![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
** সে যে ঢেউ তুলে হৃদনীলে
*********** পরিবেশ বন্ধু
সে যে কোন এক লগ্নে এল হৃদকাননে
দিয়েছিল কিছুটা ভালবাসার ছুঁয়া
ভাবলুম তারে ক্যামনে যাবে পাওয়া
লাবন্য অধরে অনন্য বাহারে বাড়ায় মায়া ।
ছুটি মেটূ পথ ধরে বাসনা অন্তরে
যদি মিলে দেখা
কব কথা প্রান খুলে রঙিন স্বপ্ন দুলে
ফাল্গুনে জাল বুনি সেথায় একা ।
হেঁড়ে গলা ছেড়ে গান গাই জুড়ে
কোকিলের সুরে নিজে চুপসে যাই
দেখি কলসি লয়ে এক বালিকা এসে
খুজিল কি যেন মনে ছুট পাই ।
বাঁকা কাজল আঁখি মেলে
ঢেউ তুলে হৃদনীলে
স্মিত হাসি দিয়ে সে ওড়ায় সোনার কেশ
বনের যত ফুল কলি
তারি রূপে গেল ডলি
চারিদারে দেখি শুধুই তারি মোহিনী আবেশ
নাম কি খুকি সুধাই তারে
বাঁকা নয়নে নজর কাঁড়ে
মিষ্টি ভাষায় কহে নামখানি বসন্ত
আকাশে বাতাসে ওড়ায় পাখাসে
তার ছবি আঁকা হয় মনের ক্যানভাসে
বাতায়নে লাগে দুলা বেজায় অনন্ত ।
এম, জি, আর ,মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
রচনা ২৬/৯/১৪ং
মিরপুর ঢাকা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: প্রেমের কবিতা ভাবাতুর করে দিলো
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভাবনার মাঝে ভাবুকের মন
ক্ষনে সাজায় কভু প্রেমের কানন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৭
আবু শাকিল বলেছেন: কবিতায় ভাল লাগা