![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
বসন্তের গান ।।
কে রাঙ্গাল ফুলে ফুলে
বসন্তে ঐ ডালে ডালে
সাজে পল্লব সজীবতায়
সবুজ তরু পত্রালিকায়
পাখ পাখালি মধু বুলে ঐ
তৃণছায়া মাঠে মাঠে
শ্যামল ছবি ফুটে উটে
মৃদুমন্দ হাওয়ায় দুলে ঐ
শিমুল পারুল বকুল যত
সুভাস ছড়ায় অবিরত
মৌ অলিরা বসে কুলে ঐ
২ .
এই বসন্ত বেলায়
সখি রইলা কোথায় ২ বার
কোকিল ডাকে বনের মাঝে
কুহু কুহু সুরে
ভ্রমর অলি পাখনা মেলে
ফুলে গুঞ্জন করে
মৃদুমন্দ হাওয়া বহে
মনটারে উদাস বানায় ঐ
গাছে গাছে নতুন কুঁড়ি
ফুলে ফুলে সাজে
মাঠের পাড়ে রাখালিয়া বাঁশী
মধুসুরে বাজে
মন তো বসেনা কাজে
শুধু যে চাহে তোমায় ঐ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু শুভবার্তা শান্তি ঘটাক সকলের হৃদয় পানে ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০
সুমন কর বলেছেন: শুভ বসন্ত ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: শুভবসন্ত বন্ধু শুভকামনা
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: ছন্দময় বসন্ত| ভালো লাগা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠ ও কমেন্টে ধন্যবাদ আরন্যক রাখাল , শুভকামনা ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮
নাসরিন চৌধুরী বলেছেন: বসন্তের মত রঙ্গিন হয়ে উঠুক আমাদের সবার জীবন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: বসন্তের মত রঙ্গিন হয়ে উঠুক আমাদের সবার জীবন ।
তাই যেন হয় , শুভকামনা আপু ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
এনামুল রেজা বলেছেন: সুন্দর হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভ বসন্ত এনামুল রেজা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
কলমের কালি শেষ বলেছেন: শুভ বসন্ত ।