![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সূরা কাহফ্ ১৮:৫৬ আয়াতঃ
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنذِرُوا هُزُوًا
অর্থঃ আমি রাসূলগনকে সুসংবাদ দাতা ও ভয় প্রদর্শন কারীরূপেই প্রেরণ করি এবং কাফেররাই মিথ্যা অবলম্বনে বিতর্ক করে, তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেয়ার উদ্দেশে এবং তারা আমার নিদর্শনাবলীও যদ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয়, সেগুলোকে ঠাট্টারূপে গ্রহণ করেছে।
এভাবে পেত্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা ইসলাম নয় । কোন ধর্ম গ্রস্থে এটা
সাপোর্ট করবেনা ।।
৩০ দিনে এ পর্যন্ত মারা গেছে ১০৩ জন । আহত কয়েক শ । গ্রেফতার কয়েক হাজার । জনজীবন স্থবির । দেশে অর্থনৈতিক ধস ।
******
সরকার সন্ত্রাসী কার্যক্রম টেকাতে নির্ভর করছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর । দিচ্ছে গুলি করে সন্ত্রাস টেকানোর নির্দেশ ।।
এটা গৃহযুদ্ধের নামান্তর , উচিৎ আলোচনার টেবিলে এ সমস্যার সমাধান ।
এস এসসি ও অন্যান্য পরিক্ষা বিগ্নিত ।বিগ্নিত সাধারন মানুষের জানমালের
নিরাপত্তা ।।
এভাবে আর চলতে দেয়া যায়না ।
বর্তমান প্রেক্ষাপটের আলোকে ২ টি কবিতা
হুঁশিয়ার বাঙালী
****** পরিবেশ বন্ধু কবি
রক্তে লাল বাংলা , চলে সর্বনাশের খেলা
চারিদিকে অগ্নিদহন
পুড়ছে মানুষ পুড়ছে বাহন
অন্যায় আবরণে বইছে হিংশ্র বেলা ।।
নামল বুঝি বাংলার বুকে বায়ান্ন , একুশ
আজ আতংকিত নিরপরাধ
চারিদিকে মৃত্যুর ফাঁদ
কে মারে আর কারা মরে কারবা হয় দুষ ।
সন্ত্রাসিদের এ প্রহসন অরক্ষিত স্বাধীনতা
কিসের লাভে মিথ্যার লড়াই
জানমালের নিরাপত্তা নাই
এসব থেকে মুক্তি চায় বাঙালী জনতা ।
ওদের হাতে ধংশ নিশান
*************** পরিবেশ বন্ধু
আর কবিতা লেখার ব্যাঞ্জনা পাইনা খুজে
শব্দেরা যেন রক্তলাল সাজে
ভেসে উটে প্রতিনিয়ত পুড়া মানুষের মুখ
বেদনায় ভারী হয় বাংলামায়ের চোখ ।
স্মৃতি ভাষা সংগ্রামের শহীদ মিনার
নিরব সাক্ষি আজ দেখে হাহাকার
মাঠে ময়দানে হিংশ্রতা মরে জনতা
হায় রে কুহকিনী ক্ষমতা
আর কত বলি হবে মানুষের তাজা প্রান
কি অপরাধ ওদের কেন ? এ নির্যাতন ।
স্নোংরা এ রাজনীতি লীন করে স্বাধীনতা
ওরা পশু ওরা পাষাণ ধংশ আজ মানবতা ।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামী কথা মিথ্যা অপব্যাখ্যা দিয়ে যারা এসব করে এরা মৌলবাদ । এরাই জাহেল ।।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫
ডিজ৪০৩ বলেছেন: বোমাবাজরা কোন সূরা দিয়ে বলেন একটু জানালে উপকৃত হতাম ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: বিভিন্ন সুরায় জিহাদের কথা লিখা আছে । জিহাদ ধর্ম এবং দেশ রক্ষার জন্য কিন্তু বর্তমান জিহাদ ক্ষমতায় যাওয়ার জন্য ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
সুপ্ত আহমেদ বলেছেন: ভালোই বলেছেন। এরা র্ধম নিয়ে রাজনিতি করে,।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
সুরা দিয়ে যখন বলেছেন, তা অবশ্যই সঠিক বলেছেন।
মুশকিল হলো, বোমাবাজরাও সুরা দিয়েই বলে।