![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সুপ্রিয় সামুর সকল লিখিয়ে এবং পাঠক বন্ধুদের জানাই অশেষ আনন্তরিকতা এবং শুভেচ্ছা ।
১৯ শে ডিসেম্ভর ৬ ষট বাংলা ব্লগ দিবস ।
স্থান <> ঢাকা বিশ্ববিদ্যালয় । আর সি মজুমদার হল মিলনায়াতন ।
যারা অংশ নিতে আগ্রহি
এবং ব্লগ দিবসের নানা রকম মজায় অংশ নিতে ইচ্ছুক
তাদের নিকট থেকে মুক্ত মতামত
আশা করছি ।
বন্ধুরা এস অনলাইনে বসে এর কর্মপরিকল্পনা
এবং সামু কর্তৃপক্ষের উদ্যুগ কতটুকু চলমান জেনে নেই ।।
এ বিষয়ে যে কোন প্রশ্নের উত্তর জানা যাবে এবং সামু কর্তৃপক্ষের নিকট
জটিল বিষয় গুলুর সহজ সমাধান আশা করব ।
কি বন্ধুরা তাহলে হয়ে যাক
মুক্ত আড্ডা ।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: প্রবাসী পাঠক বিগত বাংলা ব্লগ দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়েছে
এবার সামুর ব্লগ টিম কি সিদ্ধান্ত নেবে সেটা আমারও জানার বিষয় । ধন্যবাদ
২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: গতবার আপনারে দাওয়াত দিয়েও পাইনি । এবারেও সিলেটের ব্লগডে প্রোগ্রামে আপনে প্রধান অতিথি । সিলেটের প্রোগ্রামে আমরা বন্ধুকে চাই ই চাই । প্রয়োজনে পালকি পাঠিয়ে দেয়া হবে
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক সুখি হলুম মামুন রশিদ এর সিলেট আমন্ত্রণে । গতবার আমাকে নিয়ে
এত টানাটানি ছিল যে আমি কোথাও যাইনি ,
উলটু আমার আমন্ত্রনে সবাই মিরপুর ১২ তে চলে এসেছিল ।। তবে আদি ঐতিহ্যবাহী পাল্কিতে চড়তে আমার কোন অসুবিধা নাই ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: চলে এসেছি , বন্ধু ।
আলোচনা শুনতে
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: আলোচনা মামুন রশিদ এর নেমন্তন্ন রাখা যায় কি , তাও পালকি র বাহন
অপূর্ণ তার দাওয়াতে যাওয়া যায় কি ?
৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
শাহ আজিজ বলেছেন: হ্যাঁ, একটা কিছু করা দরকার । অপেক্ষায় থাকলাম আরও বিস্তারিত জানতে।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আজিজ ভাই আমাদের সাথে থাকার জন্য
৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
আবু শাকিল বলেছেন: আলোচনা চলুক।
সাথে আছি
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ ডে নিয়ে আসলে কারও মাথা ব্যাথা নেই , থাকলে জানান দিত ।সাথে থাকার জন্য
ধন্যবাদ আবু শাকিল ।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: মামুন ভাই সন্দেহজনক কথাবার্তা বলছেন ! পালকি বলতে তিনি কি বুঝিয়েছেন ? কফিন টফিন না তো আবার !!!! :-& :-& :-& :-&
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: সেটা হলেও মন্দ নয় একভাবে পুঁছলেই চলবে
তয় মামুন রশিদের
বিয়েতে সে গিয়েছিল সম্ভবত পালকি দিয়ে এইজন্য সবাইকে একই চান্স দিতে আগ্রহি ।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯
এমএম মিন্টু বলেছেন: ভাই শুভেচ্ছা ও শুভকামনা থাকলো ৪২০ নম্বর ফোর টুইয়েন্টি ব্লগারের পক্ষ থেকে
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ফোর টুইয়েন্টি ব্লগার আমাদের সাথে থাকার জন্য ।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯
তুষার কাব্য বলেছেন: আলোচনা চলুক। আমিও চলে এলাম বন্ধু....
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , , +
৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
হাওডি প্যাল ?
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: মুন অনেকদিন পর , তা মুড দেখে ভালই মনে হচ্ছে । ব্লগ দিবস এসে গেল
যে বন্ধু আর কটা দিন , কিভাবে যাবু চিন্তায় আছি ।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫
খেলাঘর বলেছেন:
১৬ই ডিসেম্বর বিজয় দিবস; ওখানে আর কোন দিবস কেহ ঢুকাতে চেস্টা করছে কোন ইডিয়ট?
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ৩৬৫ দিন যদি কোন না কোন দিবস হয় তাহলে আমাগো ব্লগ দিবস নিয়ে মন্তব্য কারিকে ইডিয়টের উপরে স্থান দিতে হবে
১১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭
খেলাঘর বলেছেন:
১৬ই ডিসেম্বর বিজয় দিবস; হয় পালন করুন; না হয় ঐদিনকে অন্য কোন নামে পালন করতে পারবেন না।
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১
পরিবেশ বন্ধু বলেছেন: খেলাঘর কি আমাদের বিজয় দিবস টি চিন্তাইয়ের আশংকা করছেন । নো প্রব্লেম ব্যাবস্থা নেওয়া হবে ।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪
এহসান সাবির বলেছেন: বন্ধু......
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু জানান দেয়ার জন্য
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এবার ব্লগদিবসের কোনো কর্মকাণ্ডের বিস্তারিত নিয়ে কেউ কোনো পোস্ট করেছেন কিনা জানা নাই।
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আমারও একই কথা । দেশের রাজনৈতিক প্রভাব এবং সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা টিক থাকবে কিনা সেজন্যই একটু সিক্রেট । দেখা যাক কি হয় ভাল
থাকেন ।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩১
সুফিয়া বলেছেন: আমরা যারা সামুতে নিয়মিত ব্লগিং করি সবার একটা কাংখিত দিন এটা। সবার সক্রিয় অংশগ্রহণ এই দিনটিকে সবদিক থেকে সাফল্যমন্ডিত করে তুলতে পারে। এজন্য অবশ্যই বিস্তারিত পরিকল্পনা দরকার। সময় তো খুব বেশী দূরে নেই। এখন পর্যন্ত সামুর পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারছি না আমরা। তাছাড়া বিভিন্ন মিডিয়াতে এই দিবসটির ব্যাপক প্রচার-প্রচারনা দরকার। সেটাও হচ্ছে না।
এদিকটায় সামুর দৃষ্টি আকর্ষণ করছি।
৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: আপনার বক্তব্য সুনিপন । তাছাড়া বিভিন্ন মিডিয়াতে এই দিবসটির ব্যাপক প্রচার-প্রচারনা দরকার। সেটাও হচ্ছে না। সামু কর্তৃপক্ষ মাত্র ব্যানার আহবান
করে নোটিশ দিল ।
ভবিস্যতব্য কার্যক্রমের আপডেট অবশ্যই দ্রুত সামু ব্লক টিমের নিকট থেকে
আশা করি । সাথে থাকার জন্য ধন্যবাদ ।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২২
ডট কম ০০৯ বলেছেন: এই ব্লগ ডে তে আমি আপনার মত ব্লগ সেলেব্রেটির সাথে একটা
সেলফি তুলতে চাই।
৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: সাথেই থাকুন ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২
প্রবাসী পাঠক বলেছেন: স্থান << ঢাকা বিশ্ববিদ্যালয় । আর সি মজুমদার হল মিলনায়াতন ।
এটা কি ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নাকি পরিবেশ বন্ধু।