![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমার সামুতে ৬০০ পোস্ট , সকল লিখিয়ে বন্ধুদের শুভেচ্ছা ।
ভাষার ঝুলি হৃদয় মাঝে
সাজাই কথার মালায়
বন্ধুসুজন নজর কাড়ে
হরেক রসের মজায় ।
*** রসের হাড়ি ।।
বাদাইমা ছেলে তার বাবার নিকট আবদার করল , বাবা, বাবা আমাকে হারমোনিয়াম কিনে দাও, আমি বাজাব ।
গরিব বাবা দাঁতে দাঁত পিষে বলল , কিনে দেব বাচা আর কটা দিন যাক ।।
ছেলে খুব খুশি , আনন্দে ধেই ধেই করে নাছে ।
কদিন পর তার বাবা ছেলেকে বিয়ে করিয়ে দিল ।
ছেলে ; বাবা বউ দিলে কেন আমি হারমোনিয়াম বাজাব ।
বাবা ; অপেক্ষা কর বাঁচা হারমোনিয়াম এর বাজনা কত শুনবে ।
ছেলে ; আচ্ছা ।
কদিন পর বউ বাচ্ছা দিল , তিন বছরে ৩ টা ।
একটা চিৎকার করে তো আরেকটা কাঁদে
ছেলে ; ইশ কি ঝামেলায় না পড়লাম । বাবাকে বলছিলাম হারমোনিয়াম দিতে , এনে দিল বউ । বাচ্ছা কাচ্ছার হাউকাউ ভাল্লাগেনা ।
পাশের ঘর থেকে বাবা ; কি বাঁচা হারমোনিয়াম তো দেখি এখন সব সময়েই
বাজে ।
Click This Link
*** সামুতে প্রকাশিত আমার কবিতা , গান , গল্প ও কাব্যসমুহ ।
Click This Link
*** কাব্য সংকলন ।। কবিতার ডায়রি ।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা বন্ধু , ভাল থাকুন সব সময় ।
২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪২
খেয়া ঘাট বলেছেন: শুভেচ্ছা,পরিবেশ বন্ধু ।
বন্ধু ভাইকে ফেবুতে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অনেক আগে।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা ।।
ফেবুর রিকোয়েস্ট একচেপ্ট করা হবে ।।
৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২
মামুন রশিদ বলেছেন: ছয়শত পোস্টের লালগোলাপ শুভেচ্ছা । ছয়হাজার পোস্ট ছাড়িয়ে লাখে পৌছাক ।
শুভকামনা ।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বেয়াই বন্ধুজন ।
ভালতে দিন যাক অহর্নিশ
আলোর ছোঁয়া পাক মনের দিশ ।
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অভিনন্দন বন্ধু
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ অভিনন্দন ,
এত হাসাহাসি
আমি কিন্তু সিংহ রাশি ।।
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮
মাহবু১৫৪ বলেছেন:
কঠিন!
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধুজন ।।
৬| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫
ডি মুন বলেছেন: অভিনন্দন । এগিয়ে চলুক আপনার কবিতা ।
শুভকামনা রইলো
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু শুভকামনা ।
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬
ডি মুন বলেছেন: সাক্ষাৎকারের লিঙ্ক কাজ করে না কেন
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: অভি তার নিক থেকে মনে হয় ডিলিট করে দিল ।
৮| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫
লিরিকস বলেছেন: ৬০ টি +
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিরিক্স , ভাল থাকুন ।
৯| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিনন্দন !! অনেক অনেক শুভকামনা রইল আরো হাজার, লাখ এবং লাখ পরিণত হোক কোটিতে ---
ভাল থাকুন সব সময়
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: অনুপ্রেরিত হয়ে ধন্য হলুম । আপনিও ভাল থাকুন ।
১০| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪
জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন অাপনাকে পরিবেশ বন্ধু ।
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন বন্ধুজন , শুভকামনা ।
১১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অভিনন্দন বন্ধু।
বন্ধু এইটা আমার ৫,৬০০তম মন্তব্য।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ স্নিদ্ধশোভন
শুভঅভিনন্দন ।
আমার ১০হাজার ৪৫৪ মন্তব্যর উত্তর ।
ভাল থাক সবসময় ।
১২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন পরিবেশ বন্ধু ।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১১
পরিবেশ বন্ধু বলেছেন: যদিও আমরা বিচ্ছিন্ন তবুও ব্লগে মনে হয় পরস্পর অতি নিকটে
একে অন্যর মাঝে কথা হচ্ছে অকপটে ।
অশেষ শুভেচ্ছা বন্ধু ।
১৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১
এহসান সাবির বলেছেন: মোবারক হোক বন্ধু।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু শুভকামনা ।
১৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫
আধখানা চাঁদ বলেছেন: ৬০০ তম পোস্টের অভিনন্দন। এগিয়ে চলুক সামুতে আপনার মুখর পথচলা। শুভকামনা।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ৬০০ তম পোস্টের অভিনন্দন। এগিয়ে চলুক সামুতে আপনার মুখর পথচলা। শুভকামনা।
নন্দিত হলাম বন্ধু । শুভেচ্ছা ।
১৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: অভিনন্দন আর শুভকামনা রইলো। ভাল,সুস্থ থেকে আরো কয়েকবার ৬০০শত পার করুন-এই কামনায়।।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ অভিনন্দন সচেতনহ্যাপী
ভাল থাকুন ।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭
খাটাস বলেছেন: বন্ধু লাখো কোটি অভিনন্দন ও শুভেচ্ছা।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু লাখো কোটি অভিনন্দন ও শুভেচ্ছা।
আমিও ++++++++++++++++
১৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সিংহ রাশির মানুষ কিন্তু হরিনের মতো মন আপনার। এই কারনে আপনারে এত ভালা পাই।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: সিংহ রাশির হরিণ মন
কথার মাঝে ঝাল লবন
সাথে যদি মিলে মুড়ি
মরিচ পামু কার বাড়ী ।
বন্ধুজন ভাল থাকুন
১৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মরিচ পাবেন কাঁচা বাজারে
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: যদি একটা মন পাইতাম
কাঁচা বাজারের মরিচ আইনা গুইলা খাওয়াইতাম ।
১৯| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯
আবীর০৩ বলেছেন: অভিনন্দন।
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা বন্ধুজন , ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
পাজল্ড ডক বলেছেন: শুভেচ্ছা,পরিবেশ বন্ধু ।