নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

সামু কর্তৃপক্ষ এবং প্রিয় লিখিয়ে বন্ধুদের নিকট আমার উম্মুক্ত প্রস্তাবনা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২

সামু কর্তৃপক্ষ এবং প্রিয় লিখিয়ে বন্ধুদের নিকট আমার উম্মুক্ত প্রস্তাবনা ।

********

আমাদের সামু কর্তৃক আইডি কার্ড বা পরিচয় পত্রের ব্যাবস্থা করলে কেমন হয় ?

কিভাবে ভাল হয় বা আদৌ লাগবে কি ? প্রত্যকেই এ বিষয়ে মতামত দিলে

একটা সিদ্ধান্তে পৌছা যাবে ।



ব্লগারদের মধ্য নিজস্ব পরিচয় পত্র থাকলে যে কোন কাজে সেটা আমাদের সহায়ক ভুমিকা পালন করবে বলে আমি মনে করি ।



বিভিন্ন অনুষ্ঠান , রাস্টিয় কার্যবিধি , সভা সেমিনার বা গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শনে

মাঝে মাঝে পরিচয় পত্রের প্রয়োজন পড়ে ।

আর তা যদি আমাদের নিজস্ব ব্লগের পরিচয় পত্র হয় , আমি মনে করি সেটা হবে

আমাদের জন্য বিরাট একটা সাফিল্য ।

যদি সবাই মিলে চেষ্টা করি উদ্দেশ্য সফল হবে ।

এ বিষয়ে উম্মুক্ত মতামত আশা করছি ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সামুতে লাখের উপর রেজিস্ট্রেশন করা ইউজার আইডি আছে মনে হয়। এদের মধ্যে কেউ একটিভ আবার কেউ একটিভ না। কাকে রেখে কাকে দিবে। :D :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ১ম কমেন্ট এ ধন্যবাদ দেওয়ান কামরুল হাছান । জানি জটিলতা অনেক কিন্তু
যদি ব্যাবস্থা করা যায় তো , কিস্তি অনুযায়ী করতে হবে ।
মন্তব্য ধন্যবাদ ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০

এম ই জাভেদ বলেছেন: ্চেনা বামুনের পৈতার কি দরকার বন্ধু?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: জানার আগ্রহ আর কি ?

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

ডি মুন বলেছেন: আইডিয়া চমৎকার।

তবে যারা বর্তমানে এক্টিভ। আইমিন যারা গল্প, কবিতা, ফিচার পড়েন, নিজে মন্তব্য করেন, অন্যের মন্তব্যের উত্তর দেন - শুধুমাত্র তাদেরকেই আইডি দেয়ার আহ্বান জানাচ্ছি ।

=p~ =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কথা যুক্তিযুক্ত ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এটা করা যেতে পারে যাদের পোস্ট ২০০ এর উপর তাদের জন্য এই আইডি কার্ড।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর প্রস্তাবনা সেটাও গুরুত্ববহ বিবেচ্য বিষয় ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: নিজেদের মধ্যে পরিচিত হবার জন্য এটা ভালো হবে । অন্য কাজে ব্যাবহারের জন্য ঠিক উপযোগী হবেনা কারন মঞ্চ "ব্লগার" দের সর্বনাশ করেছে। ধরুন এই কার্ড কোথাও দেখিয়ে কিছু করতে চাইছেন অম্নি আওয়াজ উঠল "একটা নাস্তিক পাওয়া গেছে------------", এর পরের কাহিনী আর বলতে হবেনা।

এই কার্ড আমরা এক জায়গাতে মিলিত হলে বা সামুর অফিসে কাজে দেবে। কারন এতে ছবি ও মেম্বারের আসল নাম ,পেশা ইত্যাদি থাকবে। বাণিজ্যিক কোন কাজে এর ব্যাবহার নিষিদ্ধ হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: আইডিয়া ভাল তবে , মতামতে ধন্যবাদ ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি এই প্রস্তাবের বিপক্ষে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: সেটাও মতামত ,ধন্যবাদ ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর আইডিয়া। আশা করছি সামু রাজি হবে। কেননা পরিচয়পত্র তাদেরকেই পরিচিত করাবে বেশি।

ধন্যবাদ, পরিবেশ বন্ধুকে :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুনিপন মন্তব্যর জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.