![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
দুটি পল্লী গান ।
*************
১ বিরহ
বুকের মাঝে জ্বলে অনল মুখ ফুটে সই কই কারে
মিছে ভালবাসলাম রে জনম ভরে
কত আশা ছিল স্বপন
সই তোমায় লয়ে বাধিল রে সুখের লগন
সবই এখন ভাঙ্গি গেল ,হায় সর্বনাশা ঝরে ঐ
ছিলে তুমি খেলার সাথি
চাঁদনী রাইতে হইত কতই না মাতা মাতি
এখন তুমি থাক সই গো , সেইনা বাধন ছেড়ে ঐ
কত কথা কইতাম দুজন
মাসুদমিয়া কয় সই তোমারে জানিয়া আপন
সোনার অঙ্গ হইল কালি , কেনবা রইলি দূরে ঐ
মাসুদ রানা
৯/৯/১৪
রাত ৩ ঘটিকা
২
** প্রেম
আমি দেখলাম যারে নয়ন ভরে
নিল রে প্রান টি হরে
পরান চায় গো সদা সখি দেখি তারে ২ বার
আউলা কেশ কুসুম রাঙা মুখের আভা ধল
লাবন্য তার গাঁয়ের মাঝে রূপ করে টলমল
কাজল কাল দিঘল আঁখি ভ্রমর নাছন করে ঐ
কথা কয় মধু ভরা লাজুক টুটের হাসি
বন হরিণীর মত তার চলন বলন রাশি
তাইত আমার মন ছুটে যায় ভালবাসি তারে ঐ
মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
রচনা , শনিবার রাত ১২ ঘটিকা
মিরপুর ঢাকা ।
লোক সঙ্গীত * বিরহ বিচ্ছেদ
******পরিবেশ বন্ধু
এত ভালবেসে সখি হৃদয়ে হলনা রে টাই
এখন দেখি বেলা যে বেশি আর নাই ।
বসন্ত বাতায়ন ছিল আকুল ও নয়নে
ভাললাগার স্বর্গ ছিল মোহের দর্পণে
সেই লগন খুজে তব নাহি আজ পাই ঐ
বাসনা ছিল আমায় লয়ে গড়বে বাঁধন
কত রজনী পুহায় দেইখা তৃষিত স্বপন
অন্ধকার হয়না আলো তবু মন তোমারে চাই ঐ
স্বপন ও বেলায় দিন গেল রে রঙিন
আশার আঁশে সর্বনেশে বাজিল জীবনের বীণ
এখন ভাবি ফাঁদে পড়ে কেমনে অপারে যাই ঐ
মাসুদ রানা
রছনা ৯।৪।১৪ ং
মিরপুর ঢাকা
রাত , ৩ ঘটিকা
বৃহস্পতিবার ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সুলতানা সাদিয়া , ভাললাগা এবং শুভকামনায়
ভাল থাকুন সব সময় ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: মাসুদ রানা পরিবেশ বন্ধু কাউকে বলবেন না ।;
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭
আবু শাকিল বলেছেন: আপনার পল্লিগীতি দুইটা, কোন ডিজে র কাছে দিলে কেমুন অইব চিন্তা করতাছি।
অবশ্যই ভাল লাগা জানিয়ে গেলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে নিরন্তর শুভেচ্ছা আবু শাকিল , ভাল থাকুন ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা +
কেমন আছেন ?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে প্রিত হলাম অপূর্ণ , ভাল আছি । স্মরণে শুভেচ্ছা অনেক অনেক ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
সুলতানা সাদিয়া বলেছেন: মাসুদ রানা কে? আপনি? ভাল লাগা ও শুভ কামনা রইল।