![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বন্ধুগন এস আড্ডায়
আড্ডা প্রস্তাব ঃঃ এহসান সাবির ।।
বিষয় ঃ সামুর
উম্মুক্ত কথা নির্ভেজাল বন্ধুত্ব ।।
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: জনাব আবু শাকিল কে আদ্দাস্থলে আসার জন্য প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি । বন্ধুত্ব আসলেই ম্লান হয়ে যায়না যদি সেটা খাঁটি থাকে । আর সামু ক্ষণকাল
তবুও সামুকে কৃতজ্ঞতা, তার মাধ্যমেই না আমাদের বন্ধুত্বের বাধন , ধন্যবাদ ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১
লিটল হামা বলেছেন: আপ্নাকে আমি ভয় পাই। সেই যে ল্যাবের কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়া সামু ধসায় দিতে চাইসিলেন, সেই থিকা।
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: ভয় পান , হা হা হা আমিও কিন্তু কাউরে ভয় ভাঙ্গাইনা
৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪২
এহসান সাবির বলেছেন: হাজির!!
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু অরথব কে কোথাও খুজে পাচ্ছিনা , বিশেষ ব্যাবস্থা নেওয়া ছাড়া আর কোন ;;;;;;;
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪
এহসান সাবির বলেছেন: বন্ধু পোস্ট দিয়ে নিজেই গায়েব....
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু পোস্ট দিয়ে নিজেই গায়েব....
হা হা হা যথাসুময়ে হাজির । বন্ধু
বিহনে দুঃখের গলাজলে সাঁতরাই
হায় কথা বিনে কেঁদে কেঁদে
বানিছি চোখ দুটি মধুমতি আত্রাই ।। আর ছব কনে গেল ঃঃঃঃ
৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
বন্ধু কেমন আছেন? আড্ডা কি সারা রাত হবে?
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছি স্নিগ্ধ শোভন । নিশ্চই তুমিও ভাল আছ , ইদানীং সামুতে কম কম
আসি , আর সবেমাত্র শুরুতেই ভয় পাইছ নাকি ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯
এহসান সাবির বলেছেন: অর্থব ধরে দেব... একটা ডলা দিয়ে দিয়েন তো..
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: কেমতে এহসান সাবির )
আসলে এতদিন যাবত আমরা ব্লগিং করছি অথচ আমাদের মোবাইল নাম্ভার
কারও নিকট সেভ নাই । প্রস্তাব আসতে পারে আমরা যারা ঢাকায় তারা কেমনে অতি সহজে একে অন্যর সাহায্য দ্রুত এগিয়ে আসতে পারি ।।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
এহসান সাবির বলেছেন: @ শোভন.. আড্ডা সারা রাত না শুধু.... ৪/৫ ধরে চলবে
তবে আমি মুভি দেখতে গেলাম...
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: এহসান সাবির শোভনের প্রতি
উত্তর
৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১
প্রবাসী পাঠক বলেছেন: আড্ডায় হাজিরা দিতে আসলাম। কিন্তু এই আড্ডার উদ্যোক্তাদের বিশাল একটা মাইনাস দিলাম। আড্ডা দিতাছি সামুতে আর ব্যানার ঝুলাইছেন অন্য কারো।
------------------------------------------
মাইনাস টু দ্যা পাওয়ার ইনফিনিটি
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: টুইন অয়ান বন্ধু , কথাগুলু নিউজ এ যাবে তো তাই আমিও লগে আছি!
৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: হেই ম্যান , হোয়্যার ইজ দ্যা চা পানি !
এই আড্ডা মুই ন' মানি !
পুলাপাইন পাইছে কি !
ইয়ার্কি ফাইজলামি নাকি !
ঢিসুম ঢিসুম
ধুমা ধুম
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: আররে ব্লগে সিনামার লোক , বসতে কোঁথায় দেই
তা চাপান করতে ঘুমায়া যান অটুঁমেটিক ছব মিলবে , দেইখেন আবার
বালিশ খাম্রাইয়েন না ।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯
পাজল্ড ডক বলেছেন: আসলেই তো বাংলা নিউজ আসলো কোথ্থেকে!!
