![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বিশেষ সুচেনা সাহিত্য সংখ্যা
সাম হয়ার ইন ব্লগ কাব্য সংকলন সমুহ একসাথে ।।
************
সুপ্রিয় সুধী , সময় চলে যায় আর মানব সময়ের শ্রূতে ভেসে জীবনের বাস্তব কিছু
অনুভুতি কিছু কথা জমা রাখে স্মৃতির দর্পণে । তেমনি উন্নত যুগে বাংলা ভাষা ভাষিদের জন্য এই ব্লগ সময়ের এক যুগান্তকারী বিপ্লব । এখানে আমরা প্রতিনিয়ত ফলাই ভাষার ফসল । আছে আনন্দরস , মতবিনিময় , আছে সাহিত্য শিল্পকথন ,
লোকজ সামাজিক,রাজনৈতিক , অর্থনৈতিক সহ সমাজের নানা চিত্রের এক মহাসম্ভার । এখানে শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের সব পেশার মানুষ স্বাধীন ভাবে তাদের আপন আপন মনোজগৎ করছে আলোকিত । সারাবিশ্বের প্রায় ২ লক্ষ মানুষ আজ সামুতে নিয়মিত / অনিয়মিত ভাবে জড়িত ।
জানাই সাম হয়ার ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে নববর্ষ ২৯১৫ ং
শুভেচ্ছা ।।
আমি সামু সাহিত্য পত্র সুচনা সংকলন এর কাজ করার ঘোষণা দিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়নি ।।
তাই সবার নিকট আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ।। সবাই ভাল থাকুন
শুরু হোক সবার নব পথচলা ।।
**********************
<><ম>এস সাম্যর গান গাই
কাধে রেখে কাধ
এস শান্তির নিশান ওড়াই
ভেঙ্গে সকল বাধ ,।,।
<><><><><><><><><><><><><><><><><><><
একুশে বইমেলায় বের হচ্ছে আমার কবিতার বই *** মেঘ বালিকার দেশে ।।
এক রঙ্গা প্রকাশনী ।।
তত্ত্বাবধানে নীল সাধু
<><> বই এর মোড়ক উম্মুচন করবেন , বিশিষ্ট শিক্ষাদিদ ডঃ আনিসুজ্জমান সাহেব ।।
বই প্রকাশে ২১ শে স্টলে সবাইকে শুভ অভিনন্দন ।।
<><><><><><><><><><><><><><><><><><><
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ অতন্ত্র
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
আবু শাকিল বলেছেন: শুভ কামনা রইল।
বইয়ের দাম কত রেখেছেন
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে ধন্যবাদ , বইয়ের দাম এখনও অজানা ।।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১
কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা রইল অশেষ ।
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু শুভকামনা ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: মেঘ বালিকার দেশের সফলতা কামনা করছি ।
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কবি ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: কোন সমস্যা নাইক্কা কবি
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শোভন ।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
তুষার কাব্য বলেছেন: শুভ কামনা রইল ।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য শুভকামনা ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
মহান অতন্দ্র বলেছেন: শুভ কামনা রইল ।