নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মায়াবী ।। প্রেমের কবিতা

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

মায়াবী

**************



আমি ক্ষয়ে যাচ্ছি নিরাশার নোনাজলে

ধরণী দিবা হও , বুক ভরা দীর্ঘশ্বাস এখন ভীষণ ভারি লাগে

সঞ্জিত প্রেম , অনেক চাওয়া পাওয়া ভেসে যায় আজ তিক্ত অভিমানে ।

পথিক ভুল করে পথ হারায় আর নিশাচর ভুলেনা কাল রাত্রি ,

কিন্ত আমাকে যে দিয়েছিল ফাগুনের ভরা পূর্ণিমা ,

অনেক নিশিথের নির্ঝরিণী উদাস সুশোভিত লগ্ন , সে আজ মায়াবি ।

সে আজ আকাশের তারা , দূর অজানার অস্পরা ।

তার চকিত চাহনি আর নন্দিত স্পর্শ আমাকে জাগিয়ে দিত

লক্ষ বছরের নিদ্রাদেবীকে তাড়িয়ে ।

আবেশে রাঙানো তার নিবিড় আলিঙ্গন ভুলিয়ে দিত মর্তের সুখসুধা ,

মনে হত হায় , জয় করে নিয়েছি আজ অবলিলায় , অনেক সাধনার ফসল ।

হৃদয়ের কার্নিশে সেই ছবি আঁকা

কত ঘন অরন্য আর ভিষময় চরাচর চষে

দেখেছি কত বিনিদ্র রজনীর দিকপাল হতে, তার ছায়া এসে

এখনও আমাকে টেনে নিয়ে যায় , নিরাশার ধুসর অন্ধকারে ।

দ্বিচারিণী , দিয়ে প্রেমাস্পদ নৈবদ্য প্রসাদ

খুনসুটি খেলে , সেই যে হারালে

আজও খুজি , পলে পলে অনন্ত অভিসারে স্বপ্নডানায় ।

দিগন্তের অপার থেকে তোমার লাস্যময়ি স্পন্দন ভাসে ,

সাগরের ঢেউ এর মত হয় হৃদয়ে নিঃশ্বাসের প্রতিধ্বনি ।

ঝিলিমিলি সন্ধায় , ঘোধুলির পাঠে ,জোনাকির নিবু নিবু আলোয়

এই হৃদ মোহনায়

চকিত নব প্রানের ভিড়ে ভেসে উট হে লাবন্যময়ি ,

তখন দিকভ্রান্ত পথিকের মত ,

হয়ে অভিভুত, ভালবাসার রঙ জালি মহা সর্বনেশে

হে কল্পদেবী মনে হয় তোমারে পাই কতনা পাশে ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: একটু সহজ ভাষা কি ব্যবহার করা যেত না ?



১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: এটাও সহজ , পড়ার জন্য ধন্যবাদ ।

২| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম আসলেই মায়াবী ।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: প্রেম আসলেই মায়াবী , কমেন্টে ধন্যবাদ সেলিম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.