নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ইজ্রাইল আগ্রাসনের বিরুদ্ধে চল চল প্রতিবাদ মিছিলে

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

উল্লেখ্য , গাঁজা শিশুদের হত্তা , ফিলিস্থিন এ ইস্রাইলের সাম্রাজ্যবাদি আগ্রাসন এর বিরুদ্ধে আজ বিকাল ৩ ঘটিকায় প্রতিবাদ মিছিল এবং মার্কিন দুতাবাস এর সামনে নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাফন সহ নানা কর্মসূচী , সবাই দলে দলে যোগ দিন ।

শাহবাগ গন অধিকার সংগ্রাম কমিটি ।।





জবাব চাই ইজ্রাইল

************** পরিবেশ বন্ধু



দাও ফিলিস্থিন শিশুদের মুক্তি বাঁচার অধিকার

মুক্ত জগত কেন ? অবরুদ্ধ চাই জবাব তার

নিষ্পাপ বয়স ফুলের মত উটবে জানি বেড়ে

সেথা এখন ইজ্রাইল হায়না নেয় জান কেড়ে ।

দাও গাঁজা শিশুদের প্রান অকালে গেল ঝরে

দুধের বদলে তাদের মুখে বিষের পেয়ালা ধরে

শত শত অবলা নারি আজ রক্তে লালে লাল

মুক্ত বাতাস রুদ্ধ হয় তাদের লভে মৃত্যু অকাল ।।

নিজ ভূখণ্ডে ফিলিস্থিন রুদ্ধ মানবতা হয় লীন

ইজ্রাইল শকুনের লোভের দৃষ্টি বাড়ে মৃত্যু বীণ

বিশ্ব মোড়লেরা নিরবে দেখে যায় হয়না প্রতিবাদ

নিষ্পাপ নারি শিশুদের মৃত্যু যেন প্রলয় তূর্যনাদ ।

এস সবে একই আওয়াজ তুলি যুদ্ধ বন্ধ চাই

নিষ্পাপ দিবে অভিশাপ জগতে কেন হলনা টাই ।।



Click This Link



Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০

জনাব মাহাবুব বলেছেন: আপনাদের সাফল্য কামনা করছি।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য ।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

রানার ব্লগ বলেছেন: ইসরাইলের ইহুদিরা গাজায় কয়েকদিন ধরে যে রক্তাক্ত বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে জামায়াত-শিবির তেমন কোন কথা বলছে না। তাদের তো উচিত ‘মরলে শহীদ বাঁচলে গাজী’ মন্ত্র বুকে ধারণ করে গাজার পথে যাত্রা শুরু করা। সেখানে বীরত্ব প্রদর্শন করা, সেখানে ঈমানের পরীক্ষা দেয়া। কিন্তু তারা গাজার বর্বরতার ব্যাপারে নিশ্চুপ।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: সেটা আমাদের বিষয় নয় । বরং এ প্রতিবাদ মিছিলে দল মত নির্বিশেষে সকলের অংশ নেওয়া প্রযোজ্য ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫১

খাটাস বলেছেন: বন্ধু এগিয়ে যান। সময়ের অভাবে যেতে পারছি না। তবু ও সাথে আছি।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

িরয়াজ উিদ্দন বলেছেন: সবাইকে অনুরোধ জানাই অন্তত ইজরাইলের তৈরী প্রোড়াক্ট গুলো যত সম্ভব বর্জন করুন...

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: সবাইকে অনুরোধ জানাই অন্তত ইজরাইলের তৈরী প্রোড়াক্ট গুলো যত সম্ভব বর্জন করুন.

একমত +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.