![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সাম্যর গান গাই
********
দেশের মানুষ শান্তি চায়
_____ নহে সহিংসতা গৃহযুদ্ধ
স্বাধীনতা ভুগ সবাই চায়
___ কেন ? হানাহানি মানবতা প্রশ্নবিদ্ধ ।
একই জাতী , আছে সবার
___কথা বলার অধিকার
ন্যায়দণ্ড সবার জন্য সমান
_____ পাক সকলেই ন্যায়বিচার ।
বাঙ্গালী ঐতিহ্য মাথা তুলুক
___নান্দনিক সগৌরবে
চাই শান্তি ও সম্প্রীতি
____ নবনব মিলন ও উৎসবে ।
শহীদের রক্তের মুল্যায়ন চাই
_____ সেবা , উন্নয়ন একতায়
এস মিলে মিশে দেশ গড়ি
____ সার্বভৌম এ বাংলায় ।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , ভাল থাকা চাই ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।
ভালো থাকবেন বন্ধু