![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
স্বাধীনতা আজও শিখল বন্ধি
************ পরিবেশ বন্ধু
কোথায় অধিকার , কোথায় মুক্তি
কোথায় মানুষের স্বাধীনতা
পুলিশের গুলিতে আজও কেন ? দুরন্ত কিশোর লাছ হয়
আজও অশান্তি দুর্ভোগের কবলে পড়ে জনতা ।
তাহলে এদেশে এখনও ৫২ , ৬৯ বিদ্যমান
স্বাধীনতা অর্জনের পূর্বে ব্রিটিশ তারপর পাকিস্থানিরা ছিল বর্বর
ওদের খুন রাঙ্গানো হাত নিশপিশ করত বাঙ্গালী নিধনের জন্য
কত তাজা তাজা প্রান রক্তে রঞ্জিত হত বাংলার প্রান্তর ।
আজও বাঙ্গালী প্রতিনিয়ত নিগৃহীত বেয়নেট বন্ধুকের সেলে
এজন্য তো ৩০ লক্ষ শহীদ দেয়নি জীবন
আজও মানুষের প্রকৃত স্বাধীনতা আসেনি
পাকিস্থানিরা উঁচু পদ আর ক্ষমতায় সব অধিকার করত হরন ।
আর বাঙ্গালীর কপালে জুটত ঘৃণা আর পরিহাস
এখনও কি তাই নয়
ক্ষমতার দম্ভে একদল আরেকদল কে করছে নাজেহাল
মিথ্যাপ্রহসনে জেল জরিমানা আর জনগণ ভুগের পন্য সব সময় ।
সাধারন গরিব যে মেধাবী ছাত্রটি আজ দাঁড়াবে মাথাতুলে ,
তার পায়ের নিচে নেই মাটি কারন সে মোটা দলের কেউ নয়
নারির সম্ভ্রম লুটছে একদল হায়েনা নেই তাদের প্রকৃত বিচার
খুন হচ্ছে স্কুল শিক্ষক ,কলম সৈনিক আর সাধারন মানুষ জাগে মনে ভয় ।
ম্যানহুল খোলা থাকে এতে পড়ে মারা যায় শিশু
আজ তারও স্বাধীনতা খর্ব ভেসে উটে ভয়ার্ত প্রহর
সত্যকথা লিখবে গণমাধ্যম আজ তাদের উপরেও যুলুম
কণ্ঠরোধ করে রাখে ক্ষমতাধর ।
আইন এখন হাতের পুতুল , ধর্ম ও সমাজ আক্রান্ত , সভ্যতা কুলুষিত
ন্যায় আর মূল্যবোধের বড়ই অভাব নেই সমাজপতিদের কোন সন্ধি
আজ আমি আমার বাক স্বাধীনতা হারিয়ে স্থবির
হে বাঙ্গালী মহান স্বাধীনতা আজও শিখল বন্ধি ।।
০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২১
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে তাই সত্য , কমেন্টে ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩
সুমন কর বলেছেন: আজ আমি আমার বাক স্বাধীনতা হারিয়ে স্থবির...........
ঠিক বলেছেন, কবি।