশ্যই
সংকলনের কাজে শ্রীবৃদ্ধি হবে ।
২| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯
অপ্সরা বলেছেন: হায় হায় এই বার তো তাইলে নির্বাচিত পাতা ঝগড়া আরও আরও বেড়ে যাবে।
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: নির্বাচিত, মানসম্মত লেখনী সবসময়ের জন্য মানবের উপকারে আসে । ঝগড়া ঘটায় তারা যাদের আসলে কিছু করার থাকেনা ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২
ইমতিয়াজ ইমন বলেছেন: ভালো উদ্যোগ ।
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১০
পরিবেশ বন্ধু বলেছেন: উৎসাহ প্রকাশে ভাল লাগল । ধন্যবাদ
৪| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বন্ধু টাকা পয়সা লাগবে কত তাই বলেন
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২
পরিবেশ বন্ধু বলেছেন: একটা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স তো লাগবেই , দেখি কার কয়টা দালান আছে ।
৫| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫
সুমন কর বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: হাসলে আসলেই স্বাস্থ্য ভাল থাকে , ধন্যবাদ ।
৬| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু রম রমা অবস্থা ।
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: এই সংকলনে সামুর সবাইকে পাওয়া যাবে । সম্পাদক প্যানেলে থাকলে বরং খুশিই হব । সতত শুভেচ্ছা ।
৭| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল একটা উদ্যোগ। সুন্দর এই উদ্যোগকে স্বাগত জানাই ---
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর এই উদ্যোগকে স্বাগত জানাই -- বড় উৎসাহিত জলাম , সহযোগিতা
ফেলে আরও খুশি হব ।
৮| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
মামুন রশিদ বলেছেন: সুচেনা'র শুভ সূচনা কামনা করি ।
ইয়ে মানে, কাণ্ডারি অথর্ব কয়টা দালান আর ব্যাংকের মালিক সেই হিসাব কি পাওয়া গেছে? না না, আমি ইনকাম ট্যাক্সের লোক না
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুচেনা'র শুভ সূচনা কামনা করি । খুব খুব ধন্যবাদ । আর কাণ্ডারির বিষয়টা
সরজমিনে <<<<<<<<
৯| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১
জেরিফ বলেছেন: সূচনা শুভ হউক
টাকা পয়সা দিয়ে কি হবে বন্ধু ?
০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০
পরিবেশ বন্ধু বলেছেন: সূচনা শুভ হউক টাকা লাগলে হাত বাড়াব ,মানুষের এত টাকা অকাজে লাগতে দেখে এই শুভ বুদ্ধির উদয় ।
১০| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০১
সকাল রয় বলেছেন:
দারুন কার্য ব্রাদার
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সকাল রয় , শুভকামনা ।
১১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩
ডি মুন বলেছেন: যাত্রা শুভ হোক।
এটাই কামনা।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: ডি মুন বলেছেন: যাত্রা শুভ হোক।
ধন্যবাদ অনেক +
১২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৭
প্রবাসী পাঠক বলেছেন: সামহোয়্যার ইন সাহিত্যপত্র *** সুচেনার পাশেই আছি।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: সাহিত্যপত্র *** সুচেনার পাশেই আছি। খুশি হলুম ,
অনেক অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক ।
১৩| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: এখানে পাবেন কিছু ব্লগার এর তালিকা
ধন্যবাদ আপনার উদ্যোগের জন্য
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য , নিরন্তর শুভকামনা ।
১৪| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিশাল উদ্যোগ
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: বিশাল উদ্যোগ , কমেন্টে উৎসাহিত হলাম মইনুল ভাই , ভাল থাকবেন সব সময় ।
১৫| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫
খাটাস বলেছেন: বন্ধু কাহিনি একটু একটু বুঝলাম। আপনি আগে বাড়েন, আপনার সাথে সবাই আছে।
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধু ।
বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর
দশ এক সব সুন্দর ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮
লেখোয়াড় বলেছেন:
বন্ধু একটু খুলে বলুন।
কিছুই তো পরিস্কার না।