নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

তোমায় নিয়ে স্বপ্নচুড়া ।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯





রঙধনু রঙে রাঙাব তোমায়

যদি পাই দেখা গহন বাতায়নে

বলব , না বলা সে কথা মেলে হৃদয়

অনেক অজানার জাল বুনে বুনে

ফাল্গুনি ছুঁয়া রাঙাবে এ মন

লুকুচুরি আধার জড়াবে লগন

বহিবে পবন ছড়িয়ে আবেশ

সুপ্ত বাসনা গুলু উড়বে ফানুশ ।।





নদীর সাথে তুমি মিতালি হবে

যৌবনা জলের ভাঁজে ভাঁজে

উত্তাল তরঙ্গে ভাসাবে ফেনা

সফেদ শুভ্র ঢেউ এর মাঝে ।।

নীল রঙে আখি হেরিবে দুকুল

পা ধুয়ে দেবে বর্ষার জল

ভোরের অথিতি হবে শিশিরকনা

দেখে আমিও হব কভু আনমনা ।





বন বাধারে তুমি হবে তরুছায়া

লুকুচুরি লেনাদেনা আহা কি মায়া

সবুজ শ্যামল পল্লব রাজি

নিত্য ভুবনে সদ্য রহিবে সাজি

মধু লোভী ভ্রমর মৌ ডানা মেলে

কাননে বাড়াবে শোভা ফুলে ফুলে

চৈত্র নিশি চাদের জোছনা হয়ে

দেখিব তোমায় কত বিস্ময়ে ।।





মাঠ হবে মাঠ শ্নিগ্ধ শোভন

এখানে বিছানো রয় সবুজ বসন

শস্য ফসলে আঙ্গিনা সাজে

বর্ণীল বাহার আর কত কারুকাজে

স্বপ্ন রঙ্গিন সেথা কৃষাণের মন

চষে সোনার মাঠি ফলায়ে রতন

তৃষিত জমিন হবে দেখব সফলতা

তোমাতে খুজে নেব স্বচ্ছ সজিবতা ।





আকাশের শুন্যতা হবে কি তুমি

তাকিয়ে থাকব সেথা দিবাযামি

সাদাকালো মেঘ হবে গায়ের শাড়ি

তারার প্রদিপ নেবে নজর খাড়ি

গুধুলি বেলায় তোমার বিজলি হাসি

নতুন প্রভাতে আবার উটবে ভাসি

জাগরন ও চেতনার সুর হয়ে

সেই শুন্যতা মাঝে আমি যাব হারিয়ে ।





পাহাড়ের ঝর্নাদ্বারা তুমি হতে চাও

এই বুকে নিরধিদায় হৃদয় বিলাও

যতদুর দৃষ্টি যায় , যায় যত দেখা

জগতের সব আছে তুলিতে আঁকা

হৃদয়ে হৃদয় মিশে সব একাকার

গড়ে লও স্বর্গ ভালবাসার

এস প্রিয়, ধরা দাও হে প্রেমাঞ্জলি

তোমায় লয়ে শুধুই কল্পনার রঙ জালি ।









অতঃপর শরতের একটি কবিতা

************

শরতের শুভ্রতা

***************

নীল আকাশে পুঞ্জ সাদা মেঘের বেলা

রঙ্গিন , বর্ণীল তার দৃশ্যছবি

যৌবনা নদীজলে পড়ে তার ছায়া

পাখির ডানায় আঁকা সূর্য রবি ।।

পথিকের শ্রান্তিসুধা বৃক্ষ ছায়ে

সজিবতা নিয়ে আসে নানা ফুল ,ফল

ঝিলে ফুটে শাপলা শালুক

চারিদিকে থৈ থৈ জল টলমল ।

কাশবনে বকের সারি ছুটে দূর গাঁয়

কভু বা আটকা পড়ে শিকারির ফাঁদে

জেলের জালে মাছ করে জল কেলি

কভু হটাৎ বিজলি নামে বজ্র নিনাদে ।

অপলক ভাললাগার আসে যে লগন

তাল পড়ে টুপ করে নিরব ক্ষনে

উদাস এ মন ছুটে বিশালতা খুজে

শরতের শুভ্রতা আঁকে আবীর নয়নে ।।















মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

কলমের কালি শেষ বলেছেন: এস প্রিয়, ধরা দাও হে প্রেমাঞ্জলি
তোমায় লয়ে শুধুই কল্পনার রঙ জালি ।


লাইন দুটো বেসম্ভব ভালো লাগলো...

কবিতায় ভাললাগা রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

ইমিনা বলেছেন: ওয়াও, শরৎ এর শুভ্রতা !


সবগুলো কবিতা সুন্দর। ভালো লাগলো :) :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা পড়া এবং কমেন্টে শুভেচ্ছা , ভাল থাকুন ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: চৈত্র নিশি চাদের জোছনা হয়ে
দেখিব তোমায় কত বিস্ময়ে ।।

অপুর্ব লাগলো পরিবেশ বন্ধু আপনার কবিতাগুলো
+

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য জুন । শুভেচ্ছা ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

আবু শাকিল বলেছেন: কবিতার মত ফটুখানা সেরাম :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্য সেরাম , ধন্যবাদ শাকিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.