![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সুরের ভুবনে মন ঠানে ,তাইত মানুষ অবসর বিনোদনে সুর সঙ্গিত কে প্রাধান্য দেয় । সুরের মাধ্যমে আত্মার প্রশান্তি আসে । যুগে যুগে কত মহামুনিষি নানা ব্যাঞ্জনায় নানা মূর্ছনায় মানুষের ভাবতরঙ্গে ঢেলে দিয়ে গেছে সুর সুধা ।
সঙ্গিত চর্চার বিষয় , বুঝার বিষয় ।
আমি সঙ্গিত ভালবাসি তাই মাঝেমধ্য লিখে ফেলি । আজ আধ্যাত্মিক কিছু গান
পাঠকের সামনে তুলে দিলাম । নিশ্চই ভাল লাগবে ।
এক ।
কলের গাড়ী বানাইল মাওলায়
মনরে
বা্তেনি ফুল ফুটে সে আজব মানব কারখানায় ঐ
গাড়ীতে আছে দরজা জানালা
কোটায় কোটায় রয় যে তালা
হরদমে তায় চলছে লীলা সকাল সন্ধ্যা সর্বদায় ঐ
গাড়ীর ভিতর আছে চেকার
সুখ দুঃখ দুই প্যাসেঞ্জার
পাপ পুন্যর চলে কারবার রসিয়া ইঞ্জিন চালায় ঐ
চলছে গাড়ী মহা কালে
থামবে জানি দম ফুরালে
রঙ্গিলা জন কোন কৌশলে খেলছে খেলা অজানায় ঐ
দুই ।
চিনলিনারে পাখিটারে যেথাকে সদা বিরাজন
ওরে আমার অবুঝ মন ২ বার
দশ দিগন্তে তাহার আভাস
ফেলে সদাই দীর্ঘশ্বাস
সবার মাঝে করে বসবাস
তার অহর্নিশে বিচরন ঐ
প্রেমের কানন সাজাইয়া
পঞ্চভুতে বিলিন হইয়া
অপরুপে রুপ মিশাইয়া
গড়েছে মায়ার বাঁধন ঐ
মাসুদ রানা তারি আঁশে
আজ অচিন কোন পরবাসে
ঘুড়িতেছে দেশে দেশে
সাই ইচ্ছানি হবে পূরণ ঐ
তিন ।
১৫ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পাঠ ও কমেন্টে আমার বাংলাদেশ স্বাধীন , শুভেচ্ছা ।
২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪০
নস্টালজিক বলেছেন: এক পড়েছি।
আমার কাছে চমৎকার লেগেছে আপনার আধ্যাত্বিক লিরিক।
শুভেচ্ছা, পরিবেশ বন্ধু।
ভালো থাকুন নিরন্তর।
১৫ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ নস্টালজিক সুন্দর কমেন্ট করার জন্য , আবারও ব্লগে অভিনন্দন ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৫
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: খাঁটি বাঙালি গান