![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
লজ্জাবতী বালিকা
বালিকা তাকালে হায় এমন লাজুক মেলে আঁখি
হরণ করে নিলে এ হৃদয়
___ যেন তার সাথে কত জনমের মাখামাখি ।
আকাশে তখন ও বিকেলের আবছা কিরন
ধরনির বুকে বিলিয়ে দেয় আলো
____আর সেই আলোয় উদ্ভাসিত হয় তার কমনীয় বধন ।
নদীর তীর ঘেঁষা ওই পথটারে ভুলে
কি যে আবেশে মোহের এক ঠানে
_____মিশে রইলাম তার খেয়ালে ।
তারপর দিনযায় ক্ষন যায় , শুন্য সময়
দেখি তরু পল্লব ,দেখি বটের ছায়ে বসা ক্লান্ত পথিক
___ আবছা তন্দ্রায় ভাসে সেই বালিকার হেঁয়ালি প্রনয় ।
তার মিষ্টি হাসির ঝংকার উদাস বেলায় কানে বাজে
যখন কথা কহে দূর থেকে নড়ে তার নাকের নুলুক
____আহারে লজ্জাবতি বালিকা তোমায় কত দেখি অপরূপ সাজে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু পাঠ ও কমেন্টে , ভাল আছি । শুভকামনা ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৪
আবু শাকিল বলেছেন: ভাল লেগেছে
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লেগেছে জেনে উৎসাহিত হলাম বন্ধু
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: লজ্জাবতী বালিকা ভালো লাগছে । ফডু কই?
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , ফটূ যুক্ত হবে ।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২
মাহবু১৫৪ বলেছেন: +++
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু অনুপ্রানিত হলাম ।।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কবি সেলিম । কেমন আছ ?
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩
লিরিকস বলেছেন: ঐ ছবিটা কে একেছে? ক্লিয়ার নাতো
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ক্লিয়ার ছবি দেব , ধন্যবাদ লিরিক্স
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২০
অপূর্ণ রায়হান বলেছেন: বন্ধু, লজ্জাবতী বালিকার কবিতা ভালো লেগেছে। +
কেমন আছেন?
অনেক শুভকামনা