![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
** এল বৈশাখ , শুভ বারতায় পুস্প ফসলে
তাই উৎসবে মুখরিত সকলে ।
কৃষাণের মুখে হাসি নতুন ধানের গন্ধে
নাচে বালিকা নুপুর পায়ে নানা ছন্দে
বটছায়ে মন মাতানো গান গায় বাউলে ঐ
বসে কোথাও কভু গ্রাম্য মেলা
চলে কেনা বেচা সারাবেলা
পান্তা ইলিশ খায় বাঙালি দলে দলে ঐ
দেশজুড়ে পড়ে সাড়া কতনা আনন্দ জাগে
কতনা জলসায় হাসি খুশি রঙ ভাল লাগে
নতুন বছরের নতুন দিনে সবাই হালখাতা খুলে ঐ
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: নাছ মানে নাচ আর কি । গেরুখাতা মানে বছরের পুরনো হিসাব বাদ দিয়ে নতুন করে শুরু করা । দিনের শুরু গান দিয়ে সেটা ভাল । দিনের শুরু মুনাজাতের মাধ্যমে হলেই
আরও ভাল হত । যাই হোক কবিতা পাঠের আসর সে তো আরও মজার । সব মিলিয়ে তাহলে দিনটি ভালই যাবে আশা করি আর খানাপিনা তো আছেই । আমার একটা আবদার থাকবে খানাপিনার অংশ থেকে কিছুটা যেন দুএকজন গরিব পায় , কারন তারাও আমাদের মত মানুষ তাদেরও মানবিক দিকটা আমাদের ভাবা উচিৎ । সব শেষ ১লা বৈশাখে শুভেচ্ছা ।থাকল । ধন্যবাদ আড্ডায় নিজের কথা অকপটে বলার জন্য ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০
হাসান মাহবুব বলেছেন: আমি ঘুমামু।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: বাঙ্গালীর একটা স্বভাব দুষ যখন প্রয়োজনীয় কোন বিষয় জানতে চাওয়া হয় তখন অলরেডি চোখে রাজ্যর ঘুম নেমে আসে । দেইখেন ঘুমের মধ্য স্বপ্নে বিভোর হয়ে পান্তা ইলিশের পরিবর্তে বালিশ খাওয়া শুরু করবেন না ।
।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫
শায়মা বলেছেন: নাচকে নাছ লিখেছো কেনো ভাইয়া?
হালখাতা শুনেছিলাম কিন্তু গেরু খাতা শুনিনি।
যাইহোক
দিনের শুরু মোনাজাতের মাধ্যমে বলতে কি তুমি পহেলা বৈশাখের অনুষ্ঠান মোনাজাত দিয়ে শুরু করতে বলছো নাকি ভোরে উঠে মোনাজাতের কথা বলছো বুঝলাম না।
যদি ভোরের মোনাজাত হয় তো ঠিক আছে।
নয়তো ধর্ম আর সংস্কৃতির মাঝে একটু কেমন কেমন হয়ে গেলো না???
তোমার কথা মাথায় রাখবো। গরীবেরাও যেন পায় সেই কথাটা।
অনেক অনেক ভালো থেকো। ঘুমাতে গেলাম আমি। ভোর সকালে উঠতে হবে।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে আমরা ধর্ম আর সংস্কৃতিকে অনেক ভিন্ন মাত্র্যয় নিয়ে যাই । ধর্মের পথ সরল ও শাশ্বত চিরন্তন আর সংস্কৃতি হল মানুষের মনোরঞ্জন ।
কোনটাই মানুষের চাহিদা ও প্রয়োজন থেকে দূরে নয় ।
সংস্কৃতিকে আমি বাদ দিয়ে কিছু বলিনাই শুধু এতটুকুই আমার বলা যে সব কিছুর আগে
বিশ্বনিয়ন্তার নিকট মাথা নত করে তারপর যে কোন কাজেই মঙ্গলময় ।
তোমার পাপেট শো এবং স্কুলের বাচ্ছাদের জন্য রইল শুভকামনা ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮
ডি মুন বলেছেন:
শুভ নববর্ষ পরিবেশ বন্ধু !!
