![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
************
নবাব সিরাজউদ্দৌলার শুভ জন্মদিনে
চেতনা ফিরে আসুক সব বাঙ্গালীর প্রানে
ছিল স্বাধীন সূর্য এক বাংলার আকাশে
আজও তার রোশনাই আছে টায় মিশে
বিশ্ববুকে গৌরব কত তার উন্নত শির
রাংলা , বিহার , উড়িষ্যার অধিপতি বীর
প্রজাপালনে ছিল নবাব অতিব দাম্ভিক
ঐতিহ্য আরাম আয়েশ ছিল ভক্ত সৈনিক
মসজিদ, মন্দির গড়ে করিবারে আরাধনা
সাম্যর বাধনে এক হয়ে থাকত মানুষ জনা
লোক সংস্কৃতির আবেশ মধুময় উৎসবে
প্রজাগনে লয়ে কভু আনন্দ পেতেন যবে
ইংরেজগন তার আদেশ পদ ধুলি লয়ে
বানিজ্য কুটি বসায় এই বাংলার আলয়ে
নবাবের জয়জয়কার ছিল বারমাস
শান্তির নীড়ে উদয় মীরজাফরের বাস
ইংরেজ আর ঘষেটি মিরজাফর মিলে
বাংলার স্বাধীনতা নিস্প্রভ করে দিলে
খাস লোকেরা বীরের মত লড়াই করে
চেয়েছিল বাংলার সূর্যটাকে রাখতে ধরে
প্রাসাদ যরযন্ত্রে ডুবে বাংলার ভাগ্যতরি
নিয়তির বিধানে নবাব গেল জগত ছাড়ি
বাংলার বুক শুন্য শকুনেদের পদচারনায়
ব্রিটিশ বাসা বাধে শোষক ও বেনিয়ায়
শুন্য পড়ে থাকে বঙ্গ নবাবের সিংহাসন
জাতী চায় স্বাধীনতা করে আন্দোলন
আজও রয়ে গেছে তাঁর জৌলুস সুনাম
জানাই তার বিদেহী আত্মায় শ্রদ্ধা, ছালাম ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ , ভাল থাক অপূর্ণ ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
অপূর্ণ রায়হান বলেছেন: নবাব সিরাজউদ্দৌলার শুভ জন্মদিন ।
কবিতা ভালো হয়েছে ভ্রাতা ।
শুভ সন্ধ্যা