![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সাথি ও লিখিয়ে বন্ধুরা আমার রইল ঈদ শুভেচ্ছা । অবশ্যই সবাই ভাল । সব্বাইকে অভিনন্দন ঈদ মোবারক ।।
সবাইকে ঈদুল আযহা ২০১৫ং ।
*শুভেচ্ছান্তে*************পরিবেশ বন্ধু কবি সমাজ
ঈদ আসে ঐ খুশির জুয়ার বইল প্রানে প্রানে
বাঁকা চাঁদের মেকি হাসি ভাসে আকাশ কোনে ।
উৎসবে আনন্দে নাছে
নৌ কিশোরের দল
দিকে দিকে মুসলমানের
নিত্য কোলাহল ।
মহব্বতের সওদা করে নতুন জামা গাঁয়
সব ভেদাভেদ ভুলে করে কুলাকুলি
ঈদ মোবারক জানায়
ধনি গরিব হয় আপন জন খুশি সকল স্থানে
সবার মুখে ফুটে হাসি ঈদ উৎসবের বাধনে ।
মেঘ বালিকার দেশে
পরিবেশ বন্ধুর কবিতা ও ছন্দ
http://www.somewhereinblog.net/blog/suconabarta/30013490
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: সব ভাল কখন লাগে
যখন হৃদয়ে আনন্দ জাগে ।
মন্তব্য ধন্যবাদ জাদিদ ।।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: চ্রম লাগতেসে আপনাকে বন্ধু। তবে লিংকটা কিসের দিলেন! মনে হচ্ছে তো আপনার জিমেইল এর ইনবক্স। কেমনে কী পড়ুম! আপনার ল্যাবের কম্পিউটার ইঞ্জিনিয়ারদের একটু খবর দেন না, আমাদের জন্যে উহা হ্যাকিং কৈরা দেউক।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: চ্রম কথা হাসান মাহমুদ , আমাদের কম্পু ইঞ্জিরা সব পারেনা কিন্তু ঐ হ্যাকটায় খুব পটু । স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
জানা বলেছেন:
বাহ্ বাহ্ বাহ্। 'গবেসক' পরিবেশ বন্ধুর গবেষনার বিষয়গুলি কি এবং কেন্দ্রটি কোথায় অবস্থিত?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: নিশ্চই ভাল আছেন আপু । গবেসনার কথা আর কি কমু , সৃষ্টি রহস্য এবং মানবের চিন্তা চেতনা নিয়ে কাজ করি এবং দুকলম
লিখার চেস্টা আরকি । বর্তমানে ঢাকা মিরপুরে থাকি । ভাল থাকবেন ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
তিক্তভাষী বলেছেন: পোস্ট দেখে খুশি না হয়ে পারলুম না!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: হাসি খুশি মন / ভাল লক্ষন
খুশি হওয়ার জন্য ধন্যবাদ তিক্তভাসি ।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: চমর কাজ করেছেন----সমপাদক গবেসক (ছবির পাশ থেকে বানান দু'টো নিয়েছি)।
শুভকামনা রইলো।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২
পরিবেশ বন্ধু বলেছেন: এত এত চম্পাদক থাকতে আমি কস্ট করুম কেন । ভাবতেছি ডিজিট্যাঁল উপায় বের করা যায় কিনা । মন্তব্য ধন্যবাদ সুমনকর ।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
এহসান সাবির বলেছেন: বন্ধু...................!!
সুপার লাইক
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: লাইক ভালা পাইলাম নিশ্চই খুব ভালা আছ বন্ধু অগ্রিম ঈদ শুভেচ্ছা ।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৬
মায়াবী রূপকথা বলেছেন:
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: এ আবার কিরাম কথা
নিশ্চই ভাল আছেন মায়াবী রূপকথা , আগাম ঈদ শুভেচ্ছা ।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্টটি পড়ে খুব আনন্দ লাগছে।
পরিবেশ আপনি কিরাম আছেন। শরীর স্বাস্থ্য ভালতো?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু ভাল থাকা চাই
নিজ আর অপর নাই
ঈদ শুভেচ্ছা বঙ্গভূমি ।।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
গুরুভাই বলেছেন: টেষ্ট
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ কথা জেনে তবু পথ চলি
এস গড়ি আওয়াজ তুলে মন্দই বলি
ভাই নিজে হই টিক
চিনে আসল দিক
আমার কর্ম দেখে অন্যর চোখ যাবে খুলি ।
ঈদ মোবারক গুরুভাই ।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা । ভাল থাকবেন পরিবেশ বন্ধু ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা বন্ধু ,
আপনার লাগি কিছুই নাহি রাখি
যত সঞ্চিত ধন দিলাম বিলায়ে
তবুও ওরা খুব ভাল থাক
যদি কোনদিন স্মরণে আঁকে হৃদয়ে ,
খসিল মগজের জ্ঞান সিন্ধু ।
ভাল থাকা হোক সব সময়ের সাথি ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
জাদিদ বলেছেন: ওত্তেরি!!!!! বন্ধু! আপনার এই সাফল্যে আমি ভীষন আনন্দিত।