![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ব্লগার বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন ।
************
লেখক কবি সাহিতিকগন হল পরিচ্ছন্ন সমাজের দিক নির্দেশ বা দর্পণ । ইমরান সরকার আসলে সে কোন লেখক নয় । একটা ব্লগে সে দুএকটা লিখা দিয়েছিল
তাও কতটা সিদ্ধ ছিল বিষয় বস্তু কি ছিল আমাদের দৃষ্টিগোচর নয় ।
গনজাগরন মঞ্চের নেতৃত্বে প্রথমে যারা ছিল বিশিষ্ট ব্লগার রাজিব নুর ছিল তার
অন্যতম ।
রাজাকারদের বিচার চাই শ্লোগানে যখন শাহবাগ ও সারাবাংলা উত্তাল , তখন
৭১ এর মানবতা বিরুধি অপরাধের কারন ও ইসু গুলি সবার কাছেই স্পষ্ট । ছোট বড় সবার মুখে একই শ্লোগান রাজাকারের ফাঁসি চাই । কারা কারা রাজাকার তাও
সবার কাছে স্পষ্ট কারন তারা বিচারের সম্মুখিন ।
তালিকার শীর্ষে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির নামও একসময় জ্বলজ্বল করে উটল ।
গজাগরনের ডাক যখন বাংলা ছাড়িয়ে সারা বিশ্বে তখন এ ডাকে দল মত নির্বিশেষে সবাই জানান দিল ।
কারন ইসু ছিল একটাই রাজাকারের ফাঁসি , কোন দল নাই । এতে উদ্ভুদ্য হয়ে দেশের লেখক সমাজ ছুটে গেল । গণজাগরণ মঞ্চের ডাক এক থেকে
হাজার গুন বেড়ে গেল । আজ বক্তব্য দেন বিশিষ্ট লেখক জাফর ইকবাল স্যার
তো কাল বক্তব্য দেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকি স্যার
বা বিশিষ্ট জনেরা ।
এখানে সরকার দলিও এম্পি মন্ত্রিগন ও পর্যন্ত কথা বলার সুযোগ পায়না । নিরপ্রেক্ষতার মধ্য দিয়ে একটা শক্ত ইউনিটি গড়ে উটে শাহবাগে । দিনরাত মিডিয়া গুলু তা নানা ব্যাঞ্জনায় প্রচার করে যেন বাংলার এক চিরন্তন মহা উৎসবে রূপান্তরিত হয় শাহবাগ চত্বর ।
১ম কাদের মোল্লার রায় আসে , রায়ে অসন্তুষ প্রকাশ করে গনজাগরন মঞ্চ ।
শুরু হয় আন্দোলন , নব নব কর্মসূচি ।
আন্দোলনের দশম দিনে নিজ বাসার সামনে নির্মমভাবে খুন হয় ব্লগার আহমেদ রাজিব হায়দার ।
ঐ দিন আমি শাহবাগে ছিলাম । সয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর ১০ এ রাজিব নুরের বাসায় যান এবং রাজিবনুরের পরিবারের প্রতি শান্ত্রনা ও সমবেদনা জানান । বিকাল ৫ ঘটিকার সময় তার লাছ গণজাগরণ মঞ্চে আনা হয় । তাঁর মৃত্যুতে সব ব্লগার এবং লেখক সমাজ স্তম্বিত হয়ে যায় ।
মঞ্চে এ সময় রক্ত লাল রক্ত লাল গানটি গাইছিলেন ফকির আলমগির সহ অনেকেই । আমি ভিড় টেলে মঞ্চের দিকে এগিয়ে যাই ।
ক যেন একজন এ সময় বলল রাজিব হায়দার কে নাকি এখানেই জানাজা শেষে সমাহিত করা হবে । আমি পাশের এক সতীর্থ কে প্রশ্ন করলাম এতে রাজিব নুরের পরিবারের কোন সায় আছে কিনা । তাৎক্ষনিক সে বলল গনজাগরন মঞ্চের লোকেরা রাজিব হায়দারের লাছ টি মোটা টাকা দিয়ে কিনে এনেছে ।
আমি ঐ লোকটির মুখ চেপে ধরলাম । আর ওদিকে শুরু হল চিৎকার চেচামেচি ।
লাকি মাইক ধরল শ্লোগান শুরু হল সব টাণ্ডা হয়ে গেল । মাগরিবের আযান পড়বে ঘোষণা এল সবাই জানাজার জন্য দাঁড়ানোর । অনেক সময় দাড়িয়ে কাটালাম কিন্তু দেরি কেন , জানতে গিয়ে আবারও আশ্চর্য হলাম কোন ইমাম
