নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

এই পথে যেতে যেতে

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

এই পথে যেতে যেতে

************

অসীমের গন্তব্য , কতটুকু তার দৃষ্টি সীমা

বর্ণীল প্রান্তরে শুধুই নব নব দৃশ্যায়ন

রেলস্টেশনে শজ্জাগত অসহায় নারী , হাতে একটুকরো রুটি

খানা মুখে তার চাকচিক্যময় হাসি মনে হয় , রাজ্যর সবচাইতে সুখি সে ।

যে টুকাই রাস্তার পাশ হতে খালি বোতল সংগ্রহ করছে

একত্রে জমিয়ে বিক্রি করবে , আজ কটা বোতল বেশি কুড়িয়ে তার মুখে

দেখি রাজ্যর বিস্ময় ঝরা এক চিলতে চাঁদের হাসি ।

চেকার উটে নিরব হয়ে যায় যাত্রি সকল

এই টিকেট দেন , জী টিকেট করিনাই ,

তাইলে বাড়া এবং জরিমানা সহ ১২০ টাকা দেন ।

যাত্রি এই নেন স্যার ৩০ টেহা , যামু আবার কারায়া , চেকার তাই মেনে নেয় ।

যাত্রির মুখে তখন এক চিলতে বিশ্ব বিজয়ী হাসি ।

ফেরিওয়ালা হাকে , কলা , বাদাম , ঝালমুড়ি , কতকি

কেহ কিনে , কেহ তার মধুর ব্যান শুনে , কেহ আবার বিরক্ত হয়

কিন্তু ফেরিওয়ালার আনন্দ কখনও ম্লান হয়না , তার মুখেও স্নিগ্ধ হাসি ।

বালিকা এলোকেশে পুকুর ঘাটে দাড়িয়ে দেখে ট্রেনের গমন

জানালার ভিতর থেকে উঁকি দেয় চশ্মা আঁটা ভদ্রলোক

তার মুখেও দুষ্টুমি ভরা লাজুক রোমান্টিক হাসি ।

এত হাসির আড়ালে তবুও কেন মানুষ

সুখি হতে পারেনা ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

আলম দীপ্র বলেছেন: প্রথম ভালোলাগা ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.