নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

খানে দজ্জালের আবির্ভাব এবং তার আবির্ভাবের লক্ষন সমুহ ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

খানে দজ্জালের আবির্ভাব

*********

১০ টি লক্ষন দেখা দিলে জানিবে খানে দজ্জালের আবির্ভাবের সময় হয়েছে এবং

কেয়ামত আসন্ন ।

১ । পুরুষের উপর নারি কর্তৃত্ব করবে ।

২। মিথাচার , যিনা , ব্যাবিচার বাড়বে ।

৩ । এবাদত খানা সুন্দর হবে কিন্তু এবাদত কারী কমে যাবে ।

৪ । এমন আশ্চর্য কিছু ঘটবে যা মানুষ অতি সহজে বিশ্বাস করবে ।

৫ । পৃথিবীর অভ্যন্তর থেকে গুপ্ত ধন সম্পদ বের হবে যা নিয়ে মানুষ যুদ্ধ বাধাবে ।

৬। নারির পর্দা উটে যাবে ।

৭। অশ্লীল ছবি ভেসে আসবে যা ঈমান ধংশের কারন হবে ।

৮। মানুষের মধ্য মায়া মহব্বত উটে যাবে ।

৯ । মুসলিম গন বহুদলে বিভক্ত হবে এবং ভুল পথে ছুটবে ।

১০ । খানে দজ্জাল আসবে যার এক চক্ষু থাকবে কানা । যার আচানক শক্তি

পৃথিবীর সব মানুষ কে বশ করে ফেলবে একমাত্র মুমিনগণ ব্যাতিত । মুমিনগণ ইমাম মেহেদি আ এর নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে । ইশা আ চতুর্থ আকাশ থেকে নামবে এবং ইমাম মেহেদি আ এর সাথে মিলিত

হয়ে দাজ্জাল কে ধংশ করবে ।

ইমাম মেহেদি ও ইশা আ জগতে ৪০ বছর রাজত্ব করবে । ইশা আ মৃত্যুবরণ

করলে নবীজীর বাম পাশে থাকে সমাহিত করা হবে ।

পরে একমাত্র ইসলাম ব্যাথিত আর কোন ধর্ম থাকবেনা ।

ইমাম মেহেদি যুগের অবসানের সাথে সাথে মানুষ আবার আল্লাহকে ভুলে যাবে ।

জিব্রাইল আ শেষতক নামবে এবং সব রহমত উটিয়ে নেবে । পরে এবাদত করলে আর কাঁদলে আল্লাহ আর কারও দোয়া কবুল করবেনা ।



নিশ্চই জানিবে সে সময় কেয়ামতের অতি নিকটতম ।





জইনেক সাহাবি নবী পাক সাঁ এর নিকট প্রশ্ন করলেন , ইয়া রাছুলুল্লাহ সাঁ

কেয়ামত আর কতদুর ।

নবীজী তাৎক্ষনিক সূর্য ডুবছে আর আধ হাত বাকি তা দেখিয়ে বললেন এততুকু ।

মানে সূর্য উদয় থেকে সারাদিন গড়িয়ে আধহাত বাকি যে সময় তার চাইতেও

কিয়ামত কাল আরও নিকটে ।

আল হাদিস ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.