সাহেব রা নাকি তাঁর জানাজা পরাবেনা । কেন ? উত্তর এল যারা শাহবাগি
তারা সবাই নাস্তিক ।
একজন আল্লামা মুফতি সাহেব কে ধরে আনা হল এবং তার নিকট সমাধান
ছাওয়া হল , তিনি বললেন মুসলিম পরিবারের সন্তান হলে সে নাস্তিক নয় তার জানাজা পড়ানো যাবে ।
অবশেষে একজন ইমাম আসলেন এবং নাস্তিক উপাধি প্রাপ্ত শাহবাগি আন্দোলনের অন্যতম ব্লগার রাজিব নুর এর জন্য সবাই আল্লাহর নিকট তার
আত্মার শান্তি কামনা করলাম । মাঝ পথে চলে গেছে অনেক দিন ।
অনেক ইতিহাসের জন্ম দিয়ে , গন জাগরণ মঞ্চের মুখ পাত্র ডাঃ এইচ এম সরকার আর নিরপ্রেক্ষ রইলনা । গণজাগরণ মঞ্চ অবশেষে কয়েকভাগে বিভক্ত হয়ে গেল । মাঝ পথে পেখক রা হল নিগৃহীত জামাত শিবির কর্তৃক আখ্যায়িত নাস্তিক । আসলে এখানে নাস্তিক বলতে কেহই নাই সবি পরিস্থিতির শিকার ।
আজ সাইদির রায় হল , মনে হল রাজিব হায়দারের কথা তার শহীদ আত্মার প্রতি
জানাই লালছালাম ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , ধন্যবাদ ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৭
নীলমেঘ আমি বলেছেন: রাজিব নূর নামটা ভুল বলেছেন নামটা হবে আহমেদ রাজিব হায়দার, আপনি রাজিব হায়দারও বলতে পারেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ , সবটা নামই দেব ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩
খাটাস বলেছেন: বন্ধু করছেন কি, রাজীব নুর রে মাইরা ফেলছেন কি বোর্ড দিয়া। ঠিক করে দেন। শহীদ কিনা পরের বিষয়।
সচিত্র প্রতিবেদনে চিত্র কই ????
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: বিনা অপরাধে আততায়িয় হাতে মুসলমান মৃত্যুবরন করলে সে শহীদের মর্যাদা পায় । আলহাদিস ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগাররা নাস্তিক নয়। আপনার পোস্টে সেটা বুঝিয়ে দিলেন । দু ই একজন নাস্তিক হলে সবাই নাস্তিক হয়ে যায়না ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: দু ই একজন নাস্তিক হলে সবাই নাস্তিক হয়ে যায়না । ব্লগার রা সে সময় থেকে পরিস্থিতির শিকার । আমাদের কে লেখালেখির মাধ্যমে, সেটা যে মানুষের
ভুল ভাবনা তা মুছে দিতে হবে ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল বলেছেন । মানুষের কাছে সত্যিটা জানানোর কাজ আমাদের ই করতে হবে । আর মানুষের ভুল ও ভাঙবে । আর যারা মিথ্যে অপবাদ দেয় তাদের মুখোশও খুলে যাবে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কথা আমিও একমত সেলিম , ধন্যবাদ ।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: সব ব্লগার নাস্তক নয় । আর এসব বিষয় নিয়ে কথা বলতে আর ভালো লাগে না ।
ভালো থাকবেন ভ্রাতা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: এখনও বিষয় টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় তো তাই সচেতন থাকা ভাল ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ওয়েলকামজুয়েল বলেছেন: হা হা হা হা হা হা হা..............
গল্পটা পড়ে মজা পাইলাম।