![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমি কবি
ঁঁঁঁঁঁঁ
আমি কবি হতে আসেনি
কবি হয়েই জন্ম আমার
বিধাতা দিয়েছে যে দর্পণ
তাতেই দূর করি অন্ধকার
অসীমের যত রহস্য ঘেরা
শানিত বিবেকে করি উদ্ঘাটন
ফলাই কত শব্দের জোছনা
আসে জ্ঞানের মস্ত বিচ্ছুরন ।
জগতের যত জানা অজানা
ভিত্ত বৈভব কাহিনী ইতিহাস
সুনিপন ফুটে লেখনির দ্বারায়
আমার মাধ্যমেই কাব্য চাষ ।
সমাজ ধর্ম মানুষের মিলনে
কবি এক সভ্যতার আলো
যুগে যুগে তমাসাব্রিতা নাশে
দেখায় পথ নির্দেশ ভালো ।;
আজ আমরা কেন নিগৃহীত
দাও সকল মাঝে পরিবেশ
কবি তার কাব্য সাজায়ে
দেবে নবপ্রজন্মের দিক নির্দেশ ।
০৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ভাল থাকা হোক সব সময়ের সাথি ।
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১
খেলাঘর বলেছেন:
কবি হয়ে কেহ জন্মে না।
অর্থহীন ছন্দ মিলালে কবিতা হয় না।
০৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: কি বুঝলেন , আমার মধ্য যদি কবিত্ব
আমি আর কবি কি আলাদা সত্ত্বা ।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫০
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় । +
০৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভকামনা ।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন বন্ধু
ভালো থাকবেন ।
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ রায়হান সতত শুভেচ্ছা
৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২
ডি মুন বলেছেন: কবিতা নিঃসন্দেহে চমৎকার।
তবে অনেকগুলো বানান ভুল হয়েছে। এ বিষয়ে কবি আরো সচেতন হবেন বলে আশা করব।
শুভেচ্ছা সবসময়
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু কমেন্টে আন্তরিকতা রইল ।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯
লেখোয়াড় বলেছেন:
একটি অনন্য উচ্ছতার কবিতা লিখেছেন, সচরাচর এমনটি চোখে পড়ে না।
আপনার ভিতর তো অনেক বড় কিছু লুকিয়ে আছে, সেগুলিকে এভাবে বের করে আনুন, পরিবেশ বন্ধু।
শুভসকাল, ভাল থাকুন।
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: আপনার ভিতর তো অনেক বড় কিছু লুকিয়ে আছে, সেগুলিকে এভাবে বের করে আনুন, পরিবেশ বন্ধু।
সুন্দর বলেছেন । আপনিও ভাল থাকুন সব সময় ।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: কটি শিশুতুষ ছড়া কবিতা ।
*************
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: শিশুতুষ ছড়া কবিতা
*********** পরিবেশ বন্ধু
ভাবনা
**********
হতে চাই তারা , হতে চাই চাঁদ
আকাশেই ঝুলে থাকা ছিল মনে স্বাদ
হতে চাই শিশির হতে চাই পাখি
জাগিয়ে দেবার সাধ খুব ভোরে ডাকি ।
হতে চাই পাতা হতে চাই ফুল
গাছের ডালে ঝুলে খেয়ে নিত্য দুল ।
হতে চাই মাঠ হতে চাই ঘাস
আমায় নিয়ে করত খেলা মুক্ত বাতাস ।
কত যে ভাবনা তাই মনে ধরে
কেন বুঝিনা সবই চলে আমাকেই ঘিরে ।
প্রথমে শিখব
*********
সুন্দর কথা বলা শিখব
মধুর ভাষায়
আদব কায়দা সব জানব
বিদ্যা শালায় ।
পিতা মাতার কথা শুনব
ভক্তি ভরে
গুরু জনের কথা মানব
যতন করে ।
শিশুমন
*************
কত যে কুসুম কুমল শিশুদের মন
মায়ের কুলে দুলে যেন মানিক রতন ।
স্নেহের পরশে হাসে কচি সোনা মুখ
তাই দেখে সকলেই পায় বড় সুখ ।
জগতের আলো ছায়া হয় তার খেলা
কত স্বাধীন ভাবে কাটে তার বেলা ।
যা দেখে তাই সে কচি মনে গাঁথে
আধু আধু বুলি ফুটায় সাথে সাথে ।
শিশুগন অতি পবিত্র তারা নির্মল
সমাজ এর দর্পণে গড়ে জীবন ফসল ।
তাই শিশ গনের সুন্দর মনন গড়ি
এস দেই পরিবেশ স্নেহ মমতা ভরি ।
দেখব আমি অনেক কিছু
*************
সাধ জাগে মনে
গগণে গগনে
উড়ে উড়ে
যাব বহুদুরে
পাড়ি দিয়ে সিমানা
জয় করে অজানা
দিক দিগন্ত ছুটে
অনেক মজা লুটে
সপ্ত আকাশ দেখে
আলো ছায়া মেখে
রহস্য জয় করে
আসব আবার ফিরে ।।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: [email protected]
ভ্রম বিলাসে লেখা আহবান ২০ তাং ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
আবু শাকিল বলেছেন: সুন্দর কবিতা