![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আবিদ হোসেন এর মোঃ শিরোনাম নিয়ে নোংরা মন্তব্য ও ভ্রান্ত যুক্তি দেয়া সদ্য পোস্টের তিব্র প্রতিবাদ জানাচ্ছি ।।
লিংক Click This Link
নামের আগে "মোঃ" যুক্ত করাটা ঠিক না ।।
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২ |
শেয়ারঃ
0 0
আমাদের সমাজের
কথিত মূর্খরা নামের
আগে "মোঃ"
(মোহাম্মদ/MD)
যোগ করে বেশ
পুলকিত বোধ করে ।
ধরেন-
একজনের নাম
মোঃ হৃদয় ।
কিন্তু তার কাজ হচ্ছে
মেয়েদের স্তনের
বোঁটা কামড়িয়ে
ছিঁড়ে ফেলা ।
কর্মের সাথে নামের
তো মিল নাই উপরোন্ত
'মোঃ' যুক্ত করতে
মূর্খের দল ব্যস্ত ।
আরে 'মোঃ' শব্দের
অর্থ কী তা
কয়জন জানে?
'মোঃ' শব্দের অর্থ
যিনি
চরম প্রশংসিত ।
এখন মেয়েদের স্তনের
বোঁটা কামড়ানো হৃদয়
চরম প্রশংসিত হয়
কীভাবে সেটা কী
নামের আগে 'মোঃ' যুক্ত
করা পছন্দকারী
কেউ জানাবেন ?
কান খুলে শোনেন,
আমাদের নবী ছিলেন
সত্যিই প্রশংসা পাওয়ার
যোগ্য তাই আল্লাহ নিজ
ইচ্ছায় তার নাম
রেখেছিলেন 'মোঃ' যার
অর্থ চরম প্রশংসিত ।
মনে রাখবেন আমরা
প্রশংসিত হতে পারি
কিন্তু চরম প্রশংসিত নই ।
পৃথিবীর আর কোনো
দেশে নামের আগে
মোহাম্মদ যুক্ত করার
এ বিদআত নেই ।
একমাত্র হুযুগে বাঙালী
মুসলমানরা এ নিয়ে
ব্যস্ত থাকে ।
অতঃপর নামের আগে
"মোঃ" যুক্ত থেকে বিরত
থাকুন ।।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
৯৭ বার পঠিত ০ ৭ ০
মন্তব্য দেখা না গেলে - CTRL+F5 বাট্ন চাপুন। অথবা ক্যাশ পরিষ্কার করুন। ক্যাশ পরিষ্কার করার জন্য এই লিঙ্ক গুলো দেখুন ফায়ারফক্স, ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার।
৬টি মন্তব্য
১-৬
১. ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯ ০
নুর ইসলাম রফিক বলেছেন: যদিও বিষয়টা অনেক ভালো।
এটা নিয়ে আমার কখনো ভাবা হয়নি।
আজ অনেক ভাবনার মধ্যে পরে গেলাম।
কিন্তু তার চেয়েও বেশী ভাবাচ্ছে আপনার নোংরা উপস্থাপন ক্ষমতা।
২. ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৩ ০
অপূর্ণ রায়হান বলেছেন: যার নাম সে তো রাখে না । নাম রাখা হয় শিশু থাকতে , শিশু পবিত্রই হয় ।
কিন্তু বেড়ে উঠে কে কি কর্ম করবে সেটা কি কেউ আগে থেকে জানে !
আপনি যেভাবেই বললেন , আপনার মাথায় নির্ঘাত সমস্যা আছে । রিভার্স খেলা আমাদের শিখাইয়েন না ।
৩. ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪১ ০
পরিবেশ বন্ধু বলেছেন: মোহাম্মদ নামের গুনে মানুষ আল্লাহর অলি হয় । ঐ নাম একবার পবিত্রতা নিয়ে পড়লে ১০ টি গুনাহ শরীর থেকে ঝরে পড়ে যায় । আর মিথ্যা ভ্রান্তি খুঁড়া যুক্তি না
দিয়ে হাদিস দলিল দিয়ে বুঝানো মুহাম্মাদ সাঁ এর বিশ্লেষণ তার নামের কদর বাড়াত , যে নোংরা যুক্তি দিলে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।।
না জেনে ভুল উপস্থাপন করা শরিয়তের বুকে কুড়াল মারার সমান ।
অনেক সাহাবাগনের সন্তানদের অধিকাংশ নামই মুহাম্মাদ রাখা হত ।।
৪. ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৮ ০
পরিবেশ বন্ধু বলেছেন: মোহাম্মাদ সাঁ কে নিয়ে ভ্রান্তি ও নোংরা দ্বারা উপস্থাপন নবীজীর প্রতি চরম বেয়াদবি ।।
৫. ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪ ০
েমা: অাবুল েহােসন (হািবর) বলেছেন: ১০০ ভাগ সহমত @অপূর্ণ রায়হা ও @পরিবেশ বন্ধু...
৬. ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯ ০
জামান শেখ বলেছেন: ভাই আপনি আসলে মুসলিম না অন্য কিছু। মুসলিম হলে মোঃ নিয়ে কটুক্তি করতেন না। অনেক মান্যগন্য ব্যক্তি তাদের নামের পাশে মোঃ লিখেছেন। যেমনঃ ডঃ মোঃ শহীদুল্লাহ, লেখক মোঃ জাফর ইকবাল, ডঃ মোঃ ইউনুস। তারা অনেকে পাকা মুসলিম না হলেও ইহা নিয়ে কটুক্তি করেননি। আর আপনি কোথাকার কে? সব ছাগলের দল।
৭. ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৩ ০
ফারুক৭ বলেছেন: আমি প্রশংসিত হতে চাই, সবকিছুতেই, আর মোহামমদ নামটি আমি পছনদ করি
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: শেয়ার
২| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া দেখলাম । আপনাদের সাথে সহমত। আরেকটা বিষয় ভাইয়া আমি এখানে নতুন তাই বুঝতেছিনা কৃতপক্ষ এইসব নোংরাপোষ্ট কেন প্রথম পৃষ্টায় রাখে ।
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: আপনার সাথে আমিও একমত এসব নোংরা পোষ্ট হতে সামু মুক্ত হোক , কর্তৃপক্ষের অবশ্যই এ বিষয়ে সদয় নজর দেয়া প্রয়োজন । ধন্যবাদ
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: গর্দভটাকে আরও কয়টা মন্তব্য করেছি , দেইখেন ।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: ও আসলেই একটা গর্দভ ।।
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২২
নাহিদ মাহমুদ বলেছেন: কিন্তু আপনার নিজের পোস্টে কি করলেন? বানান ঠিক করেন ভাই "এডিট"এ গিয়ে।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: ঐটা অরি লেখা
৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ইন্টারনেটে অনেক আবর্জনাই থাকে, এ সবকেকে গুরুত্ব দিতে নেই।
আপনিত মাহামুদুরের মত রি পাবলিশ করে এই আবর্জনা আরো ছড়িয়ে দিলেন।
নবীজির অবমাননা কে বেশী করল?
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: সংশোধন না করলে ওরা বারবার ভুল করবে ।।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
ব্লগ মাস্টার বলেছেন: লিংক শেয়ার করলে ভাল হয়