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ওরা ছব কি বিদেশি । কেমুন বিদেশি বিদেশি গন্ধ পাচ্ছি
১১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: বাংলা নিউজরে আগে খেদান , ফুল লতা পাতা জাতীয় কিছু একটা দেন । নাইলে কিন্তু ব্লগ আমার ল্যাবের ইঞ্জিনিয়ার দিয়া হ্যাক করামু
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: খাইছে ঘরে ঘরে কম্পু ইঞ্জিনিয়ার , আড্ডার সিকিউরিটি ব্যাবস্থাপক তোরা কই আমারে ধর , মাথায় পানি দে হ্যাকু হ্যাকু কুক কুক
১২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: অপূর্ণ দার সঙ্গে একমত। আগে এই বাংলা নিউজ এর ফটুক দূর করেন।
আর সাবির ভাই, আড্ডার প্রস্তাব কইরা কই গেল??
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬
পরিবেশ বন্ধু বলেছেন:
প্রবাসী পাথক বলেছেন , আর সাবির ভাই, আড্ডার প্রস্তাব কইরা কই গেল? বালিশ থেকে বালিশে নাকি কোন শালিশে
খপর দিমু পুলিশে
মোর চোখ ডুলিশে ।।
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০০
অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা @সাবির , মুপি দেখতে গেছে !
আড্ডা দেওয়ার কথা বইলা উনি মুপি দেখে ! উনাকেই মুপি বানিয়ে দেওয়া হোক
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
পরিবেশ বন্ধু বলেছেন: সাবির দেখে মুপি
ইয়া ঝাকানাকা ঝাকানাক
খপর যদি না থাকে
দেব নাকি ছুঁড়ে হাক , সাঁ ____________বি-------র
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯
পাজল্ড ডক বলেছেন: হ্যা। ইনটারেস্ট আছে নাকি বন্ধু
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: সে আবার কি ? ঘুম ভাঙ্গানোর গান
তুথু থু থুত্থু তারা
চশ্মা ছাড়া যায়না পড়া
এখন সবাই ঘুমের মড়া
মগজে শুধু কেরাবেরা
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
বন্ধু ঘুম পাইতেছে এক মগ চা হবে? এক মগ চা!!
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: চা , সেই যে কনে থাইকা এক মগ চা লই চাইই আছি সাবিরের মুপি দেখা শেষ অয়নাই , টাণ্ডা অই গেছে যাউকগা এইডাই ফ্রিজ থাইকা ঘরম কইরা পাঠানোর ব্যাবস্থা হবে , এখন শুধু ধর্য
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩
প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাইকে - "হ্যাপি নিউ ইয়ার" মুভিটি দেখার শাস্তি দেয়া হোক।
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: প্রবাসী পাঠকের উদ্দেশ্য কার্যকর করার নিম্মিত্তে মুপি টি বারংবার কিস্তি করে
দেখার জন্য সাবির কে বিশেষ ;;;;;;;;;;;
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
সাজিদ ঢাকা বলেছেন:
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: সাজিদ ঢাকা বলেছেন:
আমরাও কেন একমত হইবনা তাহাই ভাবিবার বিষয়
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
উড়ে যাক এই ঘুম আমার.... :-<
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: উড়ে যাক এই ঘুম আমার.... :-<
এত সুন্দর ঘুমিও কুবতে কার না ভাল লাগবে
আহারে কি আনন্দু আক্রাসে বাত্রাসে
১৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১
মামুন রশিদ বলেছেন: রাত জাইগা আড্ডা মানিনা
৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০১
পরিবেশ বন্ধু বলেছেন: আড্ডা মানিনা , মানতে হপে
শিত আসার অগ্রেই মামুন রশিদ হিমে কাঁপে
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯
আবু শাকিল বলেছেন: সামুর উন্মুক্ত কথায় মত না ও থাকতে পারে।
বন্ধুত্ব থাকবে