নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কল্পলোকের রূপসী

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

ছবি ইন্টারনেট থেকে /





কল্পলোকের রূপসী

**********



নিরব নিশিথে নির্জনে দুনয়ন ভরে , দেখেছি তারে

রাজ্যর বিস্ময় লয়ে সে যে হারায় গুধুলির অন্ধকারে

তার মায়াবী অধর সবুজ এক ফসলের মাঠ

এখানে ফুটে জীবনের আলো সকল বিদ্যাপাঠ ।



ফাল্গুনি ক্ষন মধুর লগন আর চাঁদের জোছনায়

এখানে প্রিতির আসর বসে তাঁর আবহ ছোঁয়ায়

কাননের ফুলে ফুলে যেমনি ভ্রমর করে মধু আহরন

তার ছোঁয়ায় ভাললাগার স্বর্গ পায় অবচেতন মন ।।



তার হরিণীর মত ছুটে চলা কোন গহন নরম ঘাসে

এনেছিল সুখ কার হৃদয়ে চকিত আঁখির ক্যানভাসে

আজি মনে পড়ে অতি সীমাহীন গন্তব্য চলা সম্মুখ প্রান্তরে

তারে খুজি জোনাকির নিভু নিভু আলোয় ,কোন এক অভিসারে ।



আজও হাতছানি দিয়ে ডাকে বিশ্রিত মাঠ , ঝাউবন ঝোপ

সবুজের অবারিত দিঘল ছায়া , বিচিত্র অপরূপ

নদীর কুলুকুলু ধবনি বহমান গাঁড় প্রকৃতির ভিড়ে

শান্ত পেল্লব ভৈরবী লাবণ্যময়ী মুখশ্রী তারে মনে পড়ে ।।



অপরূপ নীলাভ শুন্য ভাসমান অনন্ত আকাশ

বৃষ্টিস্নাত মেঘেমেঘে দেখেছি তার শরীরভেজা বৃষ্টিবিলাস

বৃষ্টি বিলাস হব খুব কাছে এস দেখব নজর করে

হৃদয় মন্দিরে রাখব তব রূপসী অতি যতন ভরে ।।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.