![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
/তোমায় বিহনে আমাকে আমি আজ চিনিনে
***********
রঙ বদলের দুনিয়ায় , আমাকে আমি আজ চিনিনে প্রিয়
হলুদাভ ঘাসের মত হয়ে গেছে ঝালাপালা স্মৃতির দর্পণ ,
রঙিন পাখনা মেলে আজ সেথা ওড়েনা মধুলোভী ভ্রমর
সজিব হয়না মধুর লগ্নেরা , গ্রাসে নিরবতা আর নির্জন ।
বড় সাধ ছিল মনে ,তোমার সনে চাঁদনী রাত এলে
বাতায়নে জোছনার দ্বারটুঁকু খুলে নির্মল দিগন্ত ছুঁয়ে
আনব কিছু স্বপ্নিল ফানুস , তারপর নিশাচর বিচরন
আজ মনে হয় মরীচিকা , সবই ধুয়াশা , সবি যায় ক্ষয়ে ।
কেন ? জানি মনে হয় , কোনদিন ছিলনাকো পরিচয়
অথচ জন্ম জন্মান্তরের বাধনে আমাকে ঘিরে একি খেলা
কেটে যায় শুন্যতা , কত প্রহরের কুহেলিকা , কলগুঞ্জন
মনে হয় সব ফেলে সব ভুলে প্রিয় নিকটে আসিবার বেলা ।
যেদিনটুকু চলে গেছে কান্ত পথিকের ঘুমের আড়ালে
তারে, খুজিবারে হন্য হয়ে আরও কত যে লগ্ন করেছি পার
মিছে মোহে ভেসে ছুটেছি অন্ধকারে জানিনে সে কি মায়াবিনী
রঙিন একটি ভোরে নহে রব কভু দূরে চাই প্রিয় দেখা আবার ।
তোমার বিহনে কত পথ ভুলে অজানারে গেঁথে গলে মালা
এস সখি এস ফিরে আজি শুধুই অশ্রুনীড়ে , দেখি তুমিও একেলা ।।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: কেন ?
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা রইলো।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২০
অপূর্ণ রায়হান বলেছেন: কেমন আছেন পরিবেশ বন্ধু ভ্রাতা ?
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল , ধন্যবাদ অপূর্ণ ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২১
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে বন্ধু ।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাললাগায় , স্বাগতম ।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর । +
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু , ভাল থাকুন ।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা.......
বন্ধু আড্ডা হবে নাকি আজ....... মিরপুর ১০ এ চলে আসেন ৭।৩০ মিনিটে.....
এসে কান্ডারি অর্থব কে ফোন দিয়েন.......
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: টাইম অভার বন্ধু , আড্ডার শিরোনাম খুজে পাচ্ছিনা , কাণ্ডারি অরথব এর
মোবাইল সব সময় বিজি দেখায় , আর পারিনা ভাল থাক এ ,সাবির ।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৮
খেলাঘর বলেছেন:
কেন পরিবেশ কাঁদছে?
৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: কাদছি না
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৮
খেলাঘর বলেছেন:
আর কত?