নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সামুতে আমার ২ বছর ফুর্তি উৎসবে সবাইকে শুভেচ্ছা । সাথে কিঞ্চিত রস ।

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

সামুতে ২ বছর , সবাইকে রসের হাঁড়ি ।। থুক্কু এর আগেও একটা নিক ছিল প্রায়

১১ মাস চালিয়েছি , পরে পাসওয়ার্ড ভুলে বুমেরাং । ২ বছর + ১১ মাস ফুর্তি উৎসবে সবাইকে শুভেচ্ছা ।

***********

*** রসের হাড়ি ।। ;) ;) !:#P

বাদাইমা ছেলে তার বাবার নিকট আবদার করল , বাবা, বাবা আমাকে হারমোনিয়াম কিনে দাও, আমি বাজাব ।

গরিব বাবা দাঁতে দাঁত পিষে বলল , কিনে দেব বাচা আর কটা দিন যাক ।।

ছেলে খুব খুশি , আনন্দে ধেই ধেই করে নাছে ।

কদিন পর তার বাবা ছেলেকে বিয়ে করিয়ে দিল ।

ছেলে ; বাবা বউ দিলে কেন আমি হারমোনিয়াম বাজাব ।

বাবা ; অপেক্ষা কর বাঁচা হারমোনিয়াম এর বাজনা কত শুনবে ।

ছেলে ; আচ্ছা ।

কদিন পর বউ বাচ্ছা দিল , তিন বছরে ৩ টা ।

একটা চিৎকার করে তো আরেকটা কাঁদে

ছেলে ; ইশ কি ঝামেলায় না পড়লাম । বাবাকে বলছিলাম হারমোনিয়াম দিতে , এনে দিল বউ । বাচ্ছা কাচ্ছার হাউকাউ ভাল্লাগেনা ।

পাশের ঘর থেকে বুড়ূ বাবা বলছে ; কি বাঁচা হারমোনিয়াম তো দেখি এখন সব সময়েই

বাজে । !:#P !:#P =p~



*** বাসর রাতে আবীর এসে দেখে নববধু কাঁদছে , তো নববধুকে সে বলল ,

লক্ষ্মীটি কাঁদছ কেন ? এমন রোমান্টিক রাতে কাঁদতে নেই ।

বউ উত্তর দিল কাঁদছি কি স্বাদে , ঐ দেখ তোমার টুপি কুত্তায় লইয়া যাইতাছে ।

আবির জানালা দিয়ে দেখে হু হু করে হেসে বলল , কুকুর মশাই বিয়ে করতে

যাবে তাই আমার টুপিটা দ্বার নিয়েছে । :D



*** দোকানে ২ ভদ্রলোক বসা ।

১ম লোক , ভাই আপনে কি পান খান । পান খায় কিনা তাই জিজ্ঞাসা ।

২য় লোক , না না আমার নাম পান খান নয় তবে আমার বড় ভাইয়ের নাম পান খান আর আমার নাম ঝরদা খান আর ছোটটির নাম খয়ের খান । :D



*** **************

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

জাফরুল মবীন বলেছেন: রসাত্মক অভিনন্দন =p~

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু

২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

কথার_খই বলেছেন:

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: ফুলেল শুভেচ্ছা +

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩২

মামুন রশিদ বলেছেন: দুই বছরে মাত্র ৬০১ টা পোস্ট!! না, হইলো না । বছরে ৩৬৫টা পোস্ট না হইলে চইলত না ।


শুভেচ্ছে বর্ষপূর্তির :)

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাবতাছি বছরটা এত ছুট কেন ? শুভেচ্ছা ।

৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: শুভেচ্ছা পরিবেশ বন্ধু।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছান্ত হয়ে ধন্য হলুম বন্ধু , ভাল থাকা হোক সময়ের সাথি ।

৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৯

ডি মুন বলেছেন: অভিনন্দন

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দিত হলুম , শুভেচ্ছা +

৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ঝরদা খান। !:#P

বর্ষপূর্তির অভিনন্দন ।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

পরিবেশ বন্ধু বলেছেন: হু কবি দেখলুম ছবি
বর্ষ পূর্তি তে
শুভেচ্ছা জানাতে
নন্দন পার্কে গেল অভি
সাথে ছিল ফুল
কানে দুল
পরিচয় হল
ঝরদা খানের ভাবি ।।

শুভেচ্ছা অনেক প্রিয় বন্ধু কবি ।

৭| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দ্বিবর্ষপূর্তির শুভেচ্ছা নিন।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা অনেক বন্ধু , ভাল থাকা চাই ।

৮| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: গতিময় আনন্দদায়ক হোক আপনার ব্লগিয় জীবন।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: গতিময় আনন্দদায়ক হোক আপনার ব্লগিয় জীবন।
শুধু আমার কথাটি নয় , সবার জীবন বন্ধু , শুভকামনা ।

৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

আরজু পনি বলেছেন:

আররে
বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা রইল ।

আহা আমি আসতে দেরী করে ফেলেছি।

শুভেচ্ছা রইল ।।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১

পরিবেশ বন্ধু বলেছেন: আপু আপনি যদি নাই বা এলেন তাহলে এমন মধুর কমেন্ট দিল কেডায় । আর দেরি হলেও আপুর কমেন্ট আমার নিকের প্রান ।
বেশ অনুপ্রানিত হলুম ।।
আশা রাখি আরও আশীর্বাদ মিলবে ।
ভাল থাকুন সব সময়
হৃদয় হোক আলোময় ।

১০| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অভিনন্দন :)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দিত হলুম , শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.