আশাকরি নতুন বছরে বাংলা সাহিত্য আপনার কাছ থেকে অনেক মূল্যবান গল্প, কবিতা, উপন্যাস উপহার পাবে।
আনন্দময় হোক আগামী
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ডিমুন শুভ ১লা বৈশাখ ।
আল্লাহ পাক হায়াতে বাচিয়ে রাখলে সাহিত্য কর্ম চালিয়ে যাব কিন্তু বন্ধু ইলিশ মাছের যে দাম পান্তা দিয়ে সেটা মনে হয় খাওয়া হবেনা ।
ফেসবুক স্ট্যাটাসে দেখলাম এক লোক দামে কুলিয়ে উটতে না পেরে ইলিশ মাছের পরিবর্তে বাসায় আস্ত একটা গরু কিনে নিয়ে আসে । কি যে হপে হবে।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬
***মহারাজ*** বলেছেন: শুভ নববর্ষ বন্ধু
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: মহারাজ আপনার নিক নামটি বেশ সুন্দর । আড্ডায় অংশ নেয়া এবং শুভেচ্ছা জ্ঞাপনের জন্য ধন্যবাদ ।
শুভ নরবার্তা বয়ে আসুক সবার প্রানে প্রাণে
সকল ভাল সম্ভবনা দেখা দিক নববর্ষের দিনে ।।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন পর্যন্ত ভাবি নি। তবে ঘুম থেইকা উঠে দাঁত ব্রাশ পর্যন্ত রুটিন আগের মতোই থাকবে বলে আশা করি। তারপর ভাব্বো। :প
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: টিক আছে সব তাইলে আগের মত ।
এবার ঘুমানোর আগে এক্টু তপজপ করা উচিৎ
পান্তা আর ইলিশ
কোথায় গেল বালিশ ।
শুভ নববর্ষ।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডিসিশন চেঞ্জড। ঘুমাবো। আই নিড অ্যা বালিশ ব্যাডলি।
১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২১
পরিবেশ বন্ধু বলেছেন: রাজপুত্রের? ঘুম পালাল ইলিশের দাম শুনে
তাই কাচা মরিচ খুজে ফিরে দেড় টাকা অগ্রিম লুনে ।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আড্ডাবাজরা সবাই গেল কোথায়? ও পরিবেশ বন্ধু ভাই?? নাক ডাকার শব্দ পাই যে? কার? হামা ভাইয়ের, বন্ধুর নাকি রাজপুত্রের?
১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: আরে বোকা মানুষ আব্বার কনতে আইল , মাত্র চা পর্ব শেষ হয়ে গেল । ভাঙ্গা ভাঙ্গা আওয়াজ শুনা যায় র? র?
ঘুমের ঘুরে নাকি । হয়ত হবে কে জানে । আর কোন সারা পাচ্ছিনা ।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩১
নিয়েল হিমু বলেছেন: ডিসোপ্লেন ২ খেয়েছি কয়েকটা । একটা ঘুম দিব । লম্বা ঘুম ।
১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ইলিশের দাম শুনে দিসিপ্রিন খাইতে কে কইল । ধন্যবাদ আড্ডায় সময় দেয়ার জন্য ।
১লা বৈশাখের শুভেচ্ছা ।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৯
হার্ড হিটার বলেছেন: প্রতিবন্ধী দিবস কবে জানি গেলো?
১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: কত দিবসই তো আবিস্কার হইল । নতুন আইডিয়া থাকলে গবেষকের কাতারে নাম দেখা মিলত মি, হার্ড মিটার । আড্ডায় মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪১
এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!
