নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আমি নজরুল হতে চাই ।।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩



আমি নজরুল হতে চাই

************

কি সুধাময় মায়াভরা আঁখি

উজ্জ্বলও সুষমা ঝরে তার গাঁয়

ঝাঁকড়া চুলের কেশরও দুলে

বজ্রকণ্ঠ তার অগ্নিবীণায় ।

সাম্যর কবি , বিদ্রুহি ছবি

হৃদয়ে তার প্রেমের ভুবন

তারুন্যর জয়গানে শিখাল সে

নিরভেদ মানুষ কতই আপন ।।

দুরঘম পথ ঘাত প্রতিঘাত

দুর্বার চেতনায় করে পদ ধলো

গানে গানে, কাব্য কথায়

জ্ঞানের আধারে সে রচিত আলো ।।

শিখল ভাঙ্গার গান গেয়ে

যে দেখাল মানব মুক্তির দিশা

যার শাশ্বত আহ্বানে এল জাগরন

নজরানা দিল হরেক অন্নেসা ।

বিদ্যাপিটে কত কচি কচি মুখ

ফুটায় তারি ভাষার ফুল

বড় সাধ এ জনমে তায়

আমিও হতে চাই নজরুল ।







মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

আবু শাকিল বলেছেন: +

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: যা লিখিয়া রাখি করে যতন
ভরে না মন
হাত চাই পাকা তারি মতন ।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আমিও চাই +++++++

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০

পরিবেশ বন্ধু বলেছেন: হৃদয়ে থাকলে বাসনা হও আগুসার
তারি শক্তি মিলবে গুছে অন্ধকার ।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গাইতে গাইতে গায়েন
লিখতে লিখতে
আপনিও একদিন
নজরুল হয়ে যাবেন

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২২

পরিবেশ বন্ধু বলেছেন: নজরুল জাতীয় কবি বাংলার
আমরা তার সৈনিক
তারি কলম রথে ঘুরিবে ফিরিবে
যুগ যুগান্তর দেনিক ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২২

পরিবেশ বন্ধু বলেছেন: নজরুল জাতীয় কবি বাংলার
আমরা তার সৈনিক
তারি কলম রথে ঘুরিবে ফিরিবে
যুগ যুগান্তর দেনিক ।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক কথা ছিল বন্ধু সব লিখা না যায়
যা থাকে হৃদয় মাঝে তারে খুজে কে পায় ।
ধন্যবাদ ।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সেলিম আনোয়ার বলেছেন: +

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: ভাষার ফুল কথার মালা
সাজিয়ে রাখি কাব্য ডালা
আসবে নব নবীন
এই গাছে ধরবে ফল
রত্ন মধু বিদ্যাবল
হবে শুন্যতে আসীন ।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: ++++++

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: অনেকগুলু প্লাসে ধন্যবাদ বন্ধু ।

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯

এ কে এম রেজাউল করিম বলেছেন: দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন:

গাইতে গাইতে গায়েন
লিখতে লিখতে
আপনিও একদিন
নজরুল হয়ে যাবেন

++++++

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: নজরুল জাতীয় কবি বাংলার
আমরা তার সৈনিক
তারি কলম রথে ঘুরিবে ফিরিবে
যুগ যুগান্তর দেনিক ।

মন্তব্য ধন্যবাদ ।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

কলমের কালি শেষ বলেছেন: আমিও হতে চাই নজরুল..:)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ইচ্ছা থাকলে সাধনা যোগ
পালাবে ঘোড়া রোগ । শুভেচ্ছা ।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

সাদরিল বলেছেন: আপনিও যে আমার মতো নজরুল ভক্ত জেনে ভালো লাগলো

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার প্রান জাতীর ত্রান
মাতৃবাসার প্রিয় ফুল
সবার আপন কাব্য নয়ন
আমাদের কাজী নজরুল ।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা ++

কেমন আছেন ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছি অপূর্ণ , তুমি নিশ্চই ভাল । নিকে অনেকদিন পর যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.