![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
হামদে এলাহি ও নাতে রাছুল
সকল প্রশংসা আল্লাহর ।
হামদে এলাহি
দয়া চাহি ও দয়াময় জগত ও কাণ্ডার
করুণা কর মোদের ওগো পাক পরুয়ার
যত দয়া পাইতে মোরা
তোমারি দরবারে খাড়া
নাই ভরসা তুমি ছাড়া জলিল ও জাব্বার
যদি তোমার দোয়া হয়
ভেঙ্গে যায় সকল সংশয়
নাহি থাকে কোন ভয় ঘুচাও অন্ধকার
যেন বিপদে তোমায় না ভুলি
কোন বিপথে নাহি চলি
ফুটাই দিলে মহান ধবনি আল্লাহ আকবার ।
নাতে রাছুল
সয়ং ইসলাম এল নেমে
সয়ং রহমত এল নেমে
মারহাবা মারহাবা রাছুল নামে
তার রহমতি খোশবো ফুলে ফুলে
নাম লয়ে পাখিরা মধু বুলে
সারা জাহানে ফুটে তার নুর
আরবের মরু তার চরন চুমে ঐ
তার নুরে রবি শশি গ্রহ তারা
আধারে ফুঁটায় আলোর ফোয়ারা
রহমত ঝরে জগত জুড়ে
চারিদিকে ডানে বামে ঐ
ঝরে রহমত তার অঝর দ্বারায়
মাটির ডালি সাজে সজীবতায়
ভরে মধু রস ফুল ফসলে
আহার করে তাই আদমে ঐ
হুর গিল্মান আর ফেরেস্তা
নবী অলি সাধু আশেকেরা
তার শাফায়াতের নায়ে দিতে পাড়ি
মদিনায় ছালাম জানায় তাজিমে ঐ
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ পাঠ ও কমেন্টে , বানান টিক হয়ে যাবে । অকে বিদ্রোহী ভ্রাতা ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর!!

অনুহগ্রহ করে কিছূ বানান ঠিক করে দিন! পাঠ-কটু লাগছে