১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এহসান সাবিরকে আড্ডাস্থলে উপস্থিত হওয়ার জন্য । দিন এখন অনেক পরিবর্তন উৎসবের ধরন এখন কোনপথে সেটা বুঝে নিতে হকচকিয়ে যেতে হয় । যাই হোক ১লা বৈশাখ হোক সব বাঙ্গালীর মিলন মেলা ও একতার মন্ত্র । শুভনববর্ষ ।
১২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৭
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ব্লগে আসতে পারিনি..তাই একটু দেরিতে...নববর্ষ বয়ে আনুক আপনারসহ সকল বাঙালির হাস্যজ্জ্বল খাটি বাঙালিত্ব
শুভ নতুন বর্ষ...জনাব পরিবেশ বন্ধু।
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আমার বাংলাদেশ স্বাধীন মন্তব্য করার জন্য , কিছু কথা কিছু স্মৃতি নববর্ষের প্রারম্ভে সেটা শুভেচ্ছাময় ।
গ্রামে যখন ১লা বৈশাখে মেলা হত তখন কত আনন্দ লাগত মনে । যাত্রা দেখেছি ষাঁড়ের লড়াই দেখেছি । আর বাউলের মন মাতানো গান ছিল আনন্দের খোরাক । তারপর মেলা শেষে কিনেছি লাটাই ঘুড়ি নয়ত বাঁশী , ছোটদের জন্য নিয়ে এসেছি খেলনা ।পুতুল । হরেক রকম খেলনার চমকপদ মিষ্টি । আর হাওয়াই মিঠা ।
এখন শহরে জীবনে কত পরিবর্তন । বাংলা সংস্কৃতিও যেন হয়ে যাচ্ছে দিন দিন কত আধুনিক । যাই হোক আমরা আমাদের বাঙ্গালিত ঐতিহ্য লালন করব মনে প্রানে বিশুদ্ধতায় ।
শুভনববর্ষ বয়ে আনুক সকলের জন্য মঙ্গল ।
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । শুভ নববর্ষ কবি।
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দরের পূজারী সবাই । কিন্তু আমাদের মধ্য সে সৌন্দর্য মাঝে মাঝে বিক্রিত হয়ে যায় ।
১লা বৈশাখের অনুষ্ঠানে ঢাবিতে আবারও তরুণী লাঞ্চিত এটা কি লীগের পোলা পানদের বিকৃত কর্ম নয় । আমরা চাই সুশীল ও সুদ্ধতায় পরিপূর্ণ খাটি বাঙ্গালী হতে কিন্তু কিছু সংখ্যক বিকৃত মনাদের কারনে জাতী আজ জিম্মি । আমাদের কে আরেক্টু সচেতন হতে হবে । কমেন্টে ধন্যবাদ বন্ধু । শুভনববর্ষে দূর হয়ে যাক সকল অকল্যান ।
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিলম্বিত নববর্ষের শুভেচ্ছা কবি
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ তনিমা আপু ।
আসলে নববর্ষ শুধু ১লা বৈশাখ দিন তা নয়
সারা মাসজুড়ে নববর্ষ বজায় থাকে ।
শুভনববর্ষ বয়ে আনুক নব জীবনের কল্যান
সবার জীবন সুন্দর হোক নব তারুন্য উজ্জিবনায় গাহি সে জয়গান ।
১৫| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৫২
প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ
১০ ই মে, ২০১৫ রাত ১০:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ প্রামানিক আমার নিকে টু দেয়ার জন্য । আসলে আড্ডার বিষয় বস্তু পুরনো হলেও , আমাদের বাঙ্গালীআনা চিরদিনের । অন্যায় অসত্য বাদ দিয়ে সবার জীবন সুন্দর হোক সেটাই নববর্ষের শ্লোগান হওয়া উচিৎ । ধন্যবাদ ।
১৬| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:১২
শাশ্বত স্বপন বলেছেন:
অাপনারতো বিশাল ভক্তবাহিনী, আমিও আজ হলাম
http://www.somewhereinblog.net/blog/sswapan/30029329
১৫ ই মে, ২০১৫ রাত ১০:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শাশ্বত স্বপন , আপনাকে আমার ব্লগে শুভেচ্ছা । মুক্ত লিখুন প্রানবন্ত হৃদয়ে ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২
শায়মা বলেছেন: নাছে কি ভাইয়া???


আর গেরু খাতা আবার কি??? সত্যি জানিনা
গরু খাতা হলে বেশি সুন্দর হত।
যাইহোক আমার দিন কেমন যাবে শুনতে চাও।
ভোর সকালে উঠে সাজুগুজু তারপর গান, তারপর দুপুরবেলা খানাপিনা, তারপর বিকালে কবিতা পাঠের আসর আর রাতে আবার নাচাগানা সাথে খানাপিনা।
পরদিন পাপেট শো পান্তাবুড়ি।