![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমি এলিয়েন কবি
*************
কত শত সহস্র জন্ম থেকে জন্মান্তরে
আমি আসি বারংবারে
কত চিত্ত চেতনায় আলোকবর্তিকা লয়ে
অহর্নিশ জাগি দিগ্বিজয়ে
ভাবুকের অন্তর করে জয়
ঘটে যত প্রেম পরিণয়
দিয়ে দিক দর্শন
আনি বিপ্লব গড়ি সাম্যর এক মহাবন্ধন
বিচিত্র ধরনির রূপ রস মৃত্তিকা জল
বসন্ত বাতায়নের মঞ্জুরি তরু ফল
পাখি গায় গান আমি দেই সুর
তাই বাজে প্রিয়ায় কণ্ঠে অতি সুমধুর ।
আকাশ আলোক বাধি জগতের লীলা
মহাশূন্য অভিমুন্য যত অজানা ভেলা
কল্পলোকের গল্প বাধি গড়ে কাহিনী
যুগ যুগান্তরে ধরি মেলে রচিয়া অবনী
কোথায় স্বর্গ কোথায় নরক তুলনা গড়ে
শান্তির পতাকা দেই অনেক উঁচু করে
রাজনীতি সমরনিতি যত কলাকৌশল
কবি তার কাব্য কথায় রচে অবিরল
ইতিহাস ঐতিহ্য আর সুন্দরের মাঝে
এলিয়েন কবি কাব্য সাজায় নানা কারুসাজে ।
পরিবেশ বন্ধু
১০ / ৯/ ১৪
মিরপুর ঢাকা
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ গ্রান্মা । আপনিও ভাল থাকুন ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫
এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন তো!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ।। ভাল থাকা হোক সময়ের সাথি ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতায় অনেক ভালোলাগা,
ভালো থাকবেন এলিয়েন কবি